For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্পের প্রাণভিক্ষার আবেদনেও গলল না বরফ! কুস্তিগীরকে মৃত্যুদণ্ড দিল ইরান, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

ট্রাম্পের প্রাণভিক্ষার আবেদনেও গলল না বরফ! কুস্তিগীরকে মৃত্যুদণ্ড দিল ইরান, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

  • |
Google Oneindia Bengali News

২০১৮ সালের সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভের সময় নিরাপত্তা প্রহরীকে ছুরি মেরে হত্যা করায় এক কুস্তিগীরকে মৃত্যুদণ্ড দিল ইরান। যে ঘটনাকে কেন্দ্র শুরু বিশ্বজুড়ে নিন্দার ঝড়। শনিবার ইরানের সরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, নাভিদ আফকারি নামে ২৭ বছরের ঐ কুস্তিগিরকে শিরাজ শহরের কারাগারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

কী অভিযোগ

কী অভিযোগ

ইরানের আদালত দুবছর আগে সরকার-বিরোধী আন্দোলনে যোগ দিয়ে জল দপ্তরের কর্মী হোসেন টর্কম্যানকে কুপিয়ে খুন করার অভিযোগে নাভিদকে দোষী সাব্যস্ত করে।

আইনজীবীর দাবি কী

আইনজীবীর দাবি কী

নাভিদের আইনজীবী অবশ্য দাবি করেছেন কুস্তিগীরকে জেলে অত্যাচার করে বয়ান পাল্টে দোষী প্রমাণিত করা হয়েছে। এবার তাঁকে মৃত্যদণ্ডে দণ্ডিত করা হল। যার আগে ঐ কুস্তিগীরকে পরিবারের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি বলে তাঁর আইনজীবী অভিযোগ এনেছেন।

দু'বছর আগে ঠিক কী ঘটেছিল

দু'বছর আগে ঠিক কী ঘটেছিল

২০১৮ সালে আর্থিক মন্দার কারণে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রতিবাদ মিছিল শুরু হয়। দিকে দিকে ইরানে সরকার বিরোধীতায় পথে পথে মিছিল নামতে থাকে। এমন একটি মিছিলেই ছিলেন নাভিদ।

প্রাণভিক্ষার আবেদন

প্রাণভিক্ষার আবেদন

শনিবার দক্ষিণ ইরানের একটি জেলে কুস্তিগীর নাভিদ আফকারির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর বিশ্বে বিভিন্ন প্রান্তের কুস্তিগীর খেলোয়াড়রা ক্ষোভে ফেটে পড়েছেন। এর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি টমাস বাখ ইরানের প্রধান ধর্মীয় নেতার কাছে কুস্তিগীর খেলোয়াড়ের প্রাণভিক্ষার আবেদন করেছিলেন।

মার্কিন প্রেসিডেন্টও প্রাণভিক্ষার আবেদন করেছিলেন

মার্কিন প্রেসিডেন্টও প্রাণভিক্ষার আবেদন করেছিলেন

শুধু তাই নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের প্রথম সারির নেতাদের কাছে কুস্তিগীরের মৃত্যুদণ্ড মুকুব করার আর্জি জানিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য ইরান সরকার সিদ্ধান্ত থেকে নড়েনি।

বিশ্বজুড়ে ইরানের বিরুদ্ধে নিন্দার ঝড়

বিশ্বজুড়ে ইরানের বিরুদ্ধে নিন্দার ঝড়

বিশ্বের ৮৫ হাজার কুস্তিগীর ইরানকে বিশ্ব ক্রীড়া থেকে বহিষ্কারের দাবি জানিয়েওছিল। কুস্তিগীরের এমন পরিণতিতে সুইডেন, আমেরিকা, ইংল্যান্ড, সব দেশই ইরান সরকারের তীব্র নিন্দা জানিয়েছে। প্রসঙ্গত ইরানে কুস্তি খুবই জনপ্রিয় খেলা। সেদেশে এক কুস্তি খেলোয়াড়ের এমন মৃত্যদণ্ডের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা চলছে।

ছবি সৌ:টুইটার

আমিরশাহীতে আইপিএল, তার আগে সেদেশের দুই ক্রিকেটারকে কেন নির্বাসন করল আইসিসি? আমিরশাহীতে আইপিএল, তার আগে সেদেশের দুই ক্রিকেটারকে কেন নির্বাসন করল আইসিসি?

English summary
Iran executes wrestler Navid Afkari,What were charges against Afkari? Why Iran executed him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X