For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিনেশ ভারতীয় কুস্তি সংস্থার প্রধানকে বিঁধলেন যৌন হেনস্থার অভিযোগে, বিজেপি সাংসদের বিরুদ্ধে সরব বজরংও

যন্তর মন্তরে ধর্নায় বসলেন ভারতের অলিম্পিয়ান-সহ ৩১ জন কুস্তিগীর। সেখান থেকেই ফেডারেশন সভাপতির বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাটের দাবি, মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করে থাকেন ব্রিজ ভূষণ।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যন্তর মন্তরে ধর্নায় বসলেন ভারতের অলিম্পিয়ান-সহ ৩১ জন কুস্তিগীর। সেখান থেকেই ফেডারেশন সভাপতির বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাটের দাবি, মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করে থাকেন ব্রিজ ভূষণ। ডব্লুএফআই সভাপতির বিরুদ্ধে সরব হয়েছেন বজরং পুনিয়াও।

গুরুতর অভিযোগ

গুরুতর অভিযোগ

ভিনেশ ফোগাট সাংবাদিকদের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি অভিযোগ করেন, ফেডারেশন সভাপতি মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করেন। ব্রিজ ভূষণের দ্বারা মানসিক নির্যাতনের শিকার হয়ে তিনি আত্মহত্যা করার কথা ভেবেছিলেন বলেও জানিয়েছেন ভিনেশ। এই ব্রিজ ভূষণ সিং আবার বিজেপির সাংসদ। তিনি উত্তরপ্রদেশের কাইসেরগঞ্জ থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন।

কেঁদে ফেললেন ভিনেশ

কেঁদে ফেললেন ভিনেশ

এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভিনেশ এদিন বলেন, আমি আগেও ব্রিজভূষণ শরণ সিংয়ের দ্বারা মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার শিকার হওয়ার বিষয়ে মুখ খুলেছিলাম। আমি কুস্তিগীরদের হেনস্থার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও জানাই। এরপর থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। কুস্তিগীরদের চোট-আঘাতের দায়ভার নিতে কেউ রাজি নন। উল্টে ন্যাশনালসে নামতে না দেওয়ার কথাও বলা হয়। ডব্লুএফআই প্রেসিডেন্ট আমাকে খোটা সিক্কা বা অপ্রয়োজনীয় বলে থাকেন। এ ধরনের পরিস্থিতিতে পড়ে আমি আত্মহত্যা করার কথাও ভেবেছিলাম। দেশের হয়ে যে কুস্তিগীররা পদক জিততে নিজেদের সেরাটা উজাড় করে দেন, তাঁদেরই নানাভাবে ফেডারেশনের তরফে অসম্মান করা হয় বলেও অভিযোগ।

যন্তর মন্তরে ধর্না

যন্তর মন্তরে ধর্না

যন্তর মন্তরে এদিন নজিরবিহীন ধর্নায় ভিনেশ ছাড়াও ছিলেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক, বজরং পুনিয়া। ভারতীয় কুস্তি ফেডারেশনে প্রশাসনিক রদবদলের দাবিও তুলেছেন তাঁরা। অভিযুক্ত ফেডারেশন সভাপতি ব্রিজভূষণ শরং সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সাইয়ের কাছে আর্জিও জানান কুস্তিগীররা। প্রায় এক দশক ধরে তিনি ফেডারেশনে রয়েছেন। ২০১৯ সালে তিন বছরের টার্মে তৃতীয়বার সভাপতি নির্বাচিত হয়েছেন। গত কমনওয়েলথ গেমসে পদকজয়ী সাক্ষী মালিক বলেন, যাঁরা আসতে পারছেন না তাঁদের মুখ হয়েই কুস্তিগীররা এদিন যন্তর মন্তরে ধর্নামঞ্চে যোগ দিয়েছেন। সরকার বা সাইয়ের বিরুদ্ধে তাঁদের এই ধর্না কর্মসূচি নয় বলেও জানিয়েছেন কুস্তিগীররা।

সরব বজরং

সরব বজরং

এদিনের ধর্নামঞ্চে হাজির ছিলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী সরিতা মোর, সঙ্গীতা ফোগাট, সত্যব্রত মালিক, জিতেন্দর খানা, কমনওয়েলথ গেমসে পদকজয়ী সুমিত মালিক। বজরং পুনিয়া বলেন, কুস্তিগীরদের নানাভাবে হেনস্থা করা হয় রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার তরফে। যাঁরা প্রশাসনে রয়েছেন তাঁরা খেলার ব্যাপারে কিছুই জানেন না। আমাদের লড়াই পুরোপুরিভাবে ভারতীয় কুস্তি সংস্থার বিরুদ্ধে। হয় এসপার, নয় ওসপার হবে। আনশু মালিক, সঙ্গীতা ফোগাট-সহ অনেকেই বয়কট ডব্লুএফআই প্রেসিডেন্ট হ্যাশট্যাগ দিয়ে প্রধানমন্ত্রীর দফতর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে টুইট করেছেন। এই জয় কতদূর গড়ায় সেটাই দেখার।

English summary
Olympian Vinesh Phogat Accused WFI President Of Sexually Harassing Female Wrestlers. Wrestlers Staged Protest Against WFI President Brij Bhushan Sharan Singh's Alleged Dictatorship.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X