For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Neeraj Chopra: আবারও দেশের মুখ উজ্জ্বল করলেন নীরজ, ঐতিহ্যশালী ডায়মণ্ড লিগে হলুদ পদক জয় সোনার ছেলের

আবারও দেশের মুখ উজ্জ্বল করলেন নীরজ, ঐতিহ্যশালী ডায়মণ্ড লিগে হলুদ পদক জয় সোনার ছেলের

Google Oneindia Bengali News

একের পর এক ইতিহাস তৈরি করে চলেছেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে সোনা জয় দিয়ে যে স্বপ্নের যাত্রা শুরু হয়েছে তা এগিয়ে চলেছে তড়তড়িয়ে প্রতিপক্ষকে দুরমুশ করে দিয়ে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের ইতিহাসে নিত্য নতুন মণিমুক্ত যুক্ত করেই চলেছেন নীরজ। বৃহস্পতিবার প্রথম ভারতীয় হিসেবে জুরিখে আয়োজিত ডায়মণ্ড লিগ ফাইনালসে চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস রচনা করলেন দেশের ক্রীড়াক্ষেত্রে উজ্জ্বলতম নক্ষত্র।

৮৮.৪৪ মিটার থ্রো করে ডায়মণ্ড লিগ জয় নীরজের:

৮৮.৪৪ মিটার থ্রো করে ডায়মণ্ড লিগ জয় নীরজের:

ফাউল থ্রো দিয়ে ডায়মণ্ড লিগ ফাইনালে অভিযান শুরু করলেও নীরজ দেশকে গর্বিত করতে কোনও ভুল করেননি। ৮৮.৪৪ মিটার থ্রো করে ডায়মণ্ড লিগস ফাইনালে চ্যাম্পিয়ন হন নীরজ। তাঁর দ্বিতীয় প্রচেষ্টাতেই এই দূরত্ব তিনি অতিক্রম করেন। যা তাঁর কেরিয়ারে চতুর্থ সেরা থ্রো। অলিম্পিকে রূপো জয়ী চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলিচ ৮৬.৯৪ মিটার ছুঁড়ে দ্বিতীয় স্থানে শেষ করেন। তৃতীয় স্থানে শেষ করেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। তিনি থ্রো করেছেন ৮৩.৭৩ মিটার।

ডায়মণ্ড লিগ ২০২২-এ নীরজের ছয়টি থ্রো:

ডায়মণ্ড লিগ ২০২২-এ নীরজের ছয়টি থ্রো:

নীরজ প্রথম থ্রো-টাই ফাউল করেন। তবে, মহান ক্রীড়াবীদ ফর্মে ফিরতে বেশি সময় নেননি। দ্বিতীয় থ্রো-এ ৮৮.৪৪ মিটার জ্যাভলিন ছুঁড়ে ডায়মণ্ড লিগে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেন তিনি। ৮৮.৪৪ মিটার নীরজের কেরিয়ারের চতুর্থ সেরা থ্রো। তৃতীয় প্রচেষ্টায় ৮৮.০০ মিটার ছোঁড়েন তিনি। চতুর্থ প্রচেষ্টায় তিনি অতিক্রম করেন ৮৬.১১ মিটার। পঞ্চম প্রচেষ্টায় তিনি অতিক্রম করেন ৮৭.০০ মিটার এবং শেষ প্রচেষ্টায় তিনি ৮৩.৬০ মিটার জ্যাভলিন ছুঁড়তে সমর্থ হন।

অলিম্পিকে সোনা জেতার ১৩ মাসের ব্যবধানে একাধিক সাফল্য নীরজের:

টোকিও অলিম্পিকে সোনা জয়ের ১৩ মাসের মধ্যে একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন নীরজ। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ২০২২-এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জেতেন তিনি। ২০২১ সালের ৭ অগস্ট অলিম্পিকে সোনা জিতেছিলেন নীরজ। অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর সব থেকে সম্মানে প্রতিযোগীতা হিসেবে ধরা হয় ডায়মণ্ড লিগকে। এর আগে ২০১৭ এবং ২০১৮ সালে ডায়মণ্ড লিগ ফাইনালসে অংশ নিয়েছিলেন নীরজ । প্রথম বার সপ্তম স্থানে এবং দ্বিতীয় বার চতুর্থ স্থানে শেষ করেছিলেন তিনি।

চোটের কারণে কমনওয়েল গেমস খেলতে পারেননি নীরজ:

চোটের কারণে কমনওয়েল গেমস খেলতে পারেননি নীরজ:

বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জেতার সময়ে উরুতে চোট পান নীরজ। প্রথম দিকে তিনি আশা করেছিলেন কমনওয়েলথ গেমসে খেলার পথে এই চোট বাঁধা সৃষ্টি করবে না। কিন্তু চোটের গুরুত্ব বিচার করে তিনি সিদ্ধান্ত নেন কমনওয়েলথ গেমসে না নামার।

বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা, সমর্থকদের আবেগের বিস্ফোরণ সমাজিক মাধ্যমেবিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা, সমর্থকদের আবেগের বিস্ফোরণ সমাজিক মাধ্যমে

English summary
Neeraj Chopra Wins Gold and become first Indian to win Diamond League. Neeraj Won Olympic Gold, World Championship silver and now Diamond League Gold in Just last 13 Months.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X