For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীরজ চোপড়ার সাফল্যে উচ্ছ্বসিত শেহওয়াগ-যুবরাজ-হরভজনরা, দেখুন তাঁরা কী বললেন

নীরজ চোপড়ার সাফল্যে উচ্ছ্বসিত শেহওয়াগ-যুবরাজ-হরভজনারা, দেখুন তাঁরা কী বললেন

Google Oneindia Bengali News

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রূপো জিতে গোটা দেশকে গর্বিত করেছেন নীরাজ চোপড়া। টোকিও অলিম্পিকে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার অল্পের জন্যে এই ইভেন্টে সোনা হাতছাড়া করেন। ৮৮.১৩ মিটার জ্যাভলিন ছুড়ে রূপো নিশ্চিত করেন ভারতের কৃতী ক্রীড়াবীদ। নিজের চতুর্থ থ্রো-এ এই দূরত্ব অতিক্রম করেন নীরজ চোপড়া।

নীরজ চোপড়ার সাফল্যে উচ্ছ্বসিত শেহওয়াগ-যুবরাজ-হরভজনারা, দেখুন তাঁরা কী বললেন

অলিম্পিকে সোনার পর আন্তর্জাতিক স্তরে নীরাজ চোপড়ার কেরিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ সাফল্যে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এই রূপো জয়। পানিপথের এই তরুণের সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে দেশের ক্রিকেট তারকারা। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছিলেন নীরজকে। তিনি টুইটে লিখেছেন, "নীরাজ চোপড়াকে শুভেচ্ছা জানাই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক রূপোর পদক জেতার জন্য। ভারতের ক্রীড়াক্ষেত্রের জন্য এক বিশেষ মুহূর্ত এইটি। আসন্ন সময়ের জন্য নীরাজকে শুভেচ্ছা রইল।"

নীরজ চোপড়ার সাফল্যে উচ্ছ্বসিত শেহওয়াগ-যুবরাজ-হরভজনারা, দেখুন তাঁরা কী বললেন

নীরাজকে সাফল্যে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটের একের পর এক তারকা টুইট করেছেন। বীরেন্দ্র শেহওয়াগ টুইটারে লিখেছেন, "বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রূপো জিতে আরও এক বার দেশকে গর্বিত করেছেন নীরজ চোপড়া।"

ভিভিএস লক্ষ্মণ নীরাজের এই কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে লেখেন, "অসংখ্য ধন্যবাদ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ভারতীয় হিসেবে পদক জয়ী নীরজ চোপড়াকে। বড় মঞ্চে পারফর্ম করছে এবং অ্যাথলেটিক্সে ভারতীয়দের পথ প্রসস্ত করছে। সত্যিকারের চ্যাম্পিয়ন নীরজ। কমওয়েলথ গেমসের জন্য শুভেচ্ছা রইল।"

ক্রুণাল পান্ডিয়া লিখেছেন, "শুভেচ্ছা নীরজ চোপড়া।"

হরভজন সিং লিখেছেন, "বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক রূপো জয়ী নীরাজ চোপড়াকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের সকলের কাছে তোমার সাফল্য আনন্দের এবং গর্বের মুহূর্ত। এক জন আদর্শ হিসেবে সারা দেশের ক্রীড়াবীদদের উৎসাহিত করতে থাকবে তুমি। তোমার জন্য গর্বিত।"

অজিঙ্ক রাহানে নীরজকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "শুভেচ্ছা নীরজ চোপড়া। এই ভাবেই চমকাতে থাকো।"

যুবরাজ সিং লিখেছেন, "সব দিক থেকেই অপ্রতিরোধ্য। খুব ভাল করেছ নীরজ চোপড়া। তোমার হাতে জ্যাভলিন নিয়ে ইতিহাস তৈরি করতে থাকো।"


ফাউল থ্রো দিয়ে ফাইনাল ইভেন্ট শুরু করেন নীরাজ চোপড়া। দ্বিতীয় থ্রো-এ তিনি অতিক্রম করেন ৮২.৩৯ মিটার দূরত্ব। তৃতীয় প্রচেষ্টায় তাঁর জ্যাভলিন অতিক্রম করে ৮৬.৩৭ মিটার দূরত্ব। চতুর্থ প্রচেষ্টায় ৮৮.১৩ মিটার ছুঁড়ে রূপো নিশ্চিত করেন সোনার ছেলে। পঞ্চম এবং ষষ্ঠ থ্রো-এ ফাউল করেন নীরাজ।

English summary
Players likeVirender Sehwag, Yuvraj Singh congratulated Neeraj Chopra on Twitter. He scripted history in the World Athletics championship.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X