For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Exclusive: টোকিও অলিম্পিকে দীপিকা-সহ ভারতীয় তিরন্দাজদের লড়াই কঠিন, মত দোলার

Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে আজ ভারতীয় তিরন্দাজরা নেমেছিলেন ব্যৃাঙ্কিং রাউন্ডে। তবে সামগ্রিক পারফরম্যান্স কিন্তু খুব একটা স্বস্তিতে রাখছে না। মহিলাদের ব্যক্তিগত বিভাগে বিশ্বের এক নম্বর তিরন্দাজ দীপিকা কুমারী রইলেন নবম স্থানে। পুরুষদের দলগত ও মিক্সড টিম ক্রমতালিকাতেও ভারত নবম স্থানেই রইল এদিনের রাউন্ডের পর। ভারতীয় তিরন্দাজদের থেকে আরও ভালো পারফরম্যান্স প্রত্যাশিত ছিল বলেই দাবি করলেন দু-বারের অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায়। ওয়ানইন্ডিয়া বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাতকারে তিনি বললেন, পদক জয়ের আশা থাকলেও ভারতের লড়াই কঠিন হয়ে গেল এদিনের অবস্থানের পর। পদক জয়ের নিরিখে এবার কোরিয়ানদেরই ফেভারিট ধরছেন দোলা।

পুরুষ তিরন্দাজরা

পুরুষ তিরন্দাজরা

ভারতের পুরুষ তিরন্দাজদের মধ্যে উজ্জ্বল এবারই প্রথম অলিম্পিকে অংশ নেওয়া তিরন্দাজ প্রবীণ যাদব। তিনি ব্যৃাঙ্কিং রাউন্ডের পর রইলেন অভিজ্ঞ অতনু দাস ও তরুণদীপ রাইয়ের উপরেই। ভারত পুরুষদের দলগত ও মিক্সড টিম ব্যৃাঙ্কিংয়ে রয়েছে নবম স্থানে। এর ফলে দুটি ক্ষেত্রেই ভারতকে কোয়ার্টার ফাইনালে সামলাতে হবে শক্তিশালী কোরিয়ান চ্যালেঞ্জ। অলিম্পিকের ব্যৃাঙ্কিং রাউন্ডে এদিন ইউমেনোশিমা পার্কে দাপট দেখিয়েছেন কোরিয়ার তিরন্দাজরা। আটে থাকা চাইনিজ তাইপের বিরুদ্ধে অলিম্পিক অভিযান শুরু করবে ভারতের মিক্সড টিম। এই বাধা টপকালেই শেষ আটে সামনে ইতিমধ্যেই বাই পাওয়া শীর্ষ বাছাই কোরিয়া। ব্যক্তিগত ব্যৃাঙ্কিংয়ে প্রথম ৩০-এর মধ্যে শেষ করতে পারলেন না ভারতীয় তিরন্দাজরা। ব্যৃাঙ্কিং রাউন্ডে মাঝামাঝি অবধি অতনু দাস ও প্রবীণ যাদব দুজনেরই স্কোর ছিল ৩২৯। তবে এক্স কাউন্টে এগিয়ে ছিলেন প্রবীণ। শেষে তিনি টেক্কা দেন অতনুকে। ব্যৃাঙ্কিং রাউন্ডে ৩১তম স্থান তিনি দখল করেন ৭২০-র মধ্যে ৬৫৬ পয়েন্ট ছিনিয়ে নিয়ে। অতনু শেষ করলেন ৩৫ নম্বরে। এশিয়ান গেমসে রুপোজয়ী তরুণদীপ রাই তৃতীয় অলিম্পিকে ব্যৃাঙ্কিং রাউন্ডে রইলেন ৬৪ জন তিরন্দাজের মধ্যে ৩৭তম স্থানে। দলগত নিরিখে ভারতের স্কোর ১৯৬১। তবে ভারতীয় তিরন্দাজদের আরও ভালো ফল করা উচিত বলে মনে করেন অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায়।

মিক্সড ইভেন্টে প্রবীণ-দীপিকা

মিক্সড ইভেন্টে প্রবীণ-দীপিকা

রীতি অনুযায়ী, পুরুষ ও মহিলাদের মধ্যে এক নম্বর তিরন্দাজই অংশ নেন মিক্সড টিম ইভেন্টে। এক্ষেত্রে প্রবীণ যাদব ব্যৃাঙ্কিং (Ranking) রাউন্ডে ভারতীয়দের মধ্যে এক নম্বরে রয়েছেন। ফলে প্যারিস বিশ্বকাপে অতনু ও দীপিকা মিক্সড ইভেন্টে সোনা জিতলেও বর্তমান ফর্মের নিরিখে দীপিকা ও প্রবীণেরই নাম পাঠানো হয়েছে ভারতীয় দলের তরফে। ভারতের পাওয়ার কাপলকে তাই দেখা যাবে না মিক্সড ইভেন্টে। তিরন্দাজি থেকে এই বিভাগে পদক জয়ের আশা রয়েছে বলে মনে করেন দোলা বন্দ্যোপাধ্যায়ও। তবে তাঁদের কাছে আরও ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছেন। দীপিকা কুমারী এদিন নিজের পারফরম্যান্সকে মিশ্র বলেই মনে করছেন। তবে আগামী দিনে আরও ভালো পারফরম্যান্সের ব্যাপারেও বদ্ধপরিকর তিনি। দীপিকা এদিন অলিম্পিকে নিজের সেরা স্কোর করেছেন। লন্ডন অলিম্পিকে তিনি স্কোর করেছিলেন ৬৬২, রিওতে ৬৪০।

