For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমনওয়েলথ গেমসে ভারতের পদক জেতার সম্ভাবনা কোথায় বেশি? মোদীর সঙ্গে বৈঠকে উপস্থিত সৌরভ

Google Oneindia Bengali News

কমনওয়েলথ গেমস ২৮ জুলাই শুরু হচ্ছে বার্মিংহ্যামে। তার আগে এক ভার্চুয়াল বৈঠকে কমনওয়েলথ গেমসে দেশের প্রতিনিধিত্ব করতে চলা ক্রীড়াবিদদের উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার ঠিক সেদিনই ডোপ টেস্টে ধরা পড়ায় ছিটকে গিয়েছেন ভারতের তারকা স্প্রিন্টার এস ধনলক্ষ্মী ও ট্রিপল জাম্পার ঈশ্বর্য বাবু। ধনলক্ষ্মীর ১০০ মিটার ও ফোর ইনটু হান্ড্রেড মিটার রিলেতে নামার কথা ছিল। দুজনের নমুনাতেই নিষিদ্ধ স্টেরয়েড মিলেছে। তা সত্ত্বেও বার্মিংহ্যাম গেমস থেকে ভারত আগের তুলনায় অনেক বেশি পদক আনবে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর উৎসাহ

প্রধানমন্ত্রীর উৎসাহ

২০১৮ সালে গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারত ৬৬টি পদক জিতেছিল। তার মধ্যে ছিল ২৬টি সোনা এবং ২০টি করে রুপো ও ব্রোঞ্জ। টোকিও অলিম্পিকে ভারত সর্বকালীন সেরা সাফল্য পাওয়ায় এবার পদকের সংখ্যা বাড়ার প্রত্যাশা রয়েছে। গতকাল কমনওয়েলথ গেমসে প্রতিনিধিত্ব করতে চলা ক্রীড়াবিদদের অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসাহিত করে বলেছেন, পদকের প্রত্যাশার কথা মাথায় না রেখে নিজেদের লক্ষ্যে ফোকাস স্থির রেখে সেরাটা দিতে হবে। অনেক ক্রীড়াবিদের কঠিন জীবন সংগ্রামের কথাও উঠে এসেছে প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রীড়াবিদদের আলাপচারিতায়। কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এই ভার্চুয়াল বৈঠকে ছিলেন। প্রধানমন্ত্রী কথা বলেন, ৩০০০ মিটার স্টিপলচেজার অবিনাশ সাবলে, ভারোত্তোলক অচিন্ত্য শেউলি, মহিলা হকি খেলোয়াড় সালিমা টেটে, সাইক্লিস্ট ডেভিড বেকহ্যাম, প্যারা শট পুটার শর্মিলার সঙ্গে। এই বৈঠকে উপস্থিত ছিলেন পিভি সিন্ধু, মহিলা হকি গোলকিপার সবিতা পুনিয়া, রিও গেমসের ব্রোঞ্জজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক, বক্সার শিবা থাপা ও সুমিত, শাটলার কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেন প্রমুখ।

নীরজে নজর

নীরজে নজর

এশিয়ান গেমস পিছিয়ে ২০২৩ সালে চলে যাওয়ায় ভারতীয় ক্রীড়াবিদরা মুখিয়ে রয়েছেন কমনওয়েলথ গেমসে সাফল্য ছিনিয়ে নিতে। ভারত সমস্ত কমনওয়েলথ গেমস মিলিয়ে পাওয়া ৫০৩টি পদকের মধ্যে শ্যুটিং থেকেই এনেছে ১৩৫টি পদক। এবারের গেমসে থাকছে না শ্যুটিং। এই পরিস্থিতিতে ভারতের সম্ভাব্য পদকজয়ীদের তালিকায় শীর্ষে রয়েছেন নীরজ চোপড়া। অলিম্পিকে জ্যাভলিনে সোনা জিতেছিলেন। কাল নামবেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনাজয়ী নীরজ সম্প্রতি নিজের তথা জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছেন। গত মাসে ডায়মন্ড লিগে সোনা জিততে না পারলেও তাঁর সেরা থ্রো ছিল ৮৯.৯৪ মিটারের। কাল অবশ্য নীরজ ৯০ মিটারের মাইলস্টোন স্পর্শ করতে পারেন কিনা সেটা দেখার।

