For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীরজ চোপড়ার অভিযান শুরুর আগে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন ফাইনালে অন্নু

Google Oneindia Bengali News

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের পারফরম্যান্স হতাশাজনকই। তবে জ্যাভলিনে জোড়া পদকের আশা জাগল। অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া পুরুষদের জ্যাভলিন থ্রোর যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ এ-তে নামবেন আগামীকাল। ভারতীয় সময় ভোর ৫টা ৩৫ মিনিটে। নীরজের কাছ থেকে যেমন পদকের প্রত্যাশা রয়েছে, তেমনই এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন ফাইনালে পৌঁছে গেলেন ভারতের অন্নু রানি।

 বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন ফাইনালে অন্নু

ইউজিনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় গ্রুপ বি কোয়ালিফিকেশন রাউন্ডে নেমেছিলেন অন্নু। শুরুটা করেন ফাউল থ্রো দিয়ে। পরের প্রয়াসে তিনি জ্যাভলিন ৫৫.৩৫ মিটার দূরত্বে পাঠাতে সক্ষম হন। কিন্তু তৃতীয় প্রয়াস প্রত্যাশিত মানে পৌঁছায়নি। ফলে বিদায়ের শঙ্কা তৈরি হয়েছিল। চূড়ান্ত থ্রো-য় অবশ্য জ্যাভলিন ৫৯.৬০ মিটার দূরত্বে পাঠান অন্নু রানি। গ্রুপ বি-র কোয়ালিফিকেশনে তিনি পঞ্চম স্থান দখল করেন। মাত্র তিনজনই ৬২.৫০ মিটারের অটোমেটিক কোয়ালিফিকেশনের লক্ষ্যপূরণ করতে পেরেছেন।

তবে ২৯ বছরের অন্নু একবারও জ্যাভলিন ৬০ মিটার দূরত্বে পাঠাতে পারেননি। ভারতের জাতীয় রেকর্ড দখলে রাখা অন্নু অবশ্য ফাইনালে সেই লক্ষ্য নিয়েই নামবেন। শনিবার ভোর ৬টা ৫০ মিনিটে অন্নু নামবেন পদক জয়ের লক্ষ্যে। চলতি মরশুমেই তাঁর সেরা পারফরম্যান্স করে দেখিয়েছেন অন্নু, ৬৩.৮২ মিটার দূরত্বে পাঠান জ্যাভলিন। এদিন সেই পারফরম্যান্সের ধারেকাছে পৌঁছাতে পারেননি তিনি। এই নিয়ে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালের ছাড়পত্র হাতে পেয়েছেন অন্নু। ২০১৯ সালে দোহায় তিনি ৬১.১২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে অষ্টম হয়েছিলেন। তার আগে ২০১৭ সালে লন্ডনে যোগ্যতা অর্জন পর্বে দশম হয়ে ফাইনালে উঠতে ব্যর্থ হন। গত মে মাসে জামশেদপুরে ইন্ডিয়া ওপেনে ৬৩.৮২ মিটার ছুড়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন অন্নু।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৫ হাজার মিটারের সেমিফাইনালে উঠতে পারেননি পারুল চৌধুরী। ২ নম্বর হিটে তিনি ১৭তম স্থান দখল করেন। সবমিলিয়ে থাকেন ৩১ নম্বরে। কাল নীরজ চোপড়ার দিকে থাকবে নজর। নীরজের ইভেন্টে রয়েছেন টোকিও অলিম্পিকের রুপোজয়ী চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচ, লন্ডন অলিম্পিকের সোনাজয়ী ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর কেশর্ন ওয়ালকট। গ্রুপ বি কোয়ালিফিকেশন রাউন্ডে নামবেন গতবারের চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স। পুরুষদের জ্যাভলিন ফাইনাল রবিবার।

English summary
Javelin Thrower Annu Rani Qualifies For Second Straight World Championship Finals. Neeraj Chopra Will Compete In The Qualification Round Group A Of Men's Javelin Throw On Friday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X