For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীরজ চোপড়া জুরিখে ডায়মন্ড লিগ জ্যাভলিন ফাইনালে নামছেন ইতিহাসের লক্ষ্যে, ভারতে কোথায় ও কখন দেখা যাবে?

  • |
Google Oneindia Bengali News

নীরজ চোপড়া প্রথম ভারতীয় হিসেবে ইতিমধ্যেই জুরিখে অনুষ্ঠেয় ডায়মন্ড লিগ জ্যাভলিন ফাইনালে যোগ্যতা অর্জন করেছেন। টোকিও অলিম্পিকে সোনাজয়ীর মুকুটে আরও একটি পালক যোগ হবে কিনা তা আজ রাতের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। তবে এই ইভেন্টে নীরজের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। নীরজ ৯০ মিটারের মাইলস্টোন পার করুন, সকলের এটাই প্রত্যাশা।

নীরজ আজ ইতিহাসের লক্ষ্যে

নীরজ আজ ইতিহাসের লক্ষ্যে

চলতি মরশুমে নীরজের সেরা থ্রো রয়েছে ৮৯.৯৪ মিটারের। গত মাসে নীরজ ডায়মন্ড লিগ ফাইনালে ওঠে ৮৯.০৮ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে। যদিও চলতি মরশুমে নীরজের চেয়ে ভালো ফর্মে রয়েছেন জাকুব ভালদেচ। গত বছর টোকিও অলিম্পিকে রুপোজয়ী এই জ্যাভলিন থ্রোয়ারের চলতি বছরে সেরা থ্রো রয়েছে ৯০.৮৮ মিটারের। স্বাভাবিকভাবেই নীরজের সবচেয়ে বড় প্রতিপক্ষ হতে চলেছেন ভালদেচই। উল্লেখ্য, তিনি ২০১৬ সালে ডায়মন্ড লিগ খেতাবও জিতেছিলেন। নীরজকে এদিন সামলাতে হবে আরও দুই জ্যাভলিন থ্রোয়ারের চ্যালেঞ্জ। তাঁরা হলেন, আমেরিকার কুর্টিস থম্পসন ও জার্মানির জুলিয়ান ওয়েবার।

ডায়মন্ড লিগ জ্যাভলিন ফাইনাল

ডায়মন্ড লিগ জ্যাভলিন ফাইনাল

নীরজই ভারতের প্রথম জ্যাভলিন থ্রোয়ার যিনি ডায়মন্ড লিগের কোনও লেগে শীর্ষস্থান দখল করেছেন। স্বাভাবিকভাবেই আজকের ফাইনালের আগে তাঁকে ঘিরে চড়তে শুরু করেছে প্রত্যাশার পারদ। বিশ্ব অ্যাথলেটিক্সের পর চোটের কারণে বছর চব্বিশের নীরজ চোপড়া বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি। যদিও তারপর ডায়মন্ড লিগের লোজান লেগ জিতে এদিনের ফাইনালের টিকিট আদায় করে নিয়েছেন গত মাসেই।

নজর জুরিখে

নজর জুরিখে

নীরজ স্টকহোমে ডায়মন্ড লিগের মিটে দ্বিতীয় স্থান দখল করেছিলেন। লোজানে তিনি শীর্ষস্থান অধিকার করে ইতিহাস গড়েন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফাইনাল চলাকালীন কুঁচকিতে চোট পেয়েছিলেন নীরজ। রিহ্যাবে পুরোপুরি ফিট হয়ে নামেন লোজান লেগে। প্রথম থ্রোটিই ছিল ৮৯.০৮ মিটারের, যা তাঁকে প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ জ্যাভলিন ফাইনালে নিয়ে যায়। দ্বিতীয় থ্রো ছিল ৮৫.১৮ মিটারের। তৃতীয় প্রয়াসে বর্শা নিক্ষেপ করেননি। চতুর্থ থ্রো ফাউল হয়, পঞ্চম প্রয়াস চালাননি। ষষ্ঠ তথা শেষ রাউন্ডে ৮০.০৪ মিটার দূরত্বে জ্যাভলিন পাঠাতে সক্ষম হন তিনি। উল্লেখ্য, নীরজের আগে একমাত্র যে ভারতীয় ডায়মন্ড লিগের কোনও ইভেন্টে প্রথম তিনে থেকে শেষ করেছিলেন তিনি হলেন ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌড়া। তিনি ২০১২ সালের নিউ ইয়র্ক ও ২০১৪ সালে দোহায় ডায়মন্ড লিগ মিটে দ্বিতীয় হয়েছিলেন। ২০১৫ সালে সাংহাই ও ইউজিনের ইভেন্টে তৃতীয় হন।

কখন কোথায় দেখবেন?

কখন কোথায় দেখবেন?

নীরজদের ইভেন্ট আজ ভারতীয় সময় রাত ১১টা ৫০ মিনিট থেকে শুরু হবে। মাঝরাতের কিছু সময়ের পরেই চূড়ান্ত হয়ে যাবে ফাইনালে নীরজ কেমন পারফরম্যান্স করলেন। ভারতে ডায়মন্ড লিগ জ্যাভলিন থ্রো ইভেন্টটি সরাসরি সম্প্রচার হবে স্পোর্টস ১৮-১ (Sports18-1) চ্যানেলে। এ ছাড়া voot-এ লাইভ স্ট্রিমিংও দেখতে পারবেন ক্রীড়াপ্রেমীরা।

English summary
Neeraj Chopra Will Take Part In The Finals Of The Zurich Diamond League Javelin Throw. Know How To Watch The Event On TV And Online In India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X