For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মনিকা বাত্রার ঐতিহাসিক সাফল্য! এশিয়ান কাপ টিটি-র সেমিফাইনালে পৌঁছে গেলেন

Google Oneindia Bengali News

ইতিহাস গড়ে ফেললেন মনিকা বাত্রা। প্রথম ভারতীয় মহিলা প্যাডলার হিসেবে তিনি পৌঁছে গেলেন এশিয়ান কাপ টিটি-র সেমিফাইনালে। আজ ব্যাঙ্ককে তিনি কোয়ার্টার ফাইনালে হারালেন তাঁর চেয়ে ক্রমতালিকায় এগিয়ে থাকা চাইনিজ তাইপের চেন জু-ইউকে। খেলার ফল ৪-৩। প্রথম গেমে হেরে গিয়েও দুরন্ত জয় ছিনিয়ে নিলেন মনিকা।

এশিয়ান কাপ টিটিতে মনিকা বাত্রা ইতিহাস গড়ে ফেললেন

ইন্টারন্যাশনাল টেবল টেনিস ফেডারেশনের ক্রমতালিকা অনুযায়ী মনিকা রয়েছেন বিশ্বের ৪৪ নম্বরে। চেন রয়েছেন ২৩-এ। তাঁকেই এদিন তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক কোয়ার্টার ফাইনালে মনিকা পরাস্ত করলেন ৬-১১, ১১-৬, ১১-৫, ১১-৭, ৮-১১, ৯-১১, ১১-৯-এ। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে গতকালই মনিকা উড়িয়ে দিয়েছিলেন বিশ্বের ৭ নম্বর প্যাডলার চিনের চেন জিংটংকে।

মনিকার আগে ভারতের চেতন বাবুর এশিয়ান কাপ টিটি-র শেষ চারে পৌঁছেছিলেন। প্রথম ভারতীয় হিসেবে ফাইনালে ওঠা এবং খেতাব জয়ের হাতছানি এখন রয়েছে মনিকার সামনে। সেমিফাইনালে কাল মনিকার প্রতিপক্ষ জাপানের মিমো ইতোর। বিশ্বের সাত নম্বরকে হারানোর পর এবার মনিকাকে ফাইনালে ওঠার জন্য কাল হারাতে হবে বিশ্বের পাঁচ নম্বর প্যাডলারকে। উল্লেখ্য, মনিকা বাত্রা ২০১৮ সালের এশিয়ান গেমসে মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জেতেন। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে মহিলাদের দলগত বিভাগের পাশাপাশি সিঙ্গলসে সোনা জেতেন। মহিলাদের ডাবলসে জেতেন রুপো এবং মিক্সড ডাবলসে ব্রোঞ্জ। ২০১৬ সালের সাউথ এশিয়ান গেমসে তিনি মহিলাদের দলগত বিভাগ, ডাবলস ও মিক্সড ডাবলসে সোনা জেতেন, মহিলাদের সিঙ্গলসে জেতেন রুপো।

কোয়ার্টার ফাইনালে প্রথম গেমে পরাস্ত হওয়ার পরের তিনটি মনিকা জিতে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান। কিন্তু এরপর আবার দুটি গেম জিতে সমতা ফিরিয়ে এনেছিলেন চাইনিজ তাইপের প্রতিপক্ষ। শেষ হাসি অবশ্য হেসেছেন মনিকাই। প্রি কোয়ার্টার ফাইনালেও প্রথম গেমটি হেরে যাওয়ার পর দারুণভাবে লড়াইয়ে ফিরেছিলেন মনিকা। শেষ অবধি জয়লাভ করেছিলেন ৮-১১, ১১-৯, ১১-৬, ১১-৬, ৯-১১, ৮-১১, ১১-৯ ব্যবধানে। টুর্নামেন্টের বড় অঘটনটি ঘটানোর পর মনিকা জয়ের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করেছিলেন। লক্ষ্যপূরণে তিনি এদিন আরও এক ধাপ এগিয়ে গেলেন। সামনে ফের কঠিন লড়াই। গতকালের ম্যাচের পর মনিকা টুইটারে লিখেছিলেন, বিশ্বের ৭ নম্বরকে এশিয়ান কাপ টিটিতে হারাতে পেরে খুশি। নিজের সেরা খেলাটা ধরে রাখতে চাই। ফোকাস স্থির রাখছি পরের রাউন্ডগুলি জন্য। সাম্প্রতিককালে চিনের ওই প্যাডলারকে এই নিয়ে তৃতীয়বার হারিয়ে সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। এবার শুরু জাপানের প্রতিপক্ষ বধের রণকৌশল স্থির করার পালা।

রোহিতকে সরিয়ে হার্দিকই পাকাপাকিভাবে হচ্ছেন ভারতের টি ২০ অধিনায়ক, পরিকল্পনা শুরু নতুনদের নিয়েরোহিতকে সরিয়ে হার্দিকই পাকাপাকিভাবে হচ্ছেন ভারতের টি ২০ অধিনায়ক, পরিকল্পনা শুরু নতুনদের নিয়ে

English summary
Manika Batra Becomes First Indian Woman To Reach Asian Cup Table Tennis Semifinals. She Defeated Higher Ranked Chen Szu-Yu Of Chinese Taipei By 4-3.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X