For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ সত্ত্বেও জাপানে অলিম্পিকের প্রস্তুতি জোরকদমে

ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ সত্ত্বেও জাপানে অলিম্পিকের প্রস্তুতি জোরকদমে

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জন্য অলিম্পিক পিছিয়ে দেওয়া পরামর্শ দেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মারণ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে বিশ্বে। সেই আতঙ্কের মধ্যেও টোকিও তথা জাপানে অলিম্পিকের প্রস্তুতি জোরকদমে চলছে বলেই খবর।

কবে শুরু অলিম্পিক

কবে শুরু অলিম্পিক

আগামী ২৪ জুলাই জাপানের রাজধানী টোকিও-তে শুরু হওয়ার কথা অলিম্পিক। ৯ অগাস্ট পর্যন্ত চলার কথা বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া টুর্নামেন্ট। যাতে ২০৬টি দেশের অংশগ্রহণের কথা রয়েছে। ১১ হাজারেরও বেশি অ্যাথলিট এবারের অলিম্পিকে অংশ নেবেন বলেও জানানো হয়েছে।

মারণ করোনা

মারণ করোনা

ভয়াবহ করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আড়াই লক্ষেরও বেশি মানুষ। করোনায় সবচেয়ে বেশি প্রভাবিত চিন, ইতালি ও উত্তর কোরিয়া। করোনার জেরে জাপানেও ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

অলিম্পিকে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা

অলিম্পিকে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা

এখনও পর্যন্ত মোট ১১৭টি দেশে ছড়িয়েছে করোনা ভাইরাসের প্রভাব। তার মধ্যে চিন, ইতালি সহ অধিকাংশ দেশের টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার কথা। ফলে বিভিন্ন দেশের প্রচুর অ্যাথলিট ও দর্শক সমাগমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে।

কী ভাবছে আইওসি

কী ভাবছে আইওসি

করোনা ভাইরাস বিশ্বব্যাপী যতই প্রভাব ফেলুক, এখনই অলিম্পিক বন্ধ করে দেওয়া হচ্ছে না বলে খবর। ইন্টারন্যাশন্যাল অলিম্পিক অ্যাসোসিয়েশন এ ব্য়াপারে এখনও পর্যন্ত চূড়ান্ত নিদান দেয়নি বলেও খবর। সেক্ষেত্রে ফাঁকা স্টেডিয়ামে অলিম্পিক আয়োজন করা হতে পারে বলেও মনে করা হচ্ছে। যদিও এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ নিতে ভুলছে না অলিম্পিক কমিটি।

কী বলেছেন ডোনাল্ড ট্রাম্প

কী বলেছেন ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অবশ্য অলিম্পিক এক বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, করোনা আতঙ্কে ফাঁকা স্টেডিয়ামে এত বড় ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন করার কী মানে। তাই আপাতত অলিম্পিক স্থগিত করে দেওয়ার পক্ষে মত দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি। এ ব্যাপারে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প।

জাপানে প্রভাব পড়েনি

জাপানে প্রভাব পড়েনি

আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যাই বলুন, তার প্রভাব জাপানে পড়েনি বলাই চলে। টোকিও সহ গোটা জাপান জুড়ে অলিম্পিকের প্রস্তুতি জোরকদমে চলছে বলে জানানো হয়েছে।

চিনের থেকে বাজে অবস্থা ইউরোপে! করোনা থেকে বাঁচতে স্পেন থেকে উহান ফিরছে দলচিনের থেকে বাজে অবস্থা ইউরোপে! করোনা থেকে বাঁচতে স্পেন থেকে উহান ফিরছে দল

English summary
Olympics on track in Japan despite US president Donald Trump's suggestion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X