ভারতের পারফরম্যান্স নিয়ে দোলা

ভারতের পারফরম্যান্স নিয়ে দোলা

দলগতভাবে ভারতীয় পুরুষ তিরন্দাজরা এদিন প্রথম দশে থাকলেও রয়েছেন নয়ে। দোলা বলেন, দীপিকা কিংবা ভারতের দলগতভাবে নবম স্থানে থাকার চেয়ে বরং ভালো হত দশে থাকলে। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কোরিয়াকে এড়ানো সম্ভব হতো। যদিও কোয়ার্টার ফাইনালের আগেও ভারতকে ভালো খেলতে হবে। এদিন তিরন্দাজরা যা স্কোর করেছেন, বিশেষ করে পুরুষরা দলগতভাবে তা আরও অনেক ভালো হওয়া উচিত ছিল। কেন সেটা হল না সেটা বলা মুশকিল। ভারতের পুরুষ তিরন্দাজ দল ২০১২ সালে লন্ডন অলিম্পিকে খেলার যোগ্যতা প্রথমবারের জন্য অর্জন করলেও ২০১৬ সালের রিও অলিম্পিকে পারেনি। পুরুষদের ব্যক্তিগত বিভাগে একমাত্র ছিলেন অতনু দাস। এবার আবার ভারতের পুরুষ দল অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেও পারেনি মহিলা দল। সেক্ষেত্রে মহিলা তিরন্দাজ বলতে দীপিকা একা এবং তিনি অতনু দাসেরই স্ত্রী। দোলা বন্দ্যোপাধ্যায় হতাশ ভারতের মহিলা তিরন্দাজ দল অলিম্পিকে অংশ নেওয়ার ছাড়পত্র আদায় করতে না পারায়। দোলা বলছিলেন, দীপিকা ছাড়াও কোমলিকা বারি বা অঙ্কিতা ভগতকে নিয়ে দীপিকা যে পারফর্ম করছেন বিভিন্ন প্রতিযোগিতায়, তাতে অলিম্পিকের টিকিট পেলে আরও একটি বিভাগে পদকের আশা থাকত।

দীপিকাকে নিয়ে

দীপিকাকে নিয়ে

বিশ্বের এক নম্বর তিরন্দাজ এদিন মহিলাদের মধ্যে নবম স্থানে শেষ করলেন ৬৬৩ পয়েন্ট নিয়ে। বিশ্বের এক নম্বর হওয়ার চাপ দীপিকার খেলায় প্রভাব ফেলছে বলে মনে করেন না দোলা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কে বিশ্বের এক নম্বর অলিম্পিকে তার কোনও গুরুত্ব নেই। বিশ্বের ৩২ নম্বর খেলোয়াড় যদি অলিম্পিকে সোনা বা কোনও পদক জেতেন সেটাই বড় কথা। টোকিও অলিম্পিকে ১ নম্বর জায়গা দখল করেছেন কোরিয়ান আন সান। ৬৮০ স্কোর করে তিনি অলিম্পিকে ব্যক্তিগত ব্যৃাঙ্কিং রাউন্ডে নতুন রেকর্ড গড়েছেন, আগের ৬৭৩-এর স্কোর ভেঙে। ৬৯২-এর বিশ্বরেকর্ড অবশ্য বিশ্বের ৩ নম্বর কাং চে উংয়ের ঝুলিতে, যিনি ৬৭৫ পয়েন্ট নিয়ে এদিন শেষ করেছেন তিনে। দুইয়ে কোরিয়ারই জাং মিনহি (৬৭৭)। আন সানের কাছেই ২০১৯ সালে টোকিও টেস্ট ইভেন্টের ফাইনালে স্ট্রেট সেটে হেরেছিলেন দীপিকা। ব্যৃাঙ্কিং রাউন্ডে ৭২টি তিরের মধ্যে ৩০টি এদিন পারফেক্ট টেন বা এক্স (সেন্টারের সবচেয়ে কাছে) মারেন দীপিকা। সেখানে আন সান মারেন ৩৬টি। এই রাউন্ডের মাধ্যমেই অলিম্পিকের বাছাই ঠিক হয়। কে কার বিরুদ্ধে তা চূড়ান্ত হয় সংশ্লিষ্ট স্থানের ভিত্তিতেই। প্রথম তিনে তিন কোরীয়। তাই দোলা বন্দ্যোপাধ্যায় বলছেন, দীপিকা আরেকটু ভালো করতেই পারতেন। তা না হলেও ভালো হতো যদি তিনি দশম স্থানে থাকতেন। তাহলে কোয়ার্টার ফাইনালে কোরিয়ান চ্যালেঞ্জের মুখে পড়তে হতো না।

কে কার বিরুদ্ধে

কে কার বিরুদ্ধে

পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের প্রথম রাউন্ডে রাশিয়ান গ্যালজান বাজারঝাপভের বিরুদ্ধে খেলবেন প্রবীণ যাদব। অতনু দাসের প্রতিপক্ষ চাইনিজ তাইপের ডেং ইউ-চেং। তরুণদীপ রাই নামবেন ইউক্রেনের ওলেক্সি হানবিনের বিরুদ্ধে। ব্যক্তিগত এলিমিনেশন রাউন্ডে ২৮ জুলাই দীপিকার প্রতিপক্ষ ভুটানের কর্মা।

English summary
Olympian Dola Banerjee Predicts Indian Archers Including Deepika Kumari And Atanu Das To Face Tough Challenges In Tokyo Olympics. Dola Was Expecting Better Better Performance From Indian Archers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X