এবার ভোটে ধাওয়ান-অশ্বিন থেকে সাক্ষী-দীপা - ফের এল প্রধানমন্ত্রীর ভোটের আবেদন
লোকসভা ভোটের আগে ফের একবার জনগণের মধ্যে ভোট-দানের সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন ক্ষেত্রের ভারতীয় সেলিব্রিটিদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহ্বান এল ক্রীড়া ক্ষেত্রেও। তরুণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করার আহ্বান জানানো হল ক্রিকেটারদের থেকে শুরু করে কুস্তি, অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স-সহ বিভিন্ন ক্রীড়ার সঙ্গে যুক্ত তারকাদের।

এই বার ভোটার তালিকায় ১ কোটি ৫০ লক্ষ ভোটার রয়েছেন যাদের বয়স ১৮ থেকে ১৯-এর মধ্যে। এই তরুণ ভোটার, বিশেষ করে যাঁরা প্রথমবার ভোট দেবেন তাঁদের আরও বেশি করে বুথমুখি করে তুলতে বিভিন্ন রকম প্রয়াস নেওয়া হচ্ছে। এবার চালু হল #ভোটকার আন্দোলন। যাতে সামিল হতে প্রধানমন্ত্রী তাঁর সরকারি টুইটার হ্যান্ডেল থেকে আহ্বান জানিয়েছেন ক্রিকেটার শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, আর অশ্বিন ও দৌড়বিদ হিমা দাস, জিমন্যাস্ট দীপা কর্মকার ও কুস্তিগীর সাক্ষী মালিক-কে।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">On the cricket field, <a href="https://twitter.com/SDhawan25?ref_src=twsrc%5Etfw">@SDhawan25</a>, <a href="https://twitter.com/BhuviOfficial?ref_src=twsrc%5Etfw">@BhuviOfficial</a> and <a href="https://twitter.com/ashwinravi99?ref_src=twsrc%5Etfw">@ashwinravi99</a> shine with their incredible talent and absolute commitment towards their team. <br><br>I urge them to encourage greater voter awareness and voter participation. <br><br>Young India will follow their lead. <a href="https://twitter.com/hashtag/VoteKar?src=hash&ref_src=twsrc%5Etfw">#VoteKar</a></p>— Chowkidar Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/1109825120191680513?ref_src=twsrc%5Etfw">March 24, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> <blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Noted athletes <a href="https://twitter.com/HimaDas8?ref_src=twsrc%5Etfw">@HimaDas8</a>, <a href="https://twitter.com/DipaKarmakar?ref_src=twsrc%5Etfw">@DipaKarmakar</a> and <a href="https://twitter.com/SakshiMalik?ref_src=twsrc%5Etfw">@SakshiMalik</a>, <br><br>India is proud of you and you inspire many others youngsters. <br><br>Now, it is time to inspire greater voter awareness and participation, especially among youngsters. <a href="https://twitter.com/hashtag/VoteKar?src=hash&ref_src=twsrc%5Etfw">#VoteKar</a></p>— Chowkidar Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/1109829868059942914?ref_src=twsrc%5Etfw">March 24, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এর আগেও মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রতি টুইটে একই ধরণের বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। ক্রীড়া তারকাদের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী বলিউড ও শিল্পমহল ও অন্যান্য ক্ষেত্রের সেলিব্রিটিদেরও #ভোটকার আন্দোলনে সামিল হতে আহ্বান জানিয়েছেন।