ব্যাডমিন্টন ঘিরে প্রত্যাশা

ব্যাডমিন্টন ঘিরে প্রত্যাশা

ব্যাডমিন্টনে ভারতের বেশ কয়েকটি পদক আসতে পারে। পিভি সিন্ধুকে ঘিরে সবচেয়ে বেশি প্রত্যাশা। সিন্ধু চলতি বছর দারুণ ফর্মেও রয়েছেন। ২০১৮ সালের গেমসে ভারত ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছিল। সেটা এবারও দখলে রাখতে চাইবে। এবারের গেমসে সাইনা নেহওয়াল নেই। ফলে নজরে সিন্ধুই। ২০১৪ সালে তিনি ব্রোঞ্জ জেতেন, ২০১৮ সালে রুপো। এবার নিশ্চিতভাবেই পদকের রং বদলাতে চাইবেন। পুরুষদের সিঙ্গলসে পদক নিশ্চিত করতেই পারেন কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেন, এইচএস প্রণয়ের মতো শাটলাররা। সোনা জয়ের দৌড়ে থাকবে চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডির জুটিও।

ভারোত্তোলনে সম্ভাবনা

ভারোত্তোলনে সম্ভাবনা

কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন থেকে ভারত ১২৫টি পদক জিতেছে। এবারও বেশ কয়েকজন ভারোত্তোলকের দিকে থাকবে নজর। ২০১৮ সালের গেমস থেকে ভারত ভারোত্তোলনে পাঁচটি সোনা-সহ ৯টি পদক জেতে। ভারতের ১৫জন ভারোত্তোলক বার্মিংহ্যামে যাচ্ছেন। মীরাবাই চানু নিজের তৃতীয় কমনওয়েলথ গেমস পদকটি সোনা রূপেই পেতে মরিয়া। চানুর মতে, কমনওয়েলথ গেমস আমার কাছে অনেক সহজ। এখানে আমার নিজের সঙ্গেই লড়াই। স্ন্যাচে ৯১ বা ৯২ কেজি ভার উত্তোলনের লক্ষ্যে সফল হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী চানু।

কুস্তিতে কামাল

কুস্তিতে কামাল

কুস্তিগীর রবি দাহিয়া এবার কমনওয়েলথ গেমস থেকে সোনা আনবেন বলে আশা করা হচ্ছে। গতবার তিনি রুপো জেতেন। ৫৭ কেজি বিভাগে নামবেন রবি। সম্প্রতি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন তিনি। বজরং পুনিয়া নামবেন নিজের তৃতীয় কমনওয়েলথ গেমস পদক জয়ের লক্ষ্যে। বজরং টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন। প্যারিস অলিম্পিকের আগে বজরং চাইবেন কমনওয়েলথ গেমসে ভালো কিছু করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে।

বক্সিংয়ে পদকের আশা

বক্সিংয়ে পদকের আশা

বক্সিংয়ে সম্ভাব্য পদকজয়ীদের তালিকায় উজ্জ্বল উপস্থিতি এখন নিখাত জারিনের। তিনি নামবেন ৫০ কেজি বিভাগে। গত মে মাসে ইস্তানবুলে তেলেঙ্গানার বক্সার নিখাত বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছেন। তার আগে স্ট্রানডজা মেমোরিয়াল টুর্নামেন্টে তিনি ঐতিহাসিক দুটি সোনা জেতেন। নিখাতের পাশাপাশি নজর থাকবে লাভলিনা বরগোঁহাইয়ের দিকে। লাভলিনা টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। তিনি কমনওয়েলথ গেমসে নামবেন ৭০ কেজি বিভাগে।

টিটিতে ফোকাস

টিটিতে ফোকাস

টোকিও অলিম্পিক থেকে পদক আনতে না পারলেও টেবিল টেনিসে ভারতকে পদক এনে দিতে পারেন মনিকা বাত্রা। গোল্ড কোস্টে চার বছর আগের কমনওয়েলথ গেমসে তিনি ঐতিহাসিক সোনা জিতেছিলেন। বার্মিংহ্যামে তিনি নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাজিমাত করতেই পারেন। মনিকা জি সাথিয়ানের সঙ্গে জুটি বেঁধেও সাফল্য পাচ্ছেন। ফলে টিম ইভেন্টের সাফল্যেও মনিকা অবদান রাখতে পারেন। অভিজ্ঞ প্যাডলার শরথ কমলও তাঁর কমনওয়েলথ গেমস পদকের সংখ্যা বাড়িয়ে আটে নিয়ে যেতে চাইবেন।

ক্রিকেটে ইতিহাস?

ক্রিকেটে ইতিহাস?

এবারের কমনওয়েলথ গেমসে থাকবে মহিলা ক্রিকেট। টি ২০ ফরম্যাটে। ফলে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতের মহিলা ক্রিকেট দলও নিশ্চিত করতেই পারে পদক।

English summary
PM Narendra Modi Wishes Commonwealth Games Bound Contingent During A Virtual Meeting. Neeraj Chopra, Ravi Dahiya, PV Sindhu, Manika Batra Among Medal Contenders.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X