For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Ukraine Russia Crisis: রাশিয়া ও বেলারুশকে নিয়ে বড় সিদ্ধান্ত আইওসি-র, শান্তির দাবিতে সরব রোনাল্ডো

  • |
Google Oneindia Bengali News

রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ জারি রাখার প্রভাব পড়ল আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে। খেলাধুলোর মাধ্যমে বিশ্বকে একসূত্রে গেঁথে রাখার লক্ষ্যে যে অলিম্পিক আন্দোলন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি সেই আদর্শ ও লক্ষ্যকে আঘাত করেছে বলেই মনে করছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। তারই জেরে এবার রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদ ও অফিসিয়ালদের উপর আপাতত জারি হলো নিষেধাজ্ঞা।

রাশিয়া ও বেলারুশকে নিয়ে বড় সিদ্ধান্ত আইওসি-র, শান্তির দাবিতে সরব রোনাল্ডো

অলিম্পিক গেমস, প্যারালিম্পিক গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপ-সহ বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে বিভিন্ন দেশ অংশ নেয়। কিন্তু যুদ্ধ পরিস্থিতি বা কোনও রাজনৈতিক কারণে যদি কোনও দেশ অসহায় হয়ে পড়ে এই ইভেন্টগুলিতে অংশ নিতে না পারে তাহলে যে আদর্শে ইভেন্টগুলি আয়োজন তা ধাক্কা খায়। একইসঙ্গে ক্রীড়াবিদদের সুরক্ষা ও কেরিয়ারের প্রতিও যত্নশীল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলায় রাশিয়া বা বেলারুশের ক্রীড়াবিদ ও আধিকারিকদের বিভিন্ন ইভেন্টে অংশ নিতে বাধা নেই। কিন্তু ইউক্রেনের অ্যাথলিট বা অফিসিয়ালদের খেলার ইভেন্টে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে অলিম্পিক আন্দোলনে যে সংকট তৈরি হয়েছে তা এখনই মেটানোর মতো পরিস্থিতি নেই। আইওসি-র এগজিকিউটিভ বোর্ড বিশ্বের সমস্ত স্পোর্টস ফেডারেশন ও ক্রীড়া সংগঠকদের উদ্দেশে সাফ বার্তা দিয়েছে, রাশিয়া ও বেলারুশের অ্যাথলিট ও অফিসিয়ালদের কোনও আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিতে দেওয়া যাবে না। তবে যদি তাঁরা নিরপেক্ষ দল বা নিরপেক্ষ অ্যাথলিট হিসেবে অংশ নিতে চান তাহলে অংশ নিতে পারবেন। কিন্তু জাতীয় পতাকা, রং, চিহ্ন এবং জাতীয় সংগীত ছাড়াই তাঁদের অংশ নিতে হবে। দ্রুত এই পদক্ষেপ করতে হবে বলে সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠনগুলিকে তাদের মতো করে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছে আইওসি। আইওসি-র সিদ্ধান্ত ঘোষণার আগেই ঠিক একইরকম ব্যবস্থার কথা বলেছে ফিফাও। রাশিয়াকে ফিফা অনুমোদিত টুর্নামেন্টে খেলতে দেওয়া হবে না। রাশিয়ান ফুটবল ইউনিয়ন নামে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত ছাড়াই অংশ নিতে হবে। তারপরও রাশিয়াকে বয়কট করছে অনেক দেশ। বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছে।

ক্রীড়াবিদ, অফিসিয়াল-সহ বিশ্বজুড়ে অলিম্পিক আন্দোলনের সঙ্গে জড়িত থাকা সকলে যাঁরা ইউক্রেনে শান্তির পক্ষে সওয়াল করেছেন তাঁদের বিবৃতিকে স্বাগত জানিয়েছে আইওসি। ইউক্রেনের ক্রীড়াবিদ, স্পোর্টস ফেডারেশনের পাশে থাকতে বিভিন্ন উদ্যোগও নেওয়া হচ্ছে। আইওসি প্রেসিডেন্টও শান্তির পক্ষে সওয়াল করে বলেছেন, "Give peace a chance."। পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, আমাদের সন্তানদের জন্য উন্নততর বিশ্ব সুনিশ্চিত করতে হবে। বিশ্বে শান্তির প্রার্থনা করছি। ইউক্রেনের জন্যই সিআর সেভেনের এই বক্তব্য বলে অভিমত ফুটবল-বিশ্বের।

English summary
IOC Recommends Banning Russian And Belarusian Athletes From International Events. Cristiano Ronaldo Calls For Peace In Ukraine.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X