For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রো কবাডি লিগের সিজন-৯ শুরু আজ, প্রথম দিনেই তিনটি ম্যাচ কোথায় কীভাবে দেখবেন?

Google Oneindia Bengali News

আজ থেকে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রো কবাডি লিগের সিজন-৯। দর্শকরা ফের স্টেডিয়ামে গিয়ে প্রিয় দলের খেলা দেখার সুযোগ পাচ্ছেন। প্রথম দিনেই থাকছে তিনটি ম্যাচ। ট্রিপল পাঙ্গার প্রথমটিতে মুখোমুখি দাবাং দিল্লি কেসি ও ইউ মুম্বা। এর পরের ম্যাচটি বেঙ্গালুরু বুলস ও তেলুগু টাইটান্সের মধ্যে। এদিনের শেষ ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে জয়পুর পিঙ্ক প্যান্থার্স ও ইউপি যোদ্ধাস।

প্রথম ম্যাচে দিল্লি বনাম মুম্বই

প্রথম ম্যাচে দিল্লি বনাম মুম্বই

দাবাং দিল্লি কেসি গতবার প্রো কবাডি লিগ খেতাব জিতেছিল। আজ তাদের সামনে সিজন-২-এর চ্যাম্পিয়ন ইউ মুম্বা। দাবাং দিল্লির খেলোয়াড়দের মধ্যে যাঁদের দিকে বিশেষ নজর থাকবে তাঁরা হলেন রেউডার নবীন কুমার, অলরাউন্ডার বিজয়। আশু মালিক আক্রমণভাগে অবদান রাখতে মুখিয়ে। সুরজ পানওয়ার, মনজিৎ, আশিস নারওয়ালরা সামলেন রেইডিং বিভাগ, রক্ষণে ভরসা সন্দীপ ধুল, অমিত হুডা, রবি কুমাররা। ইউ মুম্বা দলে তরুণ খেলোয়াড়রা রয়েছেন। ১ কোটি ২১ লক্ষের বেশি দর পাওয়া গুমান সিং দলের প্রধান রেইডার। আশিস, শিবমও রয়েছেন। রক্ষণে অধিনায়ক সুরিন্দর সিং ও রিঙ্কুর উপর নির্ভর করবে ইউ মুম্বার সাফল্য। এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ১৮ বার। দাবাং দিল্লি কেসি জিতেছে ৫টিতে, ইউ মুম্বার জয় ১২টিতে। একটি টাই হয়েছিল।

দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু বনাম তেলুগু

দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু বনাম তেলুগু

বেঙ্গালুরু বুলস খেতাব জিতেছিল ষষ্ঠ মরশুমে। ১.৭০ কোটি টাকায় তারা নিয়েছে বিকাশ কান্ডোলাকে। অসাধারণ রেইডিংয়ের মাধ্যমে ম্যাচের মোড় বদলে দেওয়ার দক্ষতা তাঁর রয়েছে। মোরে জি বি, নীরজ নারওয়ালের উপর নির্ভরশীল আক্রমণভাগ। রক্ষণে ভরসা সৌরভ নান্দাল, মহেন্দ্র সিং ও আমন। অঙ্কিত বেনিওয়াল, রজনীশ, সিদ্ধার্থ দেশাই, অভিষেক সিং, মনু গোয়াতরা থাকায় জয় দিয়েই অভিযান শুরু করতে চাইছে তেলুগু টাইটান্স। বিশাল ভরদ্বাজ, পরভেশ ভৈসওয়াল, সুরজিৎ সিং, রবিন্দর পাহালের মতো তারকাখচিত রক্ষণভাগ প্রতিপক্ষ রেইডারদের সমীহ আদায় করার পক্ষে যথেষ্ট। এই দুই দল পরস্পরের বিরুদ্ধে খেলেছে ১৯টি ম্যাচ। বেঙ্গালুরু বুলসের জয় এসেছে ১২টিতে, তেলুগু টাইটান্স জিতেছে ৩টিতে। চারটি টাই।

জয়পুরের সামনে ইউপি

জয়পুরের সামনে ইউপি

জয়পুর পিঙ্ক প্যান্থার্স খেতাব জিতেছিল প্রথম মরশুমেই। এবার তাদের দল বেশ শক্তিশালী। রেইডার রাহুল চৌধুরী, অর্জুন দেশওয়াল, ভি অজিত কুমাররা থাকায় বৈচিত্র্যপূর্ণ আক্রমণভাগ। গত মরশুমে রেইড পয়েন্ট আদায়ে দ্বিতীয় স্থানেই ছিলেন অর্জুন। রক্ষণে রয়েছেন সুনীল কুমার, সাহুল কুমারের মতো খেলোয়াড়রা, তাঁরা গত বছর নজর কেড়েছিলেন। এবার দলে নতুন এসেছেন লাকি শর্মা, নীতীন চান্দেল। ফলে রক্ষণ আরও জমাট হয়েছে। ইউ যোদ্ধাস দলের প্রদীপ নারওয়াল, সুরেন্দ্র গিল, নীতীন তোমরের রেইডিংয়ের দিকে নজর থাকবে। প্রদীপ ও সুরেন্দ্র গত মরশুমেও ভালো পারফরম্যান্স উপহার দিয়েছেন। রক্ষণ সামলাতে ইউপি-র ভরসা অভিজ্ঞ নীতেশ কুমার ও সুমিত। গত দুই মরশুমেই সেরা পাঁচ ডিফেন্ডারের মধ্যে সুমিত ছিলেন। জয়পুর পিঙ্ক প্যান্থার্স ও ইউপি যোদ্ধাস পরস্পরের মুখোমুখি হয়েছে ৭ বার। জয়পুরের জয় এসেছে তিনটিতে, ইউপি জিতেছে চারটি ম্যাচে।

কোথায়, কখন, কীভাবে দেখবেন?

কোথায়, কখন, কীভাবে দেখবেন?

আজ দাবাং দিল্লি ও ইউ মুম্বার মধ্যে প্রথম ম্য়াচটি সন্ধ্যা সাড়ে সাতটায়। সাড়ে ৮টা থেকে বেঙ্গালুরু বুলস বনাম তেলুগু টাইটান্স ম্যাচ। জয়পুর পিঙ্ক প্যান্থার্স ও ইউপি যোদ্ধাস মুখোমুখি হবে রাত সাড়ে ৯টা থেকে। প্রো কবাডি লিগের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়াও দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।

English summary
Pro Kabaddi League Season 9 Is Ready To Begin With 3 Matches On The Opening Day. Know How To Watch On TV And Online.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X