For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষতাকে প্রাধান্য দিয়ে পদকের আশা, টোকিও অলিম্পিক্সে ভারতের শক্তিশালী শুটিং দল

Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিক্সের জন্য আজ ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হলো। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সব কটি বিভাগ মিলিয়ে ১৪ জন শুটারকে রিজার্ভ হিসেবেও রেখে দেওয়া হয়েছে। এনআরএআই সভাপতি রনিন্দর সিংয়ের নেতৃত্বে এদিন দল নির্বাচনী বৈঠক চলে প্রায় পাঁচ ঘণ্টা ধরে।

টোকিও অলিম্পিক্সে ভারতের শক্তিশালী শুটিং দল

এদিনের বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এনআরএআইয়ের সেক্রেটারি জেনারেল ডি ভি সীতারাম রাও। বৈঠকে ছিলেন বিশিষ্ট শুটার মোরাদ আলি খান, সিনিয়র রাইফেল বিভাগের হাই পারফরম্যান্স কোচ দীপালি দেশপাণ্ডে, চিফ কোচ মনোজ কুমার, সিনিয়র পিস্তলে হাই পারফরম্যান্স কোচ সমরেশ জঙ্গ ও চিফ কোচ বেদপ্রকাশ পিলানিয়া, সিনিয়র শটগানের চিফ কোচ মনশের সিং, জুনিয়র রাইফেলের চিফ কোচ সুমা শিরুর, জুনিয়র পিস্তলের চিফ কোচ যশপাল রানা, সিনিয়র রাইফেল ও সিনিয়র পিস্তলের বিদেশি কোচ যথাক্রমে মিখাইলভ ওলেগ ও স্মিরনভ পাভেল। দক্ষতাই একমাত্র বিচার্য হয়েছে বলে দাবি করে রনিন্দর সিং বলেন, যে দল গড়া হয়েছে তাতে ভালো ফলই আমরা প্রত্যাশা করছি।

টোকিও অলিম্পিক্সে ভারতের শক্তিশালী শুটিং দল

মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে বিশ্বের এক নম্বর এলাভেনিল ভালারিভানকে দলে রাখা হয়েছে। জাতীয় দলের হয়ে তিনি একটি কোটা না জিতলেও এই ইভেন্টে তিনি অঞ্জুম মৌদগিলের আদায়কৃত কোটার সুবাদে নামবেন। মহিলাদের ২৫ মিটার পিস্তলে চিঙ্কি যাদব যে কোটা জিতেছিলেন তা অঞ্জুম মৌদগিলকে দেওয়া হবে। এর ফলে তিনি মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে নামতে পারবেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন তেজস্বিনী সাওয়ন্তের সঙ্গে। নিয়ম অনুযায়ী কোনও কোটা পুরুষরা জিতলে তা পুরুষ শুটার এবং মহিলারা জিতলে একমাত্র মহিলা শুটারদেরই দেওয়া যায়। মানু ভাকেরের পারফরম্যান্স ভালো থাকায় তিনি ব্যক্তিগত দুটি ইভেন্টে নামবেন।

টোকিও অলিম্পিক্সে ভারতের শক্তিশালী শুটিং দল

একনজরে দেখে নেওয়া যাক অলিম্পিক্সের ভারতীয় শুটিং দল:

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল- দিব্যাংশ সিং পানওয়ার ও দীপক কুমার (রিজার্ভ- সন্দীপ সিং, ঈশ্বরী প্রতাপ সিং তোমর)
পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন- সঞ্জীব রাজপুত ও ঈশ্বরী প্রতাপ সিং তোমর (রিজার্ভ- স্বপ্নিল কুসালে ও চৈন সিং)
পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল- সৌরভ চৌধুরী ও অভিষেক ভার্মা (রিজার্ভ- শাহজার রিজভি ও ওমপ্রকাশ মিথারভাল)
মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল- অপূর্বী চান্দেলা ও এলাভেনিল ভালারিভান (রিজার্ভ- অঞ্জুম মৌদগিল ও শ্রেয়া আগরওয়াল)
মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন- অঞ্জুম মৌদগিল ও তেজস্বিনী সাওয়ন্ত (রিজার্ভ- সুনীধি চৌহান ও গায়ত্রী এন)
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল- মানু ভাকের ও যশস্বিনী সিং দেসওয়াল (রিজার্ভ- পি শ্রী নিভেতা ও শ্বেতা সিং)
মহিলাদের ২৫ মিটার স্পোর্টস পিস্তল- রাহি সার্নোবত ও মানু ভাকের (রিজার্ভ- চিঙ্কি যাদব ও অভিদ্ন্য পাটিল)
পুরুষদের স্কিট- অঙ্গদবীর সিং বাজওয়া ও মৈরাজ আহমেদ খান (রিজার্ভ- গুরজোয়াত সিং খাঙ্গুরা ও শিরাজ শেখ)
১০ মিটার এয়ার রাইফেল মিক্সড- দিব্যাংশ সিং পানওয়ার ও এলাভেনিল ভালারিভান (রিজার্ভ- দীপক কুমার ও অঞ্জুম মৌদগিল)
১০ মিটার এয়ার পিস্তল মিক্সড- সৌরভ চৌধুরী ও মানু ভাকের (রিজার্ভ- অভিষেক ভার্মা ও যশস্বিনী সিং দেসওয়াল

English summary
National Rifle Association of India announced 15-member Indian contingent Indian contingent for the Tokyo 2020 Olympics. 14 shooters also being named as reserves.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X