For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা প্রাণ কাড়ল মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌরের

Google Oneindia Bengali News

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌরের। তিনি ভারতীয় মহিলা ভলিবল দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫। মিলখা সিং ছাড়াও তিনি রেখে গেলেন পুত্র তথা বিশিষ্ট গল্ফার জীভ মিলখা সিং ও তিন কন্যাকে।

করোনা প্রাণ কাড়ল মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌরের

গত মাসেই করোনা আক্রান্ত হয়ে মিলখা সিং হাসপাতালে ভর্তির কয়েক দিন পরেই মোহালির হাসপাতালে ভর্তি করা হয়েছিল নির্মল কৌরকে। কোভিড উপসর্গ নিয়ে ভর্তি হন, জানা যায় তিনি কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত। মিলখা সিং হাসপাতাল থেকে ছাড়া পেলেও নির্মল কৌরের অবস্থার অবনতি হতে থাকে। আজ বিকেল চারটে নাগাদ তিনি প্রয়াত হন।

করোনা প্রাণ কাড়ল মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌরের

গত ২৬ মে মোহালির ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছিল নির্মল মিলখা সিংকে। তখন মিলখা সিংও ওই হাসপাতালেই ভর্তি ছিলেন। পরিবারের অনুরোধে মিলখা সিংকে পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁর স্ত্রীর চিকিৎসা চলছিল এই হাসপাতালেই। পরে মিলখা সিংকে চণ্ডীগড়ের পিজিআইএমইআরে ভর্তি করা হয়। সেখানে এখনও আইসিইউতে থাকায় স্ত্রীর শেষকৃত্যেও হাজির থাকতে পারলেন না কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং। তাঁর শারীরিক অবস্থার অবশ্য উন্নতি হচ্ছে বলে জানা গিয়েছে। দেশের ভলিবল দলের অধিনায়কত্ব করার পাশাপাশি নির্মল কৌর পাঞ্জাব সরকারের মহিলাদের খেলা বিষয়ক দফতরের ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন।

English summary
Legendary Sprinter Milkha Singh's wife Nirmal Dies Due To COVID-19 Complications. Former India Volleyball Captain Died In Mohali Hospital At The Age Of 85.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X