For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Neeraj Chopra: নীরজ চোপড়া ম্যাজিক ফিগার নিশ্চিত করতে চান চলতি বছরেই, জানালেন তিন বড় টার্গেট

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকের জ্যাভলিনে ঐতিহাসিক সোনা জিতে চমকে দিয়েছিলেন। তবে সেই সাফল্য যে ফ্লুক ছিল না তার প্রমাণ পরেও দিয়েছেন নীরজ চোপড়া। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন। ডায়মন্ড লিগ ফাইনালে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে গর্বিত করেছেন সকলকে। এবার নতুন বছরের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন নীরজ।

৯০ চাই তেইশেই

৯০ চাই তেইশেই

নীরজ চোপড়া এখন অফ-সিজন ট্রেনিংয়ে ব্যস্ত ইংল্যান্ডে। সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হন। নীরজ এবার জ্যাভলিন ৯০ মিটার দূরত্বে পাঠানোর লক্ষ্যটি পূরণ করে ফেলতে চান। ডায়মন্ড লিগের স্টকহোম লেগে নীরজ দ্বিতীয় হয়েছিলেন ৮৯.৯৪ মিটার থ্রো-র সুবাদে। নীরজ এদিন বলেন, যদি পা কয়েক সেন্টিমিটার আগে ফেলতে পারতাম তাহলে ৯০ মিটারের থ্রো সুনিশ্চিত করতে পারতাম। এমনিতে ছয় সেন্টিমিটারের ব্যবধান, তবে ৯০ মিটারের থ্রো একজন অ্যাথলিটের কাছে এক অসাধারণ নজির। যখনই কোনও আলোচনা হয় তখন এটা বলা যায় এই ব্যক্তি ৯০ মিটার দূরে বর্শা পাঠাতে সক্ষম হয়েছিলেন।

প্রত্যাশার চাপ ইতিবাচক

প্রত্যাশার চাপ ইতিবাচক

নীরজ জানিয়েছেন, প্রত্যাশার চাপ নিয়ে তিনি বিচলিত নন। নিজের ৯০ মিটার থ্রো-র লক্ষ্যে কবে পৌঁছতে পারবেন সেটা ভেবেও নিজের উপর চাপ বাড়াচ্ছেন না। তাঁর কথায়, যখন হওয়ার তখন হবে। গত বছর বা তার আগেও হতে পারতো। তবে মনে হয় ঈশ্বর সঠিক সময়ই ঠিক করে রেখেছেন। নিজের সঙ্গে অন্য সকলের প্রত্যাশা থাকে। তবে যখন ট্র্যাকে নামি তখন মাথায় সে সব কিছুই থাকে না। মনে হয়, এই দিনটির জন্যই কঠোর পরিশ্রম করেছি। নিজের সেরাটাই দিতে হবে। তাঁকে ঘিরে মানুষের প্রত্যাশা তাঁর পারফরম্যান্সে কখনও কখনও ইতিবাচক প্রভাব ফেলে বলেও দাবি নীরজের।

লক্ষ্য স্থির

লক্ষ্য স্থির

নীরজের টার্গেট নিশ্চিতভাবেই প্যারিস অলিম্পিক্স। তবে তার আগে এশিয়ান গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ডায়মন্ড লিগ রয়েছে চলতি বছর। এই তিনটি ইভেন্টেই ভালো ফল করার লক্ষ্য স্থির করেছেন নীরজ। আপাতত ইংল্যান্ডে স্ট্রেংথ বাড়ানোর এক্সারসাইজ সারছেন ইন্ডোরে। জ্যাভলিন থ্রো অনুশীলন শুরু করবেন দক্ষিণ আফ্রিকায় গিয়ে। এখনও ঠিক করেননি পুরোদমে কবে থেকে অনুশীলন করবেন। এশিয়ান গেমস নির্ধারিত সময়ে অর্থাৎ অক্টোবরে হলে সেই অনুযায়ী পরিকল্পনা করবেন। তাতে কোচের সঙ্গে চিনের পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করে আরও কয়েক মাস পর ট্র্যাকে নামতে চান নীরজ।

অফ-সিজন ট্রেনিং ইংল্যান্ডে

অফ-সিজন ট্রেনিং ইংল্যান্ডে

নীরজ জানিয়েছেন, আপাতত কাঁধের শক্তি বাড়ানোর জন্য বিশেষ ধরনের অনুশীলন সারছেন। পাওয়ার ও স্ট্রেংথ বাড়ানোর জন্য ৮-১০ কেজির ভারী বল তুলছেন। ১.৮ থেকে ২ কেজি ওজনের বল ছুড়ছেনও। দক্ষিণ আফ্রিকার অনুকূল আবহাওয়ায় জ্যাভলিন ছোড়া শুরু করার পরিকল্পনা রয়েছে। ভারতের অন্যান্য অ্যাথলিটদের প্রশংসাও করেছেন নীরজ। তাঁর কথায়, বিশ্ব অ্যাথলেটিক্সে পুরুষদের ফিল্ড র‍্যাঙ্কিং ৯, যা যথেষ্টই ভালো। সকল অ্যাথলিটই পজিটিভ ও তাঁদের স্বচ্ছ্ব ভাবনা রয়েছে। মুরলী শ্রীশঙ্কর, এলধোস পল, অবিনাশ সাবলের মতো অ্যাথলিটরা শুধু অংশ নিতে যান না। নিজেদের সর্বস্ব দিয়ে বিশ্বের সেরা অ্যাথলিটদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যান।

English summary
Neeraj Chopra Wants To Breach The 90-Metre Mark With His Javelin. Neeraj Will Start Javelin Throw In South Africa.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X