রবীন্দরের পর কৌশিক! একই দিনে প্রয়াত অলিম্পিক হকিতে সোনাজয়ী দুই সতীর্থ
কয়েক ঘণ্টার ব্যবধান। করোনায় সতীর্থ রবীন্দর পাল সিং প্রয়াণের পর তাঁরই সতীর্থ মহারাজ কৃষ্ণ কৌশিকও আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এম কে কৌশিক ও রবীন্দর পাল সিং দুজনেই ১৯৮০ সালে মস্কোতে সোনাজয়ী দলের সদস্য ছিলেন। ভারতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন কৌশিক।

৬৬ বছরের কৌশিকের সপ্তাহ দুয়েক ধরেই শরীরে অক্সিজেনের মাত্রা কমছিল। তবে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভই আসে। ফুসফুসে সংক্রমণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ভেন্টিলেটরেও রাখা হয়েছিল। যদিও সব চেষ্টা ব্যর্থ করে এদিনই প্রয়াত হন এম কে কৌশিক। ভারতীয় পুরুষ ও মহিলা দলের কোচিং করিয়েছেন কৌশিক। ১৯৯৮ সালে ব্যাঙ্ককে তাঁর প্রশিক্ষণাধীন ভারতীয় পুরুষ হকি দল এশিয়ান গেমসে সোনা জিতেছিল। ২০০৬ সালে দোহা এশিয়াডে তাঁরই কোচিংয়ে ভারতের মহিলা হকি দল ব্রোঞ্জ জয় করে। ১৯৯৮ সালে অর্জুন পুরস্কার পাওয়ার পর ২০০২ সালে দ্রোণাচার্য পুরস্কারও পেয়েছিলেন কৌশিক।
Hockey India griefs the loss of Mr. M. K. Kaushik, Gold Medal winning Olympian and former Coach of the Indian Hockey Team. 🕯#IndiaKaGame pic.twitter.com/CQxcTdry3D
— Hockey India (@TheHockeyIndia) May 8, 2021
ভারতীয় দলে কৌশিকেরই সতীর্থ এবং মস্কো অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য রবীন্দর পাল সিং আজই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১। ২৪ এপ্রিল করোনা পজিটিভ ধরা পড়ার পর থেকে তিনি লখনউয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। গত বৃহস্পতিবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁকে নন-কোভিড আইসিইউতে রাখা হয়েছিল। কিন্তু এরপরই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। গতকাল তাঁকে ভেন্টিলেশনে রেখেও শেষরক্ষা হয়নি।
Saddened to learn about the loss of former India International who was part of the Gold Medal winning Indian squad at the 1980 Moscow Olympics, Mr. Ravinder Pal Singh.
— Hockey India (@TheHockeyIndia) May 8, 2021
Hockey India sends its condolences to his family and loved ones. 🙏#IndiaKaGame pic.twitter.com/vHjIQlrDqW
মস্কো অলিম্পিক্সে সোনা জয়ের পর অলিম্পিকের আসর থেকে হকিতে আর সোনা জিততে পারেনি ভারতীয় হকি দল। সেই দলেরই সতীর্থ এম কে কৌশিক ও রবীন্দর পাল সিংয়ের প্রয়াণে ভারতীয় হকি-সহ ক্রীড়াক্ষেত্রে নেমে এসেছে শোকের ছায়া।