For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'তোমার পদক আনন্দের মুহূর্ত উপহার দিয়েছে, ক্ষমা চাওয়ার বিষয় একেবারেই নয়', আবেগতাড়িত পূজার পাশে প্রধানমন্ত্রী

'তোমার পদক আনন্দের মুহূর্ত উপহার দিয়েছে, ক্ষমা চাওয়ার বিষয় একেবারেই নয়', আবেগতাড়িত পূজার পাশে প্রধানমন্ত্রী

Google Oneindia Bengali News

কমনওয়েলথ গেমসে দেশকে সোনা বা রূপো এনে দিতে না পারলেও কষ্টার্জিত জয় তুলে ব্রোঞ্জ এনে দিয়েছেন পূজা গেলট। মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল রেসলিং বিভাগে স্কটিশ প্রতিপক্ষ লামোফাক লেটচিডজিও'কে পরাস্ত করে ব্রোঞ্জ পেয়েছেন পূজা।

তোমার পদক আনন্দের মুহূর্ত উপহার দিয়েছে, ক্ষমা চাওয়ার বিষয় একেবারেই নয়, আবেগতাড়িত পূজার পাশে প্রধানমন্ত্রী

পদক জিতলেও দেশকে কমনওয়েলথ গেমসে সোনা এনে দিতে না পারায় কান্নায় ভেঙে পড়েন পূজা। ম্য়াচের শেষে সাক্ষাৎকার দেওয়ার সময়ে কান্নায় ভেঙে পড়ে পূজা বলেন, "আমি দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী। আমি চেয়েছিলাম এখানে জাতীয় সঙ্গীত বাজুক। তবে, নিজের ভুল থেকে আমি শিখবো এবং সেগুলোর উপর আরও কঠিন ভাবে কাজ করব।"

পূজার বেদনাক্লিষ্ট কন্ঠে, অগ্রুভরা নয়নে দেওয়া সেই সাক্ষাৎকার দেখে সব সময়ে ক্রীড়াবীদের পাশে থাকা দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী টুইট করেছেন এবং পূজাকে সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য মোটিভেট করেছেন। প্রধানমন্ত্রী লেখেন, "পূজা, তোমার পদক প্রাপ্তি আনন্দের মুহূর্ত, এটা ক্ষমা চাওয়ার সময় নয়। তোমার জীবনে চলার পথ আমাদের মোটিভেট করে, তোমার সাফল্য আমাদের আনন্দিত করে, তোমার জন্য আরও সাফল্য অপেক্ষা করছে। এই ভাবেই উজ্জ্বল হয়ে বিরাজ করো।"

স্কটল্যান্ডের প্রতিযোগী ক্রিসটিলা লামোফ্যাকের বিরুদ্ধে ম্যাচ দিয়ে পূজা শুরু করেছিলেন কমনওয়েলথ গেমস ২০২২-এ নিজের অভিযান গ্রুপ এ-এর ম্যাচে। কোয়ার্টার ফাইনালে কানাডার ম্যাডিসন পার্কের বিরুদ্ধে পরাস্ত হন এই প্রতিভাবান রেসলার। এর পর ব্রোঞ্জ প্লে-অফে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল রেসলিং বিভাগে স্কটিশ প্রতিপক্ষ লামোফাক লেটচিডজিও'কে পরাস্ত করে ব্রোঞ্জ দেতেন ২৫ বছরের ক্রীড়াবীদ। আমির খান অভিনীত বলিউডের বিখ্যাত চলচ্চিত্র 'দঙ্গল'-এ অভিনয় করেছেন স্কটল্যান্ডের এই লামোফাক। ২০১৯ অনূর্ধ্ব-২৩ বিশ্ব রেসলিং চ্যাম্পিয়নশিপে ৫৩ কেজি বিভাগে রূপো জিতেছিলেন পূজা। দ্বিতীয় ভারতীয় হিসেবে এই ইভেন্টে রূপো জেতেন পূজা। কাঁধের চোটের কারণে দুই বছর বিশ্রামের পর এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন পূজা গিলট।

English summary
Prime Minister of India Narendra Modi stands beside emotional Pooja Gehlot and said she is destined for great things ahead.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X