For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্যপূরণে আর এক ধাপ! অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সিঙ্গলস ফাইনালে লক্ষ্য সেন

Google Oneindia Bengali News

ফর্মের ধারাবাহিকতা দেখিয়ে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের ১ নম্বর শাটলার লক্ষ্য সেন। কোয়ার্টার ফাইনালে গতকাল ওয়াকওভার পেয়েছিলেন। আজ সেমিফাইনালে লক্ষ্য হারালেন মালয়েশিয়ার প্রতিপক্ষ লি জি জিয়াকে।

অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন ফাইনালে লক্ষ্য সেন

গতবার লি জি জিয়া অল ইংল্যান্ড ব্যাডমিন্টন খেতাব জিতেছিলেন। ফলে খেতাব দখলে রাখার আশা জিইয়ে রাখতে এদিন তিনি জায়ান্ট-কিলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা লক্ষ্যর বিরুদ্ধে নেমেছিলেন। প্রথম গেম লক্ষ্য ২১-১৩ ব্যবধানে জেতার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন লি। দ্বিতীয় গেম তিনি জিতে নেন ২১-১২ ব্যবধানে। নির্ণায়ক তৃতীয় গেমে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই চলে। অবশেষে ১ ঘণ্টা ১৬ মিনিটের স্নায়ুযুদ্ধ জয় করে ফাইনালের টিকিট পেয়ে গেলেন লক্ষ্য।

২০০১ সালে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ সিঙ্গলস খেতাব জিতেছিলেন পুল্লেলা গোপীচাঁদ। তার ঠিক ২১ বছর আগে প্রথম ভারতীয় হিসেবে এই ঐতিহ্যশালী খেতাব জিতেছিলেন প্রকাশ পাড়ুকোন। সেই ২১ বছরের ব্যবধানেই এবার ২০ বছরের লক্ষ্য সেনের সামনে খেতাব জয়ের হাতছানি। অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ সুপার ১০০০ টুর্নামেন্টে পঞ্চম ভারতীয় হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলেন লক্ষ্য সেন।

আলমোরার শাটলার লক্ষ্যর আগে বিগত ২১ বছরে কোনও ভারতীয় পুরুষ শাটলার অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেননি। ১৯৪৭ সালে প্রকাশ নাথ, ১৯৮০ ও ১৯৮১ সালে প্রকাশ পাড়ুকোন ও ২০০১ সালে পুল্লেলা গোপীচাঁদ এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছিলেন। প্রকাশ পাড়ুকোন ও পুল্লেলা গোপীচাঁদই খেতাব জিতেছেন। ২০১৫ সালে মহিলা সিঙ্গলস ফাইনালে পৌঁছেছিলেন সাইনা নেহওয়াল। তবে তিনি স্প্যানিশ তারকা ক্যারোলিনা মারিনের কাছে পরাস্ত হন।

লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতার পর ভারতে ইন্ডিয়া ওপেন খেতাব জেতান। বিগত কয়েক সপ্তাহে তিনি অলিম্পিক চ্যাম্পিয়ন থেকে শুরু করে বিশ্বের ১, ৩ ও ৫ নম্বর তারকাকেও পরাস্ত করেছেন। তিনি যে ছন্দে রয়েছেন তাতে অল ইংল্যান্ড খেতাব জয় অসম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিহাসের হাতছানি রয়েছে পুল্লেলা গোপীচাঁদের কন্যা গায়ত্রীর সামনেও। আর কিছুক্ষণের মধ্যে গায়ত্রী ও জলি তৃষা মহিলাদের ডাবলসের সেমিফাইনালে খেলতে নামবেন। ইতিমধ্যেই প্রথম ভারতীয় ডাবলস জুটি হিসেবে তাঁরা এই ঐতিহ্যশালী টুর্নামেন্টের শেষ চারে পৌঁছেছেন। প্রথমে এই জুটি রিজার্ভে থাকলেও অন্য খেলোয়াড়দের নাম প্রত্যাহারে যে সুযোগ আসে, একের পর এক অঘটন ঘটিয়ে তার পূর্ণ সদ্ব্যবহার করছেন গায়ত্রী গোপীচাঁদ ও জলি তৃষা।

English summary
Lakshya Sen Beat Lee Zii Jia To Reach The Final Of All England Open Badminton Championship. He Wins Against The Malaysian Opponent With The Score 21-13, 12-21, 21-19.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X