For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মীরাবাঈ চানুকে সংবর্ধিত করলেন অনুরাগ ঠাকুর, মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বড় ঘোষণা

Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিকে রুপোজয়ী ভারোত্তোলক মীরাবাঈ চানুকে সংবর্ধনা দিলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। আজ দিল্লিতে এই অনুষ্ঠানের আগেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ঘোষণা, চানুকে রাজ্যের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হবে। অলিম্পিকে রুপোজয়ীকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার পাশাপাশি রাজ্যে একটি বিশ্বমানের ভারোত্তোলন আকাদেমিও গড়বে মণিপুর সরকার।

মীরাবাঈ চানুকে সংবর্ধিত করলেন অনুরাগ ঠাকুর

এর আগে, চানুর ঐতিহাসিক পদক জয়ের দিনই ভার্চুয়ালি তাঁর সঙ্গে কথা বলে অভিনন্দন জানিয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী। তিনি পরে জানান, চানুকে আর রেলে টিকিট চেকিং ইন্সপেক্টরের কাজ করতে হবে না। মণিপুর সরকার তাঁকে সরকারি উচ্চপদস্থ আধিকারিক হিসেবে নিয়োগ করবে। তারপরই রাজ্য পুলিশে অ্যাডিশনাল এসপি পদে তাঁকে নিয়োগের সিদ্ধান্ত। এদিনই টোকিও থেকে দেশে ফেরেন মীরাবাঈ চানু। দিল্লি বিমানবন্দরে তাঁকে রাজকীয় অভ্যর্থনা দেওয়ার পাশাপাশি সাইয়ের তরফে সংবর্ধিত করা হয়েছিল। বিমানবন্দরে ধ্বনিত হয়েছিল ভারত মাতা কি জয় স্লোগান। দিল্লি বিমানবন্দরে চানুকে বরণের পর রাতে তাঁকে ও কোচ বিজয় শর্মাকে সংবর্ধিত করেন অনুরাগ ঠাকুর। চানু এদিন দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির সঙ্গেও। অনুরাগ ঠাকুর বলেন, প্রথম দিন নেমেই অলিম্পিক পদক আর কেউ পাননি। ফলে এই পদক জিতে চানু ১৩৫ কোটি দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছেন। সকলেই আমরা গর্বিত, এটা একটা বিশাল কৃতিত্ব। কেন্দ্রের টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমও যে ক্রীড়াবিদদের সহায়তা করছে, সে কথাও উল্লেখ করেন অনুরাগ। চানুও কেন্দ্রীয় সরকার-সহ যাঁরা পাশে থেকেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নেওয়ার সুফল তিনি পেয়েছেন অলিম্পিকের আসরে।

এদিকে, অলিম্পিয়ান জুডোকা এল সুশীলা দেবীকে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পদে উন্নীত করার ঘোষণা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি আরও বলেন, চানু, সুশীলা, মেরি কম-সহ যে ৫ জন মণিপুর থেকে টোকিও অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছেন তাঁদের সকলকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।

English summary
Central Sports Minister Anurag Thakur Felicitated Tokyo Olymoics Silver Medalist Mirabai Chanu. Manipur CM N Biren Singh Announces That Mirabai Chanu To Be Appointed As Additional Superintendent Of Police.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X