For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় ঝটকা ভারতের! কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন 'সোনার ছেলে' নীরজ চোপড়া

এই কারণে কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া

Google Oneindia Bengali News

কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া। চোটের কারণে বার্মিংহ্যামে আয়োজিত হতে চলা কমনওয়েলথ গেমস ২০২২-এ দেখা যাবে না দেশের সেরা জ্যাভলিন থ্রোয়ারকে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)-র সচিব রাজীব মেহতাকে নিজের চোটের বিষয়ে জানিয়েছেন টোকিও অলিম্পিকে সোনা জয়ী তারকা। রাজীব মেহতা নিজে নীরজের অংশ না নেওয়ার বিষয়টা নিশ্চিত করেছেন।

কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া:

কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া:

কমনওয়েলথ গেমস শুরুর হওয়ার কয়েক ঘণ্টা বড় ধাক্কা খেল কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের স্বপ্ন। চোটের কারণে ছিটকে গেলেন টোকিও অলিম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়া। সদ্যই সমাপ্ত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপে চোট পাওয়ার কারণেই কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন নীরজ। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)-র সচিব রাজীব মেহতাকে নিজের চোটের বিষয়ে জানিয়েছেন টোকিও অলিম্পিকে সোনা জয়ী তারকা।

নীরজের না খেলার বিষয়ে শিলমোহর ফেলেন আইওএ সচিব রাজীব মেহতা:

নীরজের না খেলার বিষয়ে শিলমোহর ফেলেন আইওএ সচিব রাজীব মেহতা:

সংবাদ সংস্থা এএনআই-কে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব রাজীব মেহতা বলেছেন, "কমনওয়েলথ গেমস ২০২২-এ অংশ নেবেন না নীরজ চোপড়া। তিনি ফিট নন, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোট পান নীরজ। এই বিষয়ে আমাজের জানিয়েছেন উনি।"

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রূপো জয়:

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রূপো জয়:

সদ্য সমাপ্ত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রূপো জেতেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে সোনা জয়ী তারকা জ্যাভলিন থ্রোয়ার অঞ্জু ববি জর্জ প্রথম অ্যাথেলিট যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশকে পদক এনে দেন। চতুর্থ প্রচেষ্টায় ৮৮.১৩ মিটার ছুঁড়ে রূপো নিশ্চিত করেন সোনার ছেলে। নীরজ জানিয়েছিলেন চতুর্থ থ্রো-এর পরই উরুতে চোট অনুভব করেন। সেই অস্বস্তিকে সঙ্গে নিয়েই পঞ্চম এবং ষষ্ঠ থ্রো করেন তিনি। যদিও ওই দুইটিই ছিল ফাউল থ্রো। রূপো জেতার পর সাংবাদিকদের তিনি বলেছিলেন, "আমি মনে করি চতুর্থ থ্রো আরও ভাল হতে পারত। চতুর্থ থ্রো-এর পর আমার উরুতে কিছু সমস্যা অনুভব করি আমি এবং নিজের সেরাটা দিতে পারিনি পরবর্তী দুই থ্রো-এ। আমি সকালে বিষয়টা বুঝতে পারব কারণ ইভেন্টের পর আমার শরীর এখনও উষ্ণ রয়েছে। আশা করি কমনওয়েলথ গেমসে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।"

গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জয়ী তারকা নীরজ:

গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জয়ী তারকা নীরজ:

শেষ বার কমনওয়েলথ গেমস আয়োজিত হয়েছিল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে ২০১৮ সালে। ওই বছর কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন নীরজ। কিন্তু এই বার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখার লড়াইয়ে নামতে পারবে না। নীরজের ছিটকে যাওয়া ভারতের জন্য বড় ক্ষতি। বলাই যায় নিশ্চিত পদক হাতছাড়া হল ভারতের।

English summary
neeraj chopra to miss commonwealth games due to injury. Neeraj informed about his injury to IOA secretary general Rajeev Mehta.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X