For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার ছেলের ঝুলিতে ফের সোনালি পদক, টোকিও অলিম্পিকের পর এই ঐতিহ্যশালী ইভেন্টে ভারতের নাম উজ্জ্বল করলেন নীরাজ

সোনার ছেলের ঝুলিতে ফের সোনালি পদক, টোকিও অলিম্পিকের পর এই ঐতিহ্যশালী ইভেন্টে ভারতের নাম উজ্জ্বল করলেন নীরাজ

Google Oneindia Bengali News

ফিনল্যান্ডের কুওরটেন গেমসে সোনা জিতলেন নীরজ। ৮৬.৬৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে দেশকে সোনা এনে দিলেন তিনি। টোকিও অলিম্পিকে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নিরাজ। গ্রেটেস্ট শো অন দ্য আর্থের মঞ্চে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম অ্যাথেলিট হিসেবে এবং অলিম্পিকে ভারতের দীর্ঘ অতীতে দ্বিতীয় ক্রীড়াবীদ হিসবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছিলেন নীরাজ।

সোনার ছেলের ঝুলিতে ফের সোনালি পদক, টোকিও অলিম্পিকের পর এই ঐতিহ্যশালী ইভেন্টে ভারতের নাম উজ্জ্বল করলেন নীরাজ

কিছুদিন আগে পাভো নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার ছুড়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছিলেন হরিয়াণার তরুণ এই জ্যাভলিন থ্রোয়ার। তবে, পাভো নুর্মি গেমসে এই দূরত্ব অতিক্রম করেও সোনা জেতা হয়নি নীরাজের। রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। নীরাজ নিজেই জানিয়েছেন যে কমনওয়েলথ গেমসে আগে তিনি মরিয়া ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করতে। পাভো নুর্মি গেমসে অল্পের জন্য তা না হলেও তিনি যে সঠিক পথে রয়েছে তা তাঁর প্রচেষ্টা এবং সাফল্য জানান দেয়। অলিম্পিকের পর এই প্রথম সোনার পদক জিতলেন নীরজ চোপড়া।পরবর্তী প্রতিযোগীতায় ৯০ মিটার স্পর্শ করার লক্ষ্য নিয়েই নামবেন সোনার ছেলে।

সোনার ছেলের ঝুলিতে ফের সোনালি পদক, টোকিও অলিম্পিকের পর এই ঐতিহ্যশালী ইভেন্টে ভারতের নাম উজ্জ্বল করলেন নীরাজ

নীরাজের এই সাফল্যে অভিভূত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। নীরাজের থ্রো-এর একটি ভিডিও শেয়ার করে অনুরাগ লিখেছেন, "সোনা পেল নীরাজ চোপড়া। আবারও একই কাজ ও করে দেখালো। অসাধারণ চ্যাম্পিয়ন।"

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের নেতৃত্বে দেখা যাবে নীরজ চোপড়াকে। তবে, এ দিন চোট পাওয়ার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান নীরাজ। নিজের তৃতীয় প্রচেষ্টায় থ্রো করার সময়ে পিছলে পড়ে যান এই ক্রীড়াবীদ। অল্পের জন্য বড় কোনও চোটের হাত থেকে রক্ষা পান। সামনেই বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস। নীরাজের চোট পেলে অনিশ্চিত হয়ে পড়তেন এই ঐতিহ্যশালী কমনওয়েলথে। শুধু নীরাজের ব্যক্তিগত নয়, তাঁকে না পেলে বিশাল ক্ষতি হত ভারতেরও।

English summary
Neeraj Chopra wins Gold in the Kuortane Games. This is the first gold since he achieved the most memorable gold in Olympics.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X