• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য সেন বিশ্ব ব্যাডমিন্টনের প্রথম দশে! অল ইংল্যান্ড ওপেন খেতাব অধরা থাকলেও ৬ মাসে সেরা প্রাপ্তি কোনটা?

Google Oneindia Bengali News

জার্মান ওপেনের পর অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও খেতাব অধরা থেকেছে। কিন্তু দুরন্ত ফর্ম এবার লক্ষ্য সেনকে পৌঁছে দিল বিশ্ব ব্যাডমিন্টন ক্রমতালিকার প্রথম দশে। বিডব্লুএফ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে (BWF World Ranking) লক্ষ্য এখন রয়েছেন নবম স্থানে।

লক্ষ্য সেন বিশ্ব ব্যাডমিন্টনের প্রথম দশে!

জার্মান ওপেনে বিশ্বের ১ নম্বর তথা অলিম্পিক চ্যাম্পিয়ন ভিক্টর আক্সেলসেনকে হারালেও তাঁর কাছেই অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পরাস্ত হন লক্ষ্য। যদিও তারই মধ্যে বিশ্বের ৩ ও ৫ নম্বর খেলোয়াড়কে হারিয়ে অঘটন ঘটিয়ে দিয়েছিলেন উত্তরাখণ্ডের ২০ বছরের এই শাটলার। অল ইংল্যান্ডে রুপো জেতা লক্ষ্য সেনের পয়েন্ট এখন ৭৪,৭৮৬। র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ ওঠায় তিনি পিছনে ফেলে দিলেন সিঙ্গাপুরের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন শাটলার লোহ কিয়ান ইউকে। লক্ষ্যই বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ভারতের সবচেয়ে এগিয়ে থাকা শাটলার, কিদাম্বি শ্রীকান্ত নেমে গিয়েছেন দ্বাদশ স্থানে। অল ইংল্যান্ডের মহিলা ডাবলস সেমিফাইনালে হেরে গেলেও গোপীচাঁদ-কন্যা গায়ত্রী ও তৃষা জলি জুটি কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং ৩৪ নম্বরে পৌঁছে গিয়েছে, তারা উঠে এসেছে ১২ ধাপ। মহিলাদের সিঙ্গলস র‌্যাঙ্কিংয়ে পিভি সিন্ধু বিশ্বে সপ্তম ও সাইনা নেহওয়াল ২৩ নম্বর স্থানে রয়েছেন।

লক্ষ্য সেন বিশ্ব ব্যাডমিন্টনের প্রথম দশে!

আজ লক্ষ্য বেঙ্গালুরুর পাড়ুকোন-দ্রাবিড় সেন্টার ফর স্পোর্টস এক্সেলেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। লক্ষ্য বলেন, করোনা অতিমারীর সময় ফিটনেসে জোর দিয়েছিলাম। জুনিয়র প্লেয়ার হিসেবে আক্রমণাত্মক খেলা, স্ম্যাশ মারার উপর জোর দিই। তবে বড় ভেন্যুগুলিতে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা যায় না। ধৈর্য্য ধরে সড়গড় হয়ে তারপর আক্রমণাত্মক খেলার পরিকল্পনা নিয়েই এগোতে থাকি। তবে ইন্দোনেশিয়ার ইভেন্ট এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। এটাও বুঝেছি, আক্রমণাত্মকভাবে শুরু করে পরেও ধৈর্য্য ধরে পরিকল্পনামাফিক খেলা এগিয়ে নিয়ে যাওয়া যায়। ভিক্টর আক্সেলসেন, কেন্তো মোমোতা, কেন্তা সুকামোতোদের বিরুদ্ধে খেলা আমার আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে ইতিবাচক ভূমিকা নিয়েছে। ২০২০ সালে ভিক্টরের মুখোমুখি হওয়ার পর থেকে আমার অ্যাপ্রোচেও বদল এসেছে।

লক্ষ্য সেন বিশ্ব ব্যাডমিন্টনের প্রথম দশে!

লক্ষ্য জানিয়েছেন, অল ইংল্যান্ডের সেমিফাইনালটিই এখনও অবধি তাঁর স্মরণীয় ম্যাচ। বিগত ৬ মাসে যেভাবে তিনি খেলছেন এবং তাঁকে ঘিরে অনেকের আগ্রহও তৈরি হচ্ছে তাতে খুশি লক্ষ্য। বাবা তথা কোচ ডিকে সেনের পাশে বসে লক্ষ্য জানালেন, ক্রমতালিকায় নবম স্থানে থাকা অলিম্পিক-সহ বড় ইভেন্টে নামার ক্ষেত্রে যেমন সহায়ক হবে তেমনই কোয়ার্টার ফাইনালের আগে বড় প্লেয়ারদের মুখোমুখি হতে হবে না। তাই র‌্যাঙ্কিংয়ের কথা মাথায় রেখেই বড় ইভেন্টগুলিকে প্রাধান্য দিয়ে এগোতে চান লক্ষ্য। বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে ওঠা, ইন্ডিয়া ওপেন খেতাব জেতা এবং জার্মান ও অল ইংল্যান্ডে রানার-আপ হওয়ার পর আপাতত বিশ্রাম নেওয়ার পরিকল্পনাও রয়েছে লক্ষ্যর। বাসেলে সুইস ওপেন সুপার ৩০০ ইভেন্টে তাই নামবেন না।

English summary
Lakshya Sen Secures The 9th Spot Of BWF World Rankings. Sen Says All England Has Given Me Self-Belief To Beat Big Players.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X