For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন থেকে পাকিস্তানের জেতার প্রার্থনা করলেও ধোনির জন্যেই নাকি...! পাকিস্তানি চাচার মন্তব্যে হৈহৈ কাণ্ড

ICC T20 World Cup 2021-চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। ফুটছে গোটা দল। তবে যতবার ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়েছে ততবার 'খেলার যুদ্ধ' কার্যত মাঠের বাইরে চলে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ICC T20 World Cup 2021-চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। ফুটছে গোটা দল। তবে যতবার ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়েছে ততবার 'খেলার যুদ্ধ' কার্যত মাঠের বাইরে চলে গিয়েছে।

একটা বিশাল অংশের মানুষ মাঠে ভারতের সমর্থনে গলা ফাটান। তবে পাকিস্তানের এমন একজন সাপোর্টার হলেন মোহম্মদ বাশীর (Mohammad Bashir)। যাকে ক্রিকেটপ্রেমীরা Chicago Chacha হিসাবেই ডেকে থাকেন।

ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী থাকতে ইতিমধ্যে দুবাই পৌঁছে গিয়েছেন চাচা। তবে এই মুহূর্তে প্রবল চাপের মুখে তিনি! কারণ বাশীরের হৃদয় বলছে পাকিস্তান জিতুক! কিন্তু মাথা টিম ইন্ডিয়াতেই আটকে রয়েছে।

পাকিস্তানি হয়েও ধোনিতে মন চাচার

পাকিস্তানি হয়েও ধোনিতে মন চাচার

সন্ধ্যে সাড়ে ৭টা থেকে শুরু হচ্ছে হাইভোল্টেজ এই ম্যাচ। জমজমাট রবিবাসরীয় সন্ধ্যা। খেলা শুরু হওয়ার আগে ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন Chicago Chacha। সেখানে তিনি বলেন, আমি খুব খুশি হয়েছি যে ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে। আমি আমার হৃদয় থেকে প্রার্থনা করি যাতে আজ পাকিস্তান যেতে। কিন্তু ধোনীর অবদান কখনও ফেলতে পারছেন না পাকিস্তানী এই সমর্থক। তাঁর মতে, ধোনি আমার কাছে সবথেকে পছন্দের। ভারতের বিরুদ্ধে কখনই জেতেনি পাকিস্তান। আর সেই প্রসঙ্গ তুলে Chicago Chacha বলেন, আমি চাই এবার অন্তত পাকিস্তান জিতুক। তাহলে পাকিস্তানের মানুষও আনন্দ করতে পারবে।

কোনও দিন জেতেনি পাকিস্তান

কোনও দিন জেতেনি পাকিস্তান

গত ১৫ অগস্ট অন্তজাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন মহেন্দ্র সিং ধোনি। এরপর থেকে প্রায়ু অন্তরালেই অনেকগুলি দিন কাটিয়েছেন। তবে টি ২০ এই বিশ্বকাপে মেন্টর হিসাবে রয়েছেন মাহি। ফলে টিম ইন্ডিয়াতে বড় একটা প্রভাব থাকবেই। বলে রাখা প্রয়োজন ধোনি ক্যাপ্টেণশিপে ২০০৭ সালে পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের জন্যে টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। এখনও পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে টি-২০ বিশ্বকাপে পাঁচটি খেলা হয়েছে। প্রত্যেকটা খেলাতেই ভারতের জয় হয়েছে। অন্যদিকে ওয়ান ডে বিশ্বকাপে দুই দেশের মধ্যে ৭টি খেলা হয়েছে। আর এই খেলাতেও পাকিস্তান ভারতের বিরুদ্ধে কোনও দিনই জয় পায়নি। ফলে সেদিকে তাকিয়ে ভারতকে অনেকটাই এগিয়ে রাখছে ক্রিকেটমহল।

ফেভারিট ভারত

ফেভারিট ভারত

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিশ্বকাপে জয়ের সংখ্যা ১২ থেকে বেড়ে ১৩ হতেই পারে। শুধু তাই নয়, ভারতীয় দলের যে ভারসাম্য রয়েছে তাতে ১০ বছর ধরে বিশ্বকাপ জয়ের খরা টি ২০ বিশ্বকাপে মিটতে পারে বলেও অপেক্ষায় মহারাজ। আরেক প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন বলেছেন, যতই ভারত-পাক ম্যাচ নিয়ে হাইপ থাকুক, ক্লিয়ার ফেভারিট ভারতই।

English summary
Pakistan born Mohammed Bashir, who loves Dhoni, cheers for India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X