For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিভি সিন্ধুর সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী, ভারতীয় শাটলারের ফোকাস কমনওয়েলথ গেমসে

Google Oneindia Bengali News

পিভি সিন্ধু এই প্রথম জিতলেন সিঙ্গাপুর ওপেন সুপার ৫০০ খেতাব। আজ ফাইনালে তিনি তিন গেমের লড়াইয়ে পরাস্ত করেছেন চিনের ওয়াং জিয়ি (Wang Zhi Yi)-কে। খেলার ফল ২১-৯, ১১-২১, ২১-১৫। সিন্ধুর এই সাফল্যে উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহল। সিন্ধুর সাফল্যে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীর অভিনন্দন

কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর সিন্ধুর জয়ের মুহূর্তের ভিডিও শেয়ার করে টুইটে লেখেন, পিভি সিন্ধু খেতাব জিতেছেন। রুদ্ধশ্বাস ম্যাচ। আর এই দেখুন সেই মুহূর্ত। প্রথমবার সিঙ্গাপুর ওপেন খেতাব সিন্ধু জিতেছেন অনবদ্য পারফরম্যান্সের সুবাদে। চলতি বছরের তৃতীয় খেতাব জয়। সিন্ধু দুরন্ত ফর্মে রয়েছেন। সেই টুইটটি রিটুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, প্রথমবার সিন্ধু সিঙ্গাপুর ওপেন জেতায় তাঁকে অভিনন্দন জানাই। তাঁর অনবদ্য দক্ষতার প্রমাণ রেখে তিনি এই সাফল্য অর্জন করেছেন। দেশের জন্য এটি গর্বের মুহূর্ত। এই সাফল্যের মুহূর্তটি উদীয়মান খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করবে।

তৃপ্ত সিন্ধু

তৃপ্ত সিন্ধু

এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ীকে হারিয়ে খেতাব জিততে পেরে সিন্ধু নিজেও তৃপ্ত। তিনি বলেন, শেষ কয়েকটি টুর্নামেন্টে কয়েকটি কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে হয়েছে। কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালে পরাস্ত হয়ে খারাপ লাগতো। কিন্তু এই সাফল্যের পিছনে ওই ম্যাচগুলির গুরুত্বও যথেষ্টই। অনেকদিন সিঙ্গাপুরে এসে খেতাব জিতে তাই সত্যিই ভালো লাগছে। এই খেতাব জয় আমার কাছে অনেক গুরুত্ব রাখে। অবশেষে নিজের লক্ষ্য পূরণ করতে পেরেছি। এই জয়ের ধারা আগামী টুর্নামেন্ট ও ইভেন্টগুলিতে বজায় রাখতে চাই। ফাইনালে নিজের পারফরম্যান্স নিয়েও সস্তুষ্ট সিন্ধু। জানিয়েছেন, আগেই বুঝতে পেরেছিলেন চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়াই সহজ হবে না। লম্বা ম্যাচ, লম্বা র‌্যালির জন্য প্রস্তুত ছিলাম।

রিল্যাক্স হয়ে অনুশীলনে

রিল্যাক্স হয়ে অনুশীলনে

সিন্ধুর পরবর্তী ফোকাস বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস। তাই সিঙ্গাপুর ওপেনের সাফল্য তারিয়ে উপভোগের সময় পাবেন না। আপাতত পরিবারের সঙ্গে একদিন কাটিয়ে নেমে পড়বেন বার্মিংহ্যাম গেমসের প্রস্তুতিতে। ২৮ জুলাই থেকে শুরু কমনওয়েলথ গেমস। সিন্ধু বলেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় দুই সপ্তাহ কাটানোর পর এখন সিঙ্গাপুরে রয়েছি। এবার বাড়ি ফিরে কিছুটা রিল্যাক্স হওয়ার চেষ্টা করব। তারপরেই নেমে পড়ব ট্রেনিংয়ে। তার ফাঁকেই এই সাফল্যটিকে উপভোগ করব, যা আমার কাছে অনেক। সিঙ্গাপুরের এই সাফল্য কমনওয়েলথ গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যে তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিল সে কথা মেনে নিয়েছেন সিন্ধু। তিনি বলেন, আপাতত দেশে ফিরে কিছুটা রিল্যাক্স হতে চাই। তারপর কমনওয়েলথ গেমসে ফোকাস রাখব, পদক জেতাই আমার লক্ষ্য।

ফোকাস বার্মিংহ্যামে

ফোকাস বার্মিংহ্যামে

কমনওয়েলথ গেমসের পর তাঁর পরিকল্পনা প্রসঙ্গে সিন্ধু বলেন, এরপর বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও জাপান ওপেন থাকবে। সেগুলিতেও পদক জিততে চাই। শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে। স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ শ্রীকান্ত থাকবেন, সেটা আমার পক্ষে ভালোই হবে। সিন্ধু কমনওয়েলথ গেমসে দলগত বিভাগে সোনা জেতার পাশাপাশি রুপো ও ব্রোঞ্জ জিতেছেন। এবার সোনা জয়ের দৌড়েও তিনি ফেভারিট। বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস নিয়ে সিন্ধু বলেন, প্রথমে দলগত ইভেন্টে ১০০ শতাংশ ফর্মে থেকে ১০০ শতাংশ দিতে সকলে মুখিয়ে রয়েছি। দল হিসেবে একত্রিত হয়ে পরিকল্পনা করতে হবে। তারপর থাকবে ব্যক্তিগত ইভেন্ট। আশা করছি, নিজের সেরাটাই দিতে পারব। অনেক ভালো শাটলার রয়েছেন, ফলে সাফল্য সহজে আসবে না। তার মধ্যেই যত বেশি সংখ্যক পদক নিশ্চিত করতে হবে।

English summary
PM Narendra Modi Hails PV Sindhu's Success In Singapore Open. Indian Shuttler's Next Target Commonwealth Games 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X