For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পয়েন্টের ব্যবধান বাড়িয়ে লিগ শীর্ষেই রইল পাটনা, দ্বিতীয় স্থানে উঠে এল হরিয়ানা

পয়েন্টের ব্যবধান বাড়িয়ে লিগ শীর্ষেই রইল পাটনা, দ্বিতীয় স্থানে উঠে এল হরিয়ানা

Google Oneindia Bengali News

মঙ্গলবার প্রো কবাডি লিগে ইউ মুম্বাকে হারাল পাটনা পাইরেটস। পাটনার ফ্রাঞ্চাইজি কবাডি দলটির পক্ষে খেলার ফল ৪৭-৩৬। পাটনার সাফল্যে মূল কারিগর তাদে দুই রেডার সচিন এবং গুমান সিং। বিধ্বংসী ফর্মে এ দিনের ম্যাচে পাওয়া গিয়েছে এই দুই রেডারকে।

পয়েন্টের ব্যবধান বাড়িয়ে লিগ শীর্ষেই রইল পাটনা, দ্বিতীয় স্থানে উঠে এল হরিয়ানা

পাটনা পাইরেটসের হয়ে সর্বাধিক ১৬ পয়েন্ট অর্জন করেন সচিন। রেডে পয়েন্ট তুলে আনার পাশাপাশি একটি ট্যাকেট পয়েন্টও পেয়েছেন তিনি। অনেকটা একই রকম লেখাঝোকা গুমান সিং-এরও। গুমানের সংগৃহীত পয়েন্ট ১১। রেডে পয়েন্ট তুলে আনার পাশাপাশি এক পয়েন্ট ট্যাকেল করে অর্জন করেছেন তিনি।

শুধু পাটনার রেডাররাই নন, ফর্মে ছিলেন ইউ মুম্বার দুই রেডার অভিষেক সিং এবং ভি অজিত। যথাক্রমে ১৩ এবং ১১ পয়েন্ট অর্জন করেন তাঁরা। কিন্তু তাঁদের লড়াইয়কে সফল হতে দেয়নি ইউ মুম্বার ডিফেন্ডারদের ব্যর্থতা। এই ম্যাচে জিতে শীর্ষস্থানে থাকা পাটনা পাইরেটস দ্বিতীয় স্থানে থাকা হরিয়ানা স্টিলার্সের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে নিল। ১৭ ম্যাচে পাটনার পয়েন্ট ৬৭।

এ দিন অন্য খেলায় ছন্দে থাকা হরিয়ানা স্টিলার্স পরাস্থ করেছে তামিল থালাইভাসকে। হরিয়ানার পক্ষে খেলার ফল ৩৭-২৯। হরিয়ানার হয়ে চোখ ধাঁধানো পারফর্ম করেছেন রেডার অভিষেক। দলের অধিনায়ক এবং অন্যতম রেডার বিকাশ কান্দোলা। অপর দিকে, তামিল থালাইভাসের হয়ে দশ পয়েন্ট সংগ্রহ করেছেন রেডার মনজিৎ। অপর রেডার অজিঙ্ক পাওয়ার সংগ্রহ করেছেন ৮ পয়েন্ট। ডিফেন্ডাররা যদি একটু সাহায্য করতেন রেডারদের তাহলে হয়তো এত বড় ব্যবধানে হারতে হত না তামিল থালাইভাসকে। তামিল থালাইভাসের বিরুদ্ধে জয়ের ফলে দাবাং দিল্লি কে সি'কে তিন নম্বরে ঠেলে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল হরিয়ানা স্টিলার্স। ১৮ ম্যাচে ৫৮ পয়েন্ট সংগ্রহ করেছে হরিয়ানা। এক ম্যাচ কম খেলে দিল্লির সংগৃহীত পয়েন্ট ৫৭।

English summary
Haryana Steelers beat Tamil Thalaivas. In the other match table topper Patna Pirates beat U Mumba with 47-36 points in PKl 2021-2022 at Sheraton Grand, Whitefield, Bengaluru.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X