For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুনের অভিযোগ উঠল অলিম্পিকে পদক জয়ী ভারতীয় হকি দলের তারকা বীরেন্দ্র লাকরার বিরুদ্ধে

খুনের অভিযোগ উঠল অলিম্পিকে পদক জয়ী ভারতীয় হকি দলের তারকা বীরেন্দ্র লাকরার বিরুদ্ধে

Google Oneindia Bengali News

অলিম্পিকে পদক জয়ী ভারতীয় হকি দলের অন্যতমনক্ষত্র বীরেন্দ্র লাকরার বিরুদ্ধে তাঁর বাল্য বন্ধুকে খুনের চক্রান্তে জড়িত থাকার অভিযোগ উঠল। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন বন্ধু নিহত আনন্দ টোপ্পার বাবা।

খুনের অভিযোগ উঠল অলিম্পিকে পদক জয়ী ভারতীয় হকি দলের তারকা বীরেন্দ্র লাকরার বিরুদ্ধে

চলতি বছর ফেব্রুয়ারিতে ভুবনেশ্বরের একটি ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল আনন্দ টোপ্পাকে। মৃত আনন্দের বাবা বন্ধন টোপ্পার অভিযোগ রাজ্যের পুলিশ এই হকি খেলোয়াড়কে আড়াল করছে কারণ ভুবনেশ্বরের ডিএসপি পদে রয়েছেন লাকরা। ছেলের মৃত্যুর বোঝা বুকে চাপিয়ে বিগত চার মাসে বিভিন্ন থানায় তিনি হাজির হয়েছে একটি এফআইআর লেখানোর জন্য কিন্তু সব জায়গা থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। নেওয়া হয়নি এফআইআর, সাহায্য করেনি রাজ্য পুলিশ। লাগাতার প্রত্যাক্ষিত হওয়ার পর জনসমক্ষে লাকরার বিরুদ্ধে এই অভিযোগ তুলে আনলেন বন্ধন টোপ্পা।

টোকিও অলিম্পিকে ভারতের ব্রোঞ্জ জয়ী দলের সদস্য ছিলেন বীরেন্দ্র লাকরা। এশিয়ান কাপে ব্রোঞ্জ জয়ী ভারতীয় দলের নেতৃত্বেও ছিলেন তিনি। বন্ধন পিটিআই-কে বলেছেন, "আমরা এবং বীরেন্দ্র পাশাপাশি থাকতাম, সেই করণেই ছোট থেকেই ওর সঙ্গে আনন্দের বন্ধুত্ব ছিল। ২৮ ফেব্রুয়ারি বীরেন্দ্র আমাদের ফোন করে জানায় অচৈতন্য হয়ে গিয়েছে আনন্দ এবং ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছে ও। পরে ওর মুখ থেকেই জানতে পারি, আনন্দ আর বেঁচে নেই।"

তাঁর আরও সংযোজন, "আমরা ওকে জিজ্ঞাসা করি কী হয়েছে? জবাবে ও বলে ভুবনেশ্বরে আসুন। পরের দিনই আমরা পৌঁছাই ওখানে এবং আমাদের স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে এক জন আধিকারিক জানান আনন্দ আত্মঘাতী হয়েছে কিন্তু কোনও সুইসাইট নোট উদ্ধার হয়নি। একাধিক বার অনুরোধ করার পর আনন্দের মৃত দেহ আমাদের দেখতে দেওয়া হয়। প্রথম দেখাতেই আমি ওর গলায় আঙুলের দাগ লক্ষ্য করি। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে লেখা ছিল এটা আত্মহত্যা।" পাটিয়ার ইনফোসিটিতে আয়ূষ রেডিয়ামের ফ্ল্যাট নম্বর ৪০১-এ মৃত অবস্থায় উদ্ধার হয় আনন্দ টোপ্পার দেহ। ওই ফ্ল্যাটটি লাকরার নামে রয়েছে। ১৬ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল আনন্দ টোপ্পার।

English summary
Olympic medalist Birendra Lakra accused of involving in the murder of his childhood friend Anand Toppa. He has been accused by the father of deceased.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X