For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোটেভিলে অ্যাথলেটিক্স মিটে সোনা জয় নীরাজের

নয়া পালক যোগ হল জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার মুকুটে। বিভিন্ন সময়ে দেশের হয়ে বিভিন্ন সম্মান অর্জন করেছেন নীরজ। জিতেছেন অসংখ্য পদক।

Google Oneindia Bengali News

নয়া পালক যোগ হল জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার মুকুটে। বিভিন্ন সময়ে দেশের হয়ে বিভিন্ন সম্মান অর্জন করেছেন নীরজ। জিতেছেন অসংখ্য পদক। সেই নীরাজই মঙ্গলবার ফ্রান্সে আয়োজিত সোটেভিলে অ্যাথলেটিক্স মিটে সোনা জিতে নিলেন।

সোটেভিলে অ্যাথলেটিক্স মিটে সোনা জয় নীরাজের

২০ বছরের এই তারকা ৮৫.১৭ মিটারের থ্রোয়ের সৌজন্যে পোডিয়ামে প্রথমস্থান নিশ্চিত করেন। ৮১.৪৮ মিটার থ্রো করে রূপো জেতেন আন্দ্রিয়ান মারদারে। তৃতীয়স্থানে শেষ করেন এডিন মাতুসেভিসিয়াস। ৭৯.৩১ মিটির ছুড়ে তৃতীয়স্থান অর্জন করেন এডিন।

অন্য দিকে, ব্যর্থ হলেন ২০১২ অলিম্পিকে পদক জয়ী কেশর ওয়ালকট। ৭৮.২৫ মিটার থ্রো করে তিনি শেষ করেন পঞ্চমস্থানে।

যদিও সোনা জিতলেও চলতি বছরে গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েথ গেমসে এর থেকে বেশি দূরত্ব অতিক্রম করেছিল নিরাজের থ্রো। কমনওয়েলথ গেমসে ৮৬.৪৭ মিটার থ্রো করেন নীরজ। নীরজই প্রথম ভারতীয়, যিনি জ্যাভিলন থ্রোয়ে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন।

আসন্ন এশিয়ান গেমসেও খেতাবের জন্য নীরজের দিকে চেয়ে রয়েছে দেশবাসী। বিশেষজ্ঞরা আশাবাদী এশিয়ান গেমসেও সোনা জয়ের ধারাবাহিকতা বজায় রাখবেন নীরজ।

English summary
Javelin thrower Neeraj Chopra clinches gold at Sotteville athletics meet.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X