For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউক্রেনে হমলার প্রভাব, শীতকালীন প্যারালিম্পিকে বেলারুশ এবং রাশিয়ার প্রতিযোগীদের নির্বাসিত করল আইপিসি

ইউক্রেনে হমলার প্রভাব, শীতকালীন প্যারালিম্পিকে বেলারুশ এবং রাশিয়ার প্রতিযোগীদের নির্বাসিত করল আইপিসি

Google Oneindia Bengali News

শীতকালীন বেজিং প্যারালিম্পিকে নিষিদ্ধ করা হল রাশিয়া এবং বেলারুশের প্রতিযোগীদের। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের নির্দেশে যে ভাবে ইউক্রেনকে ধ্বংসস্তুপে পরিণত করছে রুশ সেনা এবং সাধারণ মানুষের উপর প্রাণঘাতী আক্রমণ চালানো হচ্ছে, তারই প্রতিবাদে শীতকালীন বেজিং প্যারালিম্পিক থেকে নিষিদ্ধ করা হল রাশিয়ার প্রতিযোগীদের।

ইউক্রেনে হমলার প্রভাব, শীতকালীন প্যারালিম্পিকে বেলারুশ এবং রাশিয়ার প্রতিযোগীদের নির্বাসিত করল আইপিসি

রুশ প্রতিযোগীদের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে বেলারুসের প্রতিযোগীদেরও। রাশিয়ার সঙ্গে বেলারুশের সম্পর্ক অত্যন্ত গাঢ়। ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনী আক্রমণ চালানোর পর যেখানে গোটা বিশ্ব রাশিয়ার এই আগ্রাসণ এবং সামরিক ভাবে পিছিয়ে থাকা দেশেটির উপর অনৈতিক আক্রমণের বিরোধীতা করেছে, তখন খোলাখুলি রুশ প্রেসিডেন্টের পক্ষে নিজের সমর্থন নিশ্চিত করেছেন বেলারুশের রাষ্ট্রপতি। এ বার রাশিয়া-বেলারুশ আঁতাতের ফল ভুগতে হল সেই দেশের প্যারা অলিম্পিকে অংশ নেওয়ার জন্য তৈরি হওয়া প্রতিযোগীদের। রাশিয়ার প্রতিযোগীদের মতো বেলারুশের প্রতিযোগীদেরও নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি)।

প্যারালিম্পিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রতিযোগীতার (প্যারালিম্পিকের) সংহতি বজায় রাখতে এবং সকল প্রতিযোগীর সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকে শুরু হতে চলেছে শীতকালীন প্যারালিম্পিক। অন্যান্য দেশের প্রতিযোগীরাও হুমকি দিয়ে রেখেছে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটিকে। তারা জানিয়েছে, যদি বেলারুশ এবং রাশিয়ার প্রতিযোগীরা এই ইভেন্টে অংশ নেন তা হলে তাঁরা নিজেদের নাম প্রত্যাহার করে নেবেন।

আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, "আমরা এই টুর্নামেন্টে প্রত্যেক প্রতিযোগীর সুরক্ষা এবং নিরাপত্তাকে সবথেকে বেশি প্রাধান্য দিচ্ছি। অ্যাথলিট ভিলেজের পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে এবং তা অস্থিতিশীল হয়ে উঠছে।"

বৃহস্পতিবার নিজেদের নেওয়া এই সিদ্ধান্তের সমর্থনে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির সভাপতি অ্যান্ড্রু পার্সনস বলেছেন, "আমরা নিজেদের এক্তিয়ারের মধ্যে থেকে যতটা পেরেছি কঠিন শাস্তি দিয়েছি।" ইউক্রেনের অ্যাথেলিটরা বুধবারই পৌঁছে গিয়েছেন বেজিং-এ। এর আগে এই সপ্তাহের শুরুতেই বিশ্বের প্রত্যেকটি ক্রীড়া সংস্থার কাছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই দুই দেশের অ্যাথলিটদের যেন বহিস্কৃত করার আর্জি জানিয়েছিল।

English summary
International Paralympics committee banned Athletes from Russia and Belarus to take part in Beijing winter Paralympics.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X