For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিযোগিতা শুরুর আগেই জোর ধাক্কা খেল ভারত, এশিয়ান গেমসে নেই মিরাবাই চানু

পিঠের চোটের কারণে দেশের অন্যতম সেরা ভরোত্তলক মিরাবাই চানুকে এশিয়ান গেমসে পাবে না ভারত।

Google Oneindia Bengali News

আর দশ দিন পরই ইন্দোনেশিয়ার জাকার্ত এবং পালেমভাঙে শুরু হচ্ছে এশিয়ান গেমস। ১৮ অগস্ট থেকে শুরু হতে চলা এই প্রতিযোগীতা চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রতিযোগিতা শুরুর আগেই জোর ধাক্কা খেল ভারত, এশিয়ান গেমসে নেই মিরাবাই চানু

এশিয়ান গেমসে বিভিন্ন বিভাগে ভারতীয় প্রতিযোগীদের এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। তবে, এশিয়ান গেমস শুরু আগেই বড় ধাক্কা খেল ভারত। পিঠের চোটের কারণে এশিয়ান গেমসে অংশ নিতে পারবেন না মহিলা ভরোত্তলক মিরাবাই চানু। পিঠের ব্যথা এতটাই প্রবল যে শেষ পর্যন্ত লড়াই চালিয়েও ব্যথার কারণে এশিয়ান গেমসে নেই চানু।

আন্তর্জাতিক ওয়েটলিফ্টিং ফেডারেশনকে চানু জানিয়েছেন চোটের কারণে এবং পিঠে ব্যথা থাকায় এশিয়ান গেমসে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তিনি চান অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বের জন্য নিজেকে তৈরি করতে। বছরের শেষের দিকে, ১ নভেম্ব থেকে শুরু হতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আর সেইটাকেই পাখির চোখ করে এগোচ্ছেন চানু। কারণ অলিম্পিকের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে ওটাই প্রথম ইভেন্ট।

২০১৮ কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে সোনা জেতেন চানু। পর পর ৮০ কেজি, ৮৪ কেজি এবং ৮৬ কেজি তুলে রেকর্ড করেন ভারতের এই মেয়ে। এরপর তোলেন ১০৩ কেজি, ১০৭ কেজি এবং ১১০ কেজি, যা কমনওয়েলথ গেমসের ইতিহাসে এক রেকর্ড।

পিঠে ব্যথার কারণে চানু ছিটকে যাওয়ায় স্বভাবতই হতাশ ভারতীয় ক্রীড়াপ্রেমী মানুষেরা। কারণ সাম্প্রতিক কালে চানুর যা ফর্ম, তাতে এই প্রতিযোগীতায় সোনা জেতার অন্যতম দাবিদার ছিলেন চানু। চানুর ছিটকে যাওয়ায় বিশেষজ্ঞরা মনে করছেন প্রতিযোগীতা শুরুর আগেই একটি নিশ্চিত পদক হাতছাড়া করল ভারত।

চানু নিজেও হতাশ ২০১৮ এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব না করতে পারায়। তবে, অলিম্পিককে পাখির চোখ করে এগনো চানু চাইছেন যতটা সম্ভব বিশ্রাম নিয়েই পরবর্তী প্রতিযোগীতায় অংশ নিতে।

English summary
Due to back injury, Mirabai Chanu one of the finest weightlifter of India will not participate in Asian Games.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X