For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Chess Olympiad 2022: ব্রোঞ্জ জয়ী ভারতীয় মহিলা দলের জন্য কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা স্ট্যালিনের

দাবা অলিম্পিয়াডে ব্রোঞ্জ জয়ী ভারতীয় মহিলা দলের জন্য কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা স্ট্যালিনের

Google Oneindia Bengali News

ভারতীয় মহিলা দল 'বি' এবং ভারতীয় মহিলা দল 'এ'-কে এক কোটি টাকা করে পুরস্কার মূল্য দেওয়ার কথা ঘোষণা করলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ফিডে ৪৪তম দাবা অলিম্পিয়াডে ব্রোঞ্জ জয়ের জন্য ভারতীয় মহিলা দলকে এই পুরস্কার দেওয়া হবে। তামিলনাড়ু সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে এই খেলার প্রতি তরুণদের আরও উৎসাহিত করবে।

অলিম্পিয়াডে পদকজয়ীদের জন্য পুরস্কার ঘোষণা:

অলিম্পিয়াডে পদকজয়ীদের জন্য পুরস্কার ঘোষণা:

ভারতীয় মহিলা দল 'বি' এবং ভারতীয় মহিলা দল 'এ'-কে এক কোটি টাকা করে পুরস্কার মূল্য দেওয়ার কথা ঘোষণা করলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ফিডে ৪৪তম দাবা অলিম্পিয়াডে ব্রোঞ্জ জয়ের জন্য ভারতীয় মহিলা দলকে এই পুরস্কার দেওয়া হবে। বুধবার তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে এই কথা ঘোষণা করেন এমকে স্ট্যালিন। সদ্য সমাপ্ত দাবা অলিম্পিয়াড আয়োজনের ক্ষেত্রে দুর্দান্ত ব্যবস্থাপনার নজির রেখেছে তামিলনাড়ুর। এই আন্তর্জাতিক ইন্ডোর স্পোর্টিং ইভেন্ট সাফল্যের সঙ্গে আয়োজিত হয়েছে তামিলনাড়ুর সরকারীরে সহযোগীতায়, তত্ত্বাবধানে মামাল্লাপুরমে।

অলিম্পিয়াডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী:

অলিম্পিয়াডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী:

চেন্নাই থেকে কিছু দূরে মামাল্লাপুরামে আয়োজিত হয় ৪৪তম দাবা অলিম্পিয়াড। ২৮ জুলাই থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগীতা। ৯ অগস্ট এই প্রতিযোগীতার জবনিকা পতন ঘটে। ৪৪তম দাবা অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। ৯ অগস্ট প্রতিযোগীতার সমাপ্তি অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন এমকে স্ট্যালিন। তিনি ছাড়া সমাপ্তি অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিল চেন্নাইয়ের ঘরের ছেলে হয়ে ওঠা প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এ ছাড়াও ছিলেন সদ্য ফিডের সহ সভাপতি নির্বাচিত হওয়া বিশ্বনাথন আনন্দ।

ভারতীয় মহিলা দল এ এবং বি-এর পারফরম্যান্স:

ভারতীয় মহিলা দল এ এবং বি-এর পারফরম্যান্স:

বিশ্ব দাবার নিয়ামক সংস্থার পরিচালিত ফিডে ৪৪ দাবা অলিম্পিয়াডে ওপেন সেকশনে তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ভারতীয় মহিলা বি দল। ভারতী এ মহিলা দলও অলিম্পিয়াডে তৃতীয় স্থানে শেষ করে।

দেশকে গর্বিত করেছে এই পদক জয়:

দেশকে গর্বিত করেছে এই পদক জয়:

ভারতের দু'টি দল পদক জেতায় নিজের উচ্ছ্বাস লুকিয়ে রাখতে পারেননি ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি জানিয়েছেন, এই দুই দলের পদক জয় দেশকে গর্বিত করেছে। দুইটি দলের প্রতিটিকে এক কোটি টাকা করে পুরস্কার মূল্য দেওয়া হবে তামিলনাড়ুর সরকারের পক্ষ থেকে।

English summary
Chief Minister of Tamil Nadu MK Stalin announced prize money of 1 crore for Indian teams that won bronze medal in Chess Olympiad 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X