প্রো কবাডি লিগ ২০১৯: মুম্বইয়ের প্রতিপক্ষ ইউপি যোদ্ধা, পুনের বিরুদ্ধে ম্যাচ তামিল থালাইভার
প্রো কবাডি ২০১৯- এ আজ ইউপি যোদ্ধার বিরুদ্ধে মাঠে নামছে ইউ মুম্বা। দিনের প্রথম ম্যাচে লিগের পয়েন্ট টেবিলের ১ বনাম ৫-নম্বরের লড়াই।

এই মুহূর্তে ১৬ ম্যাচ থেকে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে দাবাং দিল্লি। অন্যদিকে ১৫ ম্যাচ থেকে ৪৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে ইউপি যোদ্ধা।একদিকে ইউপির দল শেষ ম্যাচ জিতে এদিন লড়াইয়ে নামছে। মুম্বই তাদের শেষ ম্যাচ হেরেছে।
দ্বিতীয় ম্যাচে এদিন লড়াই পুনেরি পল্টন ও তামিল থালাইভাসের। দুই দলই অবশ্য লিগে একেবারে শেষ অবস্থানে রয়েছে। ১০ নম্বরে রয়েছে পুনেরি পল্টন। অন্যদিকে তামিল থালাইভাস রয়েছে ১২ নম্বরে। লিগে ১৬টি ম্যাচ খেলে ১১ ম্যাচে হেরেছে তামিল দল। পয়েন্ট টেবিলের শেষদিকের দুই দলের মধ্যে ভালো লড়াই হবে মনে করছে কবাডি মহল।
একনজরে পয়েন্ট টেবিলের প্রথম পাঁচ দল
১) দাবাং দিল্লি- ৬৯ পয়েন্ট
২) বেঙ্গল ওয়ারিয়ার্স ৫৮ পয়েন্ট
৩) হরিয়ানা স্টিলার্স- ৫৪ পয়েন্ট
৪) বেঙ্গালুরু বুলস- ৪৯ পয়েন্ট
৫) ইউপি যোদ্ধা- ৪৭ পয়েন্ট।