কে কোন ক্রীড়া পুরস্কার পেলেন, এক নজরে দেখে নেওয়া যাক
শুক্রবার বার্ষিক ক্রীড়া পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। দেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পাচ্ছেন রোহিত শর্মা। অর্জুন পুরস্কার পাচ্ছেন ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মা। দেখে নেওয়া যাক বাকি পুরস্কার প্রাপকদের তালিকা।

খেলরত্ন পুরস্কার
১) রোহিত শর্মা (ক্রিকেট)
২) রানি রামপাল (হকি)
৩) মনিকা বাত্রা (টেবিল টেনিস)
৪) ভিনেশ ফোগাত (কুস্তি)
৫) মারিয়াপ্পান টি (প্যারা অ্যাথলিট)
দ্রোণাচার্য পুরস্কার
ক) লাইফ টাইম ক্যাটেগরি
১) ধর্মেন্দ্র তিওয়ারি (তিরন্দাজি)
২) পুরুষোত্তম রাই (অ্যাথলেটিক্স)
৩) শিব সিং (বক্সিং)
৪) রমেশ পাথানিয়া (হকি)
৫) কৃষাণ কুমার হুডা (কাবাডি)
৬) বিজয় ভালাচন্দ্র মুনিশ্বর (প্যারা ভারোত্তোলন)
৭) নরেশ কুমার (টেনিস)
৮) ওম প্রকাশ দাহিয়া (কুস্তি)
খ) নিয়মিত ক্যাটেগরি
১) জুড ফেলিক্স সেবাস্তিয়ান (হকি)
২) যোগেশ মালভিয়া (মাল্লাখাম্ব)
৩) যশপাল রানা (শুটিং)
৪) কুলদীপ কুমার হান্ডু (উসহু)
৫) গৌরব খান্না (প্যারা ব্যাডমিন্টন)
অর্জুন পুরস্কার
১) অতনু দাস (তিরন্দাজি)
২) দ্যুতি চাঁদ (অ্যাথলেটিক্স)
৩) স্বাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি (ব্যাডমিন্টন)
৪) চিরাগ চন্দ্রশেখর শেঠি (ব্যাডমিন্টন)
৫) ভিনেশ বৃগুভানশী (বাস্কেটবল)
৬) মনীশ কৌশিক (বক্সিং)
৭) লভলিনা বর্গহেইন (বক্সিং)
৮) ইশান্ত শর্মা (ক্রিকেট)
৯) দীপ্তি শর্মা (ক্রিকেট)
১০) সাওয়ান্ত অজয় অনন্ত (একুয়েসট্রিয়ন)
১১) সন্দেশ ঝিঙ্গান (ফুটবল)
১২) অদিতি অশোক (গল্ফ)
১৩) আকাশদীপ সিং (হকি)
১৪) দীপিকা (হকি)
১৫) দীপক (কাবাডি)
১৬) কালে সারিকা সুধাকর (খো খো)
১৭) দাত্তু বাবান ভোকানাল (রোয়িং)
১৮) মানু ভাকের (শুটিং)
১৯) সৌরভ চৌধুরী (শুটিং)
২০) মধুরীকা সুহাস পাটকার (টেবল টেনিস)
২১) দিভিজ শারান (টেনিস)
২২) শিবা কেশবন (উইন্টার স্পোর্টস)
২৩) দিব্যা কাকরন (কুস্তি)
২৪) রাহুল আওয়ারে (কুস্তি)
২৫) সুয়াশ নারায়ণ যাদব (প্যারা সুইমিং)
২৬) সন্দীপ (প্যারা অ্যাথলিট)
২৭) মনীশ নারওয়াল (প্যারা শুটিং)