For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাটনা পাইরটসের বিরুদ্ধে হার ইউ পি যোদ্ধার, শনিবার নামছে বাংলার দল

পাটনা পাইরটসের বিরুদ্ধে হার ইউ পি যোদ্ধার, শনিবার নামছে বাংলার দল

Google Oneindia Bengali News

কোচ পরিবর্তন হওয়ার পর জয়ের সরণিতে ফিরল তামিল থালাইভাস। প্রো কবাডি লিগে শুক্রবারের প্রথম ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে ৩৮-২৭ ব্যবধানে হারায় তামিল থালাইভাস। দলটির হয়ে ১৩ পয়েন্ট অর্জন করেন নরেন্দ্র। এ ছা়ড়া অজিঙ্ক পাওয়ার অর্জন করেন ৬ পয়েন্ট। জয়পুরের পরিবর্ত খেলোয়াড় হিসেবে নামা অর্জুন দেশওয়াল অর্জন করেন ৯ পয়েন্ট। ৪ পয়েন্ট করে পান অঙ্কুশ এবং ভবানী রাজপুত।

পাটনা পাইরটসের বিরুদ্ধে হার ইউ পি যোদ্ধার, শনিবার নামছে বাংলার দল

দিনের দ্বিতীয় ম্যাচটি ড্র হয়েছে। দুর্দান্ত লড়াই হয়েছে হরিয়ানা স্টিলার্, এবং পুনেরি পলটনের মধ্যে। ম্যাচের ফ ২৭-২৭। হরিয়ানার হয়ে ৮ পয়েন্ট করে পান দুই রেডার মনজিৎ এবং মিতু শর্মা। পুনেরি পলটনের হয়ে ১১ পয়েন্ট অর্জন করেন মোহিত গোয়েত। পরবর্তী খেলোয়াড় হিসেবে নামা রেডার আকাশ শিন্ডে পান ৪ পয়েন্ট।

এ দিনের ম্যাচে তৃতীয় ম্যাচে পাটনা পইরেটস ৩৪-২৯ ব্যবধানে পরাজিত করে ইউ পি যোদ্ধাকে। পাটনার রেডার সচিন দলকে ১১ পয়েন্ট এনে দেন, অলরাউন্ডার রোহিত গুলিয়া অর্জন করেন ৭ পয়েন্ট। ইউ পি যোদ্ধার হয়ে ১২ পয়েন্ট অর্জন করেন রেডার পারদীপ নারওয়াল, অপর রেডার সুরিন্দর গিল অর্জন করেন ৪ পয়েন্ট। পরিবর্ত খেলোয়াড় হিসেবে নামা রেডার রোহিত তোমার ৫ পয়েন্ট দেন নিজের দলকে। রেডাররা দলকে জেতানোর চেষ্টা করলেও ডিফেন্সের দুর্বলতায় তাঁদের চেষ্টা সাফল্য পায়নি।
৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে দাবাং দিল্লি কে সি। ৮ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পুনেরি পলটন রয়েছে দ্বিতীয় স্থান। ৮ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে জয়পুর পিঙ্ক প্যান্থার্স রয়েছে তিন নম্বরে।

শনিবারও রয়েছে তিনটি ম্যাচ। বেঙ্গল ওয়ারিয়র্স এ দিন খেলবে ইউ মুম্বার বিরুদ্ধে। অপর দুই ম্যাচে বর্তমানে লিগ তালিকার শীর্ষে থাকা দাবাং দিল্লি কে সি খেলবে বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে এবং তেলেগু টাইটানস খেলবে গুজরাত টাইটানসের বিরুদ্ধে।

English summary
Patna Pirates beat UP Yoddha in PKL 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X