For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্কটিশ ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, জিতলেন মরশুমের চতুর্থ খেতাব

স্কটিশ ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, জিতলেন মরশুমের চতুর্থ খেতাব 

  • |
Google Oneindia Bengali News

স্কটিশ ওপেন চ্যাম্পিয়ন হলেন ১৮ বছরের ভারতীয় শাটলার লক্ষ্য সেন। সেই সঙ্গে চলতি মরশুমে চারটি খেতাব জেতা হয়ে গেল তাঁর। স্কটিশ ওপেন জয়ে মাধ্যমে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের বিশ্ব ক্রম তালিকার প্রথম চল্লিশে প্রবেশ করতে চলেছেন লক্ষ্য। যা তাঁকে দুটি প্রথম সারির ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জনের আরও কাছে দাঁড় করাতে চলেছে।

স্কটিশ ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, জিতলেন মরশুমের চতুর্থ খেতাব

১৯৯৯ সালে স্কটিশ ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন ভারতীয় লেজেন্ড পুল্লেলা গোপীচাঁদ। ২০০৪ সালে এই ট্রফি জেতেন অরবিন্দ ভাট। ২০১০ ও ২০১২ সালের স্কটিশ ওপেন চ্যাম্পিয়ন হন ভারতের আনন্দ পাওয়ার। সেই তালিকায় এবার ১৮ বছরের ভারতীয় শাটলার লক্ষ্য সেনের নাম অন্তর্ভূক্ত হল। টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিলের ইগর কোয়েলহোর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন লক্ষ্য। ৫৬ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচ ভারতীয় শাটলারের ঝুলিতে যায়।

যদিও ম্যাচের প্রথম গেম ২১-১৮ পয়েন্টের ব্যবধানে হেরে যান লক্ষ্য। এরপরেই মরিয়া হয়ে খেলা ধরে নেন ভারতীয় শাটলার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্য়াচের দ্বিতীয় গেম ২১-১৮ পয়েন্টের ব্যবধানে জিতে নেন লক্ষ্য। তৃতীয় গেমেও লড়াই হয় তুমুল। শেষে ২১-১৯ পয়েন্টে গেম, ম্যাচ ও টুর্নামেন্টে জেতেন ১৮ বছরের ভারতীয় শাটলার।

এর আগে চলতি মরশুমে ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপ সহ তিনটি টুর্নামেন্টে জেতেন লক্ষ্য। মঙ্গলবার উত্তরপ্রদেশের লখনৌতে মঙ্গলবার থেকে শুরু হতে চলা সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল সুপার ৩০০ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে নামছেন লক্ষ্য সেন। সেখানেও সোনা জেতা তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন ১৮ বছরের ভারতীয় শাটলার।

English summary
Lakhshya Sen wins Scottish Open, claims 4th title of season
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X