For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারোত্তোলনে ভারতের পদক জয় যাত্রা চলছেই, চিনে নিন সোনার ছেলে জেরেমিকে

Google Oneindia Bengali News

জেরেমি লালরিনুঙ্গা। ছেলের বয়স মাত্র ১৯। আর এই বয়সেই সে সবাইকে চমকে দিয়ে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে জিতে নিয়েছেন সোনা। সে বলছে যে সবসময়েই সে যে কোনই টুর্নামেন্ট থেকে সোনা জিতে ফেরার স্বপ্ন নিয়েই গিয়েছেন। ইংল্যান্ডেও সে সোনা জয়ের স্বপ্ন নিয়েইন এখানে এসেছিল এবং সে সফল। তাঁর এই জয়ের সঙ্গে ভারতের পঞ্চম পদক হয়ে গেল কমনওয়েলথ গেমসে। আর সবগুলিই এল এই ভারোত্তোলন বিভাগ থেকে।

পদকের জয় যাত্রা

পদকের জয় যাত্রা

ভারতের এই ভারত্তোলন বিভাগ পদকের জয় যাত্রা শুরু হয়েছিল সংকেত সারগরের সৌজন্যে। এরপর ব্রোঞ্জ পান গুরুরাজ পূজারী। ভারতীয় সময় রাত ৯টা নাগাদ সোনা জিতে নেন মীরাবাঈ চানু। দিনের শেষে আসে আরও একটি রুপোর পদক। সেটা দিয়ে দিন শেষ করে ভারত। মেয়েদের ৫৫ কেজি বিভাগে রূপো জেতেন বিন্দিয়া রানি। এবার এই তালিকায় চলে এলেন জেরেমি লালরিনুঙ্গা। বলা চলে গেমসে ভারউত্তোলন বিভাগে স্বপ্নের দৌড় চলছে ভারতের।

 চোটের সঙ্গেব লড়াই

চোটের সঙ্গেব লড়াই


তবে জেরেমির জন্য এটা সহজ ঘটনা ছিল না কারণ তিনি প্রাথমিকভাবে ক্র্যাম্পের সম্মুখীন হয়েছিলেন এবং তারপরে কনুইতে আঘাত পেয়েছিলেন। যাইহোক, তার প্রচেষ্টা বৃথা যায়নি কারণ মিজোরামের ১৯ বছর বয়সী এই সফলভাবে ৩০০ কেজি (১৪০ কেজি + ১৬০ কেজি) উত্তোলন করে নেন। এর সঙ্গে কমনওয়েলথ গেমস রেকর্ড গড়েছে ভারত এবং দ্বিতীয় স্বর্ণপদক জিতেছে।

পরিবার

পরিবার


যুব অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে ২০১১ সালে ভারোত্তোলনে যাত্রা শুরু করেন জেরেমি। একজন সরকারী কর্মচারীর ঘরে জন্মগ্রহণ করেন এই যুবক। বাবা 'PWD' লেবার সদস্য হিসাবে কাজ করেন এবং আট সদস্যের পরিবার তাদের। জেরেমির পাঁচ ভাইবোন রয়েছে। জেরেমি ২০১২ সালে আর্মি স্পোর্টস ইনস্টিটিউটে অন্তর্ভুক্ত হন, ২০১৬ সালে জাতীয় ক্যাম্পে যোগদান করেন। মিজোরাম-ভিত্তিক যুবক ২০১৬ সালের যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের রূপো পদক জয়ী এবং সেই সঙ্গে ২০১৬ এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপের রূপো পদক বিজয়ী।

জেরেমির পদক

জেরেমির পদক

২০১৭ সালে, জেরেমি যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো পদক, কমনওয়েলথ জুনিয়র চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক এবং কমনওয়েলথ যুব চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক জিতেছে। পরের তিন বছরে, জেরেমি তার মেডেল দৌড় চালিয়ে যান। তিনি ২০১৮ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ ব্রোঞ্জ, ২০১৮ এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে রূপো, ২০১৮ যুব অলিম্পিক গেমস সোনা, ২০১৯ ইজিএটি কাপ আন্তর্জাতিক ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে রূপো, ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা, ২০১৯ এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপ জুনিয়র চ্যাম্পিয়নশিপ রূপো, ২০১৯এ ষষ্ঠ কাতার আন্তর্জাতিক কাপে রূপো এবং ২০২১ কমনওয়েলথ সিনিয়র চ্যাম্পিয়নশিপ সোনা জিতে নিয়েছেন।

English summary
india's medal run is still in weightlifting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X