For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাতড়ে বেড়াচ্ছেন পুরনো ছন্দ, ইন্ডিয়া ওপেন থেকে ছিটকে গেলেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনা নেহওয়াল

হাতড়ে বেড়াচ্ছেন পুরনো ছন্দ, ইন্ডিয়া ওপেন থেকে ছিটকে গেলেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনা নেহওয়াল

Google Oneindia Bengali News

ইন্ডিয়া ওপেন থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল। দ্বিতীয় রাউন্ডেই শেষ হয়ে গেল ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনার দৌড়। দ্বিতীয় পর্বের ম্যাচে ২০ বছর বয়সী মালবিকা বানসুদের কাছে স্ট্রেট গেমে পরাজিত হলেন তিনি। সাইনার বিপক্ষে খেলার ফল ২১-১৭, ২১-৯।

হাতড়ে বেড়াচ্ছেন পুরনো ছন্দ, ইন্ডিয়া ওপেন থেকে ছিটকে গেলেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনা নেহওয়াল

বৃহস্পতিবার সাইনা'কে হারিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছতে মাত্র ৩৫ মিনিট সময় নেন মালবিকা। প্রথম গেম ২১-১৭ ব্যবধানে জেতার পর দ্বিতীয় গেমেও ঝড়ের গতিতে সাইনার বিরুদ্ধে পয়েন্ট সংগ্রহ করতে থাকেন মালবিকা। প্রথম গেমে সাইনা কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও দ্বিতীয় গেমে এই তরুণ শাটলারের সামনে দাঁড়াতেই পারেননি তিনি। দ্বিতীয় গেমে সাইনার পয়েন্ট দুই অঙ্কের সংখ্যা ছোঁয়ার আগেই ম্যাচে জবনিকা টানেন নাগপুরের তরুণ তুর্কী।

সাইনা নেহওয়াল পরাজিক হলেও নিজের নামের প্রতি সুবিচার করে পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছেন বর্তমানে ভারতীয় মহিলা ব্যাডমিন্টনের মুখ পিভি সিন্ধু। ইরা শর্মা'কে স্ট্রেট গেমে হারিয়ে পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করেন হায়দরাবাদের এই শাটলার। সিন্ধুর পক্ষে খেলার ফল ২১-১০, ২১-১০। প্রথম গেমটি জিততে সিন্ধুর সময় লাগে মাত্র ১৩ মিনিট। সব মিলিয়ে পরবর্তী পর্বের টিকিট অর্জন করতে সিন্ধুর মাত্র ৩০ মিনিট সময় লাগে।

এ দিনই বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন জানিয়েছে, কোভিডে আক্রান্ত হওয়ার কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাত জন ভারতীয় শাটলার। বিশ্ব ব্যাডমিন্টনের নিয়ামক সংস্থার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, "মঙ্গলবার প্রথামাফিক আরটি-পিসিআর টেস্ট করার হয় প্রত্যেক খেলোয়াড়ের। সেই টেস্টের রিপোর্ট থেকে জানা গিয়েছে এই সাত প্রতিযোগী কোভিড পজিটিভ। ডবলস পার্টনাররা এদের কাছাকাছি আসায় ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে তারাও।" এই সাত ভারতীয় প্রতিযোগী হলেন এই তালিকায় নাম রয়েছে অশ্বিনি পোনাপ্পা, রীতিকা রাহুল ঠাক্কার তৃষা জলি, মিঠুন মঞ্জুনাথ, সিমরণ আ্মন সিং এবং খুশি গুপ্ত।

বিশ্ব ব্যাডমিন্টনের নিয়মক সংস্থা'র আরও সংযোজন, "মেন ড্র-এ এদের কোনও রিপ্লেসমেন্ট থাকবে না। এদের প্রতিপক্ষ ওয়াকওভার পাবে।" যদিও প্রথমে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন এই সাতজন প্রতিযোগীর নাম সামনে আনেননি। টুর্নামেন্টে অংশ নেওয়া আগেই কোভিড ধরা পড়ে ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ জয়ী বি সাই প্রনীথ, মানু আত্রি এবং ধ্রুব রাওয়াতর। টুর্নমেন্ট শুরুর আগেই এঁরা কোভিডের কারণে ছিটকে গিয়েছিলেন।

English summary
Saina Nehwal’s journey in India Open comes to an end. In the second round match Olympic Bronze medalist Saina Lost against Malvika Bansod. She defeated Nehwal 21-17, 21-9. Malvika Bansod is a 20 year old shuttler from Nagpur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X