For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশ যতই পদক জিতুক, হকিতে পদক না এলে মানুষ আনন্দ করতে পারে না, Mann ki baat এ বললেন মোদী

দেশ যতই পদক জিতুক, হকিতে পদক না এলে মানুষ আনন্দ করতে পারে না, Mann ki baat এ বললেন মোদী

  • |
Google Oneindia Bengali News

টোকিওতে রেকর্ড গড়ে সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে ভারত৷ প্রথমবারের জন্য সোনা এসেছে অ্যাথলেটিকসে৷ জ্যাভলিনে সোনা জিতেছেন নীরজ চোপড়া৷ তবে এসবের পরও হকিকেই এগিয়ে রাখলেন প্রধানমন্ত্রী। ৮০ তম মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে নরেন্দ্র মোদী বলেন, 'দেশে যতই পদক আসুক না কেন, হকিতে পদক না এলে দেশের মানুষ মন খুলে আনন্দ করতে পারে না।'

মন কি বাত-এর শুরুতেই হকির প্রসঙ্গ!

মন কি বাত-এর শুরুতেই হকির প্রসঙ্গ!

প্রধানমন্ত্রী এদিনের 'মন কি বাত' অনুষ্ঠান শুরুই করেন দেশের ছেলেমেয়েদের খেলাধুলোর কথা বলে৷ তিনি বলেন দেশের সমস্ত অভিভাবকদের দায়িত্ব নিতে হবে, যদি বাড়ির কোনও ছেলেমেয়ে খেলাধুলোকে নির্ভর করে এগোতে চায় তাহলে তাকে সাপোর্ট করা আমাদের সবার কর্তব্য। শেষ কয়েক বছরে দেশ খেলাধুলোর বিভিন্ন স্তরে দারুণ পারফর্ম করেছে৷ আগামীদিনে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরও ভালো ফল করবে৷ প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যে অলিম্পিকে সাফল্যের কথা উঠে আসে৷ মন কি বাত, এর ভিডিও-ও নীরজ চোপড়া, ভারতীয় পুরুষ হকি দল, পি ভি সিন্ধু সহ ভারতের পক্ষ থেকে অংশগ্রহণকারী অলিম্পিয়ানদের ছবি দিয়ে সাজানো

মন কি বাত-এ হকির জাদুকর

মন কি বাত-এ হকির জাদুকর

পুরস্কারে তাঁর নাম এনে তাঁকে সম্মান জানানোর প্রচেষ্টা আগেই শুরু করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এবার 'মন কি বাত' অনুষ্টানের শুরুটাও হকির জাদুকর ধ্যানচাঁদকে নিয়েই করলেন প্রধানমন্ত্রী। ধ্যানচাঁদের প্রতিভার ভূয়সী প্রশংসা করে মোদী বলেন, উনি দেশের যুব সমাজের কাছে দৃষ্টান্ত৷ হকি ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে৷ ধ্যানচাঁদ দেখিয়েছেন একনিষ্ঠার সঙ্গে খেলা দিয়েই কিভাবে দেশের নাম উজ্বল কর যায়৷ তাই এখনও দেশ যত পদকই জিতুক না, হকি তে পদক না এলে দেশের মানুষ মন খুলে আনন্দ করতে পারেন না। তবে এবারে সেই ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে। চার দশকেরও বেশি সময় পরে আবারও অলিম্পিকে হকিতে পদক জিতেছে ভারত। এই বক্তব্যের সঙ্গেই ভারতের বর্তমান হকি দলের ভূয়সী প্রশংসা করেন মোদী৷

 ধ্যানচাঁদকে নিয়ে রাজনীতি করছেন মোদী অভিযোগ বিরোধীদের!

ধ্যানচাঁদকে নিয়ে রাজনীতি করছেন মোদী অভিযোগ বিরোধীদের!

কিছুদিন আগেই দেশের অন্যতম সেরা ক্রীড়া পুরস্কারের নাম পরিবর্তন করে হকির জাদুকর 'ধ্যানচাঁদে'র নামে রাখা হয়েছে৷ টুইটারে সেই ঘোষণা করেছিলেন মোদী৷ এর আগে এই পুরষ্কারটি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে ছিল, 'রাজীব গান্ধী খেলরত্ন' পুরস্কার। এই নাম পরিবর্তন নিয়ে প্রচন্ড সমালোচনাও হয়েছিল৷ কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলের একাধিক নেতা বিষয়টি নিয়ে বলেন, এভাবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে অসম্মান করলেন প্রধানমন্ত্রী মোদী। ধ্যানচাঁদকে নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠেছে মোদীর বিরুদ্ধে!

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
No matter how many medals the country wins, people can't rejoice without medals in hockey, says Modi at Mann ki baat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X