বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা অধরাই রইল কিদাম্বি’র
স্বপ্নের দৌড় শেষে গন্তব্যটা আকাঙ্খিত হল কিদাম্বি শ্রীকান্তের। ফাইনালে সিঙ্গাপুরের প্রতিপক্ষ লো কিন ইউ'র বিরুদ্ধে স্ট্রেট গেমে হেরে রূপো নিয়ে সন্তুষ্ট থাকতে হল শ্রীকান্ত'কে। ৪৩ মিনিটের লড়াই শেষে কিদাম্বির বিরুদ্ধে খেলার ফল ১৫-২১ এবং ২০-২২।

রবিবার হারলেও শুরুটা খারাপ করেনি শ্রীকান্ত। প্রথম গেমে ৯-৩ ব্যবধানে এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখতে পারেননি শ্রীকান্ত। মাত্র ১৬ মিনিটে প্রথম গেমটি হেরে যান বিশ্বের প্রাক্তন শীর্ষস্থান অর্জনকারী এই শাটলার।
প্রথম গেমের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় গেমে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন শ্রীকান্ত। যদিও ২৮ বছর বয়সী শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি লড়াইয়ে। শেষ পর্যন্ত লড়াই চালিয়েও ২০-২২ ব্যবধানে হার স্বীকার করতে হয় ২৪ বছর বয়সী সিঙ্গাপুরের প্রতিপক্ষের বিরুদ্ধে।
সোনা হাতছাড়া হলেও ইতিহাসের পাতা এ দিন নাম তুলে ফেললেন শ্রীকান্ত। প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছন শ্রীকান্ত। শনিবার লক্ষ্য সেনে'র বিরুদ্ধে পিছিয়ে থেকে জয় ছিনিয়ে নেওয়ার সঙ্গেই এই নজির স্পর্শ করেন শ্রীকান্ত।
উল্লেখ্য, সিঙ্গাপুরের সোনা জয়ী তরুণ শাটলার লো কিন ইউ প্রথম রাউন্ডের ম্যাচে বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে থাকা ভিক্টর অ্যাক্সিলসেন 'কে হারিয়ে চ্যাম্পিয়নশিপের নিজের যাত্রা শুরু করেছিলেন। ২০১৬ রিও অলিম্পিক এবং ২০২০ টোকিও অলিম্পিকে সোনা জিতেছেন ডেনমার্কের ভিক্টর।