For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতীয় খেল দিবসে দেশের রেকর্ড ক্রীড়াবিদকে ভার্চুয়াল সম্মান রাষ্ট্রপতির

খেল দিবসে দেশের রেকর্ড ৭৪জন ক্রীড়াবিদকে ভার্চুয়াল সম্মান রাষ্ট্রপতির

  • |
Google Oneindia Bengali News

জাতীয় খেল দিবসে দেশের ৭৪জন ক্রীড়াবিদকে ভার্চুয়ালি সম্মান জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে জড়িত এত ক্রীড়াবিদের নাম এর আগে রাজীব গান্ধী খেলরত্ন, অর্জুন এবং ধ্যানচাঁদ ও তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার পুরস্কার প্রাপকের তালিকায় অন্তর্ভূক্ত হয়নি। হকির জাদুকর তথা কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকিতে আয়োজিত এই অনুষ্ঠানে নানা কারণে ১৪ জন ক্রীড়াবিদ হাজির থাকতে না পারায়, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৬০জনকে সম্মানিত করেছেন রাষ্ট্রপতি কোবিন্দ।

খেলরত্ন পুরস্কার পেলেন যাঁরা

টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা, অলিম্পিকে ব্রোঞ্জজয়ী মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাত, মহিলা টেবিল টেনিস চ্যাম্পিয়ন মনিকা বাত্রা, ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল এবং প্যারা অ্যাথলিট মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে। যদিও আইপিএল খেলতে আমিরশাহীতে থাকা রোহিত শর্মা এবং করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ভিনেশ ফোগাত এই ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। পুনে ও ব্যাঙ্গালোরের সাই সেন্টার থেকে অনুষ্ঠানে অংশ নেন যথাক্রমে মনিকা বাত্রা, রানি রামপাল ও মারিয়াপ্পান থাঙ্গাভেলু।

অন্যান্য পুরস্কার

দেশের মোট ১১টি শহরের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই সেন্টার থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন পুরস্কার প্রাপকরা। দেশের ৬০ জন কৃতী ক্রীড়াবিদের হাতে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেওয়া হয়। কয়েক জনের হাতে নিজেই শংসাপত্র তুলে দেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু।

বিভিন্ন বিভাগের পুরস্কার মূল্য

বিভিন্ন বিভাগের পুরস্কার মূল্য

রাজীব গান্ধী খেলরত্ন জয়ী অ্যাথলিটদের হাতে পুরস্কার মূল্য হিসেবে ২৫ লক্ষ টাকা তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। শনিবার অনুষ্ঠানে অংশ নেওয়া ২২ জন অর্জুন পুরস্কারজয়ী ক্রীড়াবিদদের হাতে ১৫ লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে।

অর্জুন ও দ্রোণাচার্য পুরস্কার জয়ীদের তালিকা

অর্জুন ও দ্রোণাচার্য পুরস্কার জয়ীদের তালিকা

অর্জুন পুরস্কার
১) অতনু দাস (তিরন্দাজি)
২) দ্যুতি চাঁদ (অ্যাথলেটিক্স)
৩) স্বাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি (ব্যাডমিন্টন)
৪) চিরাগ চন্দ্রশেখর শেঠি (ব্যাডমিন্টন)
৫) ভিনেশ বৃগুভানশী (বাস্কেটবল)
৬) মনীশ কৌশিক (বক্সিং)
৭) লভলিনা বর্গহেইন (বক্সিং)
৮) ইশান্ত শর্মা (ক্রিকেট)
৯) দীপ্তি শর্মা (ক্রিকেট)
১০) সাওয়ান্ত অজয় অনন্ত (একুয়েসট্রিয়ন)
১১) সন্দেশ ঝিঙ্গান (ফুটবল)
১২) অদিতি অশোক (গল্ফ)
১৩) আকাশদীপ সিং (হকি)
১৪) দীপিকা (হকি)
১৫) দীপক (কাবাডি)
১৬) কালে সারিকা সুধাকর (খো খো)
১৭) দাত্তু বাবান ভোকানাল (রোয়িং)
১৮) মানু ভাকের (শুটিং)
১৯) সৌরভ চৌধুরী (শুটিং)
২০) মধুরীকা সুহাস পাটকার (টেবল টেনিস)
২১) দিভিজ শারান (টেনিস)
২২) শিবা কেশবন (উইন্টার স্পোর্টস)
২৩) দিব্যা কাকরন (কুস্তি)
২৪) রাহুল আওয়ারে (কুস্তি)
২৫) সুয়াশ নারায়ণ যাদব (প্যারা সুইমিং)
২৬) সন্দীপ (প্যারা অ্যাথলিট)
২৭) মনীশ নারওয়াল (প্যারা শুটিং)

দ্রোণাচার্য পুরস্কারের লাইফ টাইম ক্যাটেগরি
১) ধর্মেন্দ্র তিওয়ারি (তিরন্দাজি)
২) পুরুষোত্তম রাই (অ্যাথলেটিক্স)
৩) শিব সিং (বক্সিং)
৪) রমেশ পাথানিয়া (হকি)
৫) কৃষাণ কুমার হুডা (কাবাডি)
৬) বিজয় ভালাচন্দ্র মুনিশ্বর (প্যারা ভারোত্তোলন)
৭) নরেশ কুমার (টেনিস)
৮) ওম প্রকাশ দাহিয়া (কুস্তি)

দ্রোণাচার্য পুরস্কারের নিয়মিত ক্যাটেগরি
১) জুড ফেলিক্স সেবাস্তিয়ান (হকি)
২) যোগেশ মালভিয়া (মাল্লাখাম্ব)
৩) যশপাল রানা (শুটিং)
৪) কুলদীপ কুমার হান্ডু (উসহু)
৫) গৌরব খান্না (প্যারা ব্যাডমিন্টন)

English summary
President Ram Nath Kovind honoured 74 Indian sports personalities
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X