প্রো কবাডি ২০১৯: তেলুগুর বিরুদ্ধে ড্র করল পাটনা, বেঙ্গালুরুকে হারাল পুনে
প্রো কবাডি ২০১৯-এ শুক্রবারের দুই ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই। তেলুগু টাইটন্সের বিরুদ্ধে ম্যাচ ড্র করল পাটনা পাইরটস। ম্যাচের ফল ৪২-৪২। অন্য ম্যাচে বেঙ্গালুরু বুলসকে হারিয়ে দিল পুনেরি পল্টন। পুনের ফ্র্যাঞ্চাইজি ম্যাচ জিতল ৪২-৩৮ ব্যবধানে।
|
প্রথম ম্যাচের ফল
দিনের প্রথম ম্যাচে রেইড পয়েন্টে লিড নেয় পাটনা। ২৯-২৭ পয়েন্টে এই বিভাগে এগিয়ে যায় তারা। ট্যাকেল পয়েন্টে অন্যদিকে ৮-৭ লিড নেয় তেলুগু। অল আউট পয়েন্টে এরপর দুই দলই ৪-৪ পয়েন্টে লড়াই ড্র করে। এক্সট্রা পয়েন্টে আবার তেলুগু ৩-২ ব্যবধানে লিড নেয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছে।
|
দ্বিতীয় ম্যাচের ফল
অন্য ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় পুনের। রেইড পয়েন্টে বেঙ্গালুরু ২৯-১৮তে এগিয়ে গেলেও ট্যাকেল পয়েন্টে পিছিয়ে পরে। ট্যাকেলে ১৭-৭ পয়েন্টে এগিয়ে যায় পুনে। অলআউট পয়েন্টে ৪-২ ও এক্সট্রা পয়েন্টে ৩-০ এগিয়ে যায় পুনে। শেষ পর্যন্ত পুনে ৪ পয়েন্টের ব্যবধানে (৪২-৩৮ পয়েন্টে) ম্যাচ জিতে নেয়। ম্যাচ হারলেও ১৭ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলে ৪ নম্বরে রইল বেঙ্গালুরু।
|
একনজরে পয়েন্ট টেবিলে প্রথম পাঁচে যারা
১) ১৬ ম্যাচ শেষে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে দাবাং দিল্লি
২) ১৭ ম্যাচ শেষে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেঙ্গল ওয়ারিয়ার্স।
৩) ১৬ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে হরিয়ানা স্টিলার্স
৪)১৭ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে বেঙ্গালুরু বুলস
৫) ১৬ ম্যাচ ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে ইউ মুম্বা।