For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীরজ চোপড়ার প্যারিস অলিম্পিকের লক্ষ্য স্থির, কেবিসি-তে অমিতাভ বচ্চনকে কী কী শেখালেন?

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় এসে ক্রীড়াপ্রেমীদের ভালোবাসায় মুগ্ধ টোকিও অলিম্পিকে দেশকে জ্যাভলিনে প্রথম সোনাজয়ী নীরজ চোপড়া। যদিও তিনি এখানেই থেমে থাকতে চান না। ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন পরবর্তী লক্ষ্য। কলকাতায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা জানালেন নীরজ নিজেই। এরই মধ্যে কাল কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে শানদার শুক্রবার এপিসোডটি সম্প্রচারিত হবে। তাতে সঞ্চালক অমিতাভ বচ্চনকে জ্যাভলিন ছোড়া শেখাবেন নীরজ, শ্রীজেশের কাছে হকি খেলার টিপস নেবেন বিগ বি। কিছু আবেগপ্রবণ কথার ফাঁকে থাকছে মজাদার মুহূর্তও।

পরের টার্গেট

পরের টার্গেট

টোকিও অলিম্পিকে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে ভারতকে ঐতিহাসিক পদক এনে দিয়েছেন নীরজ চোপড়া। এরপর এই প্রথম কলকাতায় এসেছিলেন মঙ্গলবার বিকেলে। বুধবার স্বভূমিতে তাহাদের কথা শীর্ষক একটি সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে নীরজ চোপড়া বলেন, অলিম্পিক সোনার উপর কিছু হতে পারে না। আরও একবার এই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে পারলে ভালো লাগবে। আমার জাতীয় রেকর্ড রয়েছে ৮৮.০৭ মিটারের। অলিম্পিকের রেকর্ড ৯০.৫৭ মিটারের। আমি সেই কীর্তিকে ছাপিয়ে যেতে অলিম্পিকে সোনা জিততে চাই নিজের সেরা পারফরম্যান্সের মাধ্যমে অলিম্পিকে নতুন রেকর্ড গড়ে। উল্লেখ্য, ২০০৮ সালের বেজিং অলিম্পিকে আন্দ্রেয়াস থর্কিলসেন সোনা জিতেছিলেন ৯০.৫৭ মিটারের রেকর্ড গড়ে।

পুজো দেখতে আমন্ত্রণ

তাহাদের কথা অনুষ্ঠানে রাজ্যের দুই মন্ত্রী সুজিত বোস ও মনোজ তিওয়ারি উপস্থিত থাকলেও রাজ্য সরকারের তরফে টোকিও অলিম্পিকের সোনাজয়ীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়নি। রাজ্যে খেলা হবে দিবস নিয়ে মাতামাতি হলেও নীরজকে নিয়ে রাজ্য সরকারের উদাসীন থাকা অবাক করেছে অনেককেই। অন্তত বিভিন্ন রাজ্যে যেভাবে অলিম্পিকে কৃতীদের বরণ করে অভ্যর্থনা বা আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে সেখানে বাংলায় তেমন কিছু না হওয়া হতাশও করেছে অনেককেই। বিশেষ করে লাভলিনা বরগোঁহাইয়ের নীরজ চোপড়াও বাংলা থেকে ফিরে গেলেন রাজ্য সরকারের তরফে যথাযোগ্য সম্মান না পেয়েই! অনেকেই একটা কথা বলছেন যে, সময় বের করে নবান্নে তো নীরজ, লাভলিনাদের ডেকেও দেখা করতে পারতেন মুখ্যমন্ত্রী। তবে সুজিত বোস নীরজ চোপড়াকে দুর্গাপুজোর সময় কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়েছেন। উল্লেখ্য, সুজিত বোসের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয় এবার আলোকসজ্জায় তুলে ধরা হবে নীরজের অলিম্পিক সোনাজয়ের মুহূর্ত। মনোজ তিওয়ারি বলেন, নীরজ চোপড়া যেভাবে তাঁর অলিম্পিক সোনা জয়ের মাধ্যমে সকলকে অনুপ্রাণিত করেছেন তা যেমন ভারতীয় ক্রীড়াক্ষেত্রে খুব ইতিবাচক দিক, তেমনই আমরাও চাই নীরজ দেশের জন্য আরও পদক, আরও সোনা নিয়ে আসুন।

কলকাতা পুলিশের সংবর্ধনা

কলকাতা পুলিশের তরফে লালবাজারে নীরজকে সংবর্ধিত করেন নগরপাল সৌমেন মিত্র। আপ্লুত নীরজ বলেন, প্রতিদিনই বহু মানুষের সঙ্গে নতুন করে আলাপ হচ্ছে। অনেক অনুষ্ঠানে হাজির থাকতে হচ্ছে। এতে অলিম্পিকের খেলাগুলির ক্ষেত্রেও বড় ইতিবাচক পরিবর্তন আসার ইঙ্গিত মিলছে। মানুষ এখন অনেক বেশি করে অলিম্পিক স্পোর্টসের খবরাখবর নিচ্ছেন, এটা দেখে খুবই ভালো লাগছে। আমি জানতাম দেশে ফিরলে আলাদা অভিজ্ঞতারই সাক্ষী হব। ভারতীয় ক্রীড়াক্ষেত্র যে নিঃসন্দেহে এক অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায়। তবে অলিম্পিকের আগের নীরজ আর অলিম্পিকের পরের নীরজের মধ্যে কোনও তফাত যে নেই সে কথা জানিয়েছেন টোকিও অলিম্পিকের জ্যাভলিনে সোনাজয়ী। তাঁর কথায়, তফাত একটাই এখন আমার কাছে অলিম্পিকের সোনা আছে।

কেবিসি-তে নীরজ

খুব শিগগিরই আগামী বছরের বিভিন্ন ইভেন্টের জন্য প্রস্তুতি শুরু করে দেবেন নীরজ চোপড়া। বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, ডায়মন্ড লিগকেই পাখির চোখ করছেন। বাংলায় এসে নীরজের সবচেয়ে ভালো লেগেছে মিষ্টি। রসগোল্লা আর দই। নীরজের শখ বাইক চালানোর। কিন্তু বহুদিন বাইক চালানো হয়নি। ট্রাফিকের কারণে এখন ঝুঁকিও নিতে চান না। তাই গাড়িতেই ঘুরতে হয়। এরই মধ্যে আগামীকাল কৌন বনেগা ক্রোড়পতির শানদার শুক্রবার এপিসোডেও নীরজের জীবনের অনেক জানা-অজানা অধ্যায়ের কথা উঠে আসবে। সবচেয়ে মজার ব্যাপার হলো, অমিতাভ বচ্চনকে নীরজ ও শ্রীজেশ হরিয়ানার ভাষা শেখানোর চেষ্টা করবেন। এমনকী জঞ্জির ছবিতে অমিতাভের একটি বিখ্যাত ডায়লগ হরিয়ানার ভাষায় অনুবাদ করে বলতে শোনা যাবে নীরজকে।

English summary
Tokyo Olympic Gold Medalist In Javelin Neeraj Chopra Has Set His Eyes On Breaking The Olympic Record. Neeraj's National Record Standing At 88.07 Metres While The Olympic Record Is 90.57 Metres.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X