For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতিহাস তৈরি হল না, বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিততে পারলেন না মুরলী শ্রীশঙ্কর

ইতিহাস তৈরি হল না, বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিততে পারলেন না মুরলী শ্রীশঙ্কর

Google Oneindia Bengali News

বিশ্ব অ্যাথলেটিক্স-এর ফাইনালে ১২ জনের মধ্যে সাত নম্বরে শেষ করলেন ভারতের প্রতিযোগী মুরালী শ্রীশঙ্কর। রবিবার ফাইনাল ইভেন্টে সর্বোচ্চ ৭.৯৬ মিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়েছেন তিনি। প্রথম প্রচেষ্টাতেই এই দূরত্ব মুরলী অতিক্রম করেছেন। পরবর্তী দু'টি সফল প্রচেষ্টায় তিনি অতিক্রম করেছেন যথাক্রমে ৭.৮৯ মিটার এবং ৭.৮৩ মিটার।

ইতিহাস তৈরি হল না, বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিততে পারলেন না মুরলী শ্রীশঙ্কর

কেরলের পালাকাড় থেকে উঠে আসা এই অ্যাথলিট প্রথম প্রচেষ্টার সৌজন্য লিড পেলেও তা ধরে রাখতে পারেননি কারণ। আমেরিকায় আয়োজিত এই ইভেন্টে অন্যান্য প্রতিযোগীরা তাঁকে ছাপিয়ে যান। এই ইভেন্টে সোনা জিতেছেন চিনের জিয়ানান ওয়াং। তিনি ৮.৩৬ মিটার লাফিয়ে সোনা নিশ্চিত করেছেন। শেষ প্রচেষ্টায় লিড পান ওয়াং। এই ইভেন্টে রূপো জিতেছেন গ্রীসের মিলটিয়াডিস টেনটোগ্লউ। তিনি এক লাফে অতিক্রম করেন ৮.৩২ মিটার দূরত্ব। ৮.১৬ মিটার দূরত্ব অতিক্রম করার ফলে এই ইভেন্টে তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ নিশ্চিত করেছেন সুইৎজারল্যান্ডের সিমন হ্যামার।

প্রথম ভারতীয় পুরুষ লং-জাম্পার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন শ্রীশঙ্কর। যোগ্যতা অর্জনকারী পর্বে ৮ মিটার লাফিয়ে তিনি ফাইনাল ইভেন্টে খেলার ছাড়পত্র পান। এই ইভেন্টে জাতীয় স্তরে রেকর্ড হোল্ডার কেরলের অ্যাথলিট। এপ্রিল মাসে ফেডারেশন কাপে ৮.৩৬ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। প্রথম ভারতীয় লং জাম্পার হিসেবে ফাইনাল ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন অঞ্জু ববি জর্জ। পুরুষ এবং মহিলা মিলিয়ে তিনিই প্রথম যিনি এই ইভেন্টের ফাইনালে অংশগ্রহণ করেন। ২০০৩ সালে প্যারিসে তিনি ব্রোঞ্জ অর্জন করেন।

বাছাই পর্বে ৮ মিটার লাফানোর ফলে গ্রুপ 'বি'-তে দ্বিতীয় স্থানে শেষ করে এবং সব মিলিে সাত নম্বরে শেষ করে ফাইনালসে কোয়ালিফাই করেন মুরলী। ফাইনালে উঠতে পারেননি অপর দুই ভারতীয় জেসউইন আলড্রিয়ান এবং মহাম্মদ আনিস ইয়াহিয়া। গ্রুপ 'এ'-তে যথাক্রমে নবম এবং একাদশ স্থানে শেষ করেন তাঁরা। জেসউইনের সেরা লাফ ছিল ৭.৭৯ মিটার এবং আনিসের সেরা লাফ ছিল ৭.৭৩ মিটার।

English summary
Murali Sreeshankar failed to finish in to three in World Championship. Sreeshankar who qualified for the first time for the World Championship finished in seventh position.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X