For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় কুস্তিগীরদের তোলা অভিযোগের তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন আইওএ-র, বৈঠকে অনুরাগ

ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের যে অভিযোগ উঠেছে তার তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন আইওএ-র। ২২ জানুয়ারি যা বলার বলবেন বলে ঠিক করেছেন অনড় বিজেপি সাংসদ।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় কুস্তিগীরদের অভিযোগ ঘিরে সরগরম রাজধানী। রাজনীতিও। ভারতের কুস্তি সংস্থার প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ফেডারেশনের আধিকারিক থেকে কয়েকজন কোচের অপকর্মের কথাও সামনে আসছে। এরই প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে ধর্না চালাচ্ছেন কুস্তিগীররা। তাঁদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি করল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। কুস্তিগীরদের সঙ্গে ফের বৈঠক করেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

আইওএকে চিঠি

আইওএকে চিঠি

আজ কুস্তিগীররা ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান পিটি ঊষার কাছে চিঠি পাঠান। সেখানে জানানো হয়, কয়েকজন মহিলা কুস্তিগীরকে ফেডারেশন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং যৌন নির্যাতন করেছেন। এই চিঠিতে সই করেন টোকিও অলিম্পিকে পদকজয়ী রবি দাহিয়া, বজরং পুনিয়া, রিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী ভিনেশ ফোগাট ও দীপক পুনিয়া। ফেডারেশন সভাপতিকে সরিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার আর্জিও জানানো হয়। ফেডারেশনের কাজকর্ম যাতে কুস্তিগীরদের সঙ্গে কথা বলে চালানো হয়, সেই আর্জিও জানান কুস্তিগীররা।

তদন্ত কমিটি গঠন

ভারতের কুস্তি সংস্থার প্রধানের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগের তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে ভারতীয় অলিম্পিক সংস্থা। আইওএ যে কমিটি গড়েছে তাতে রয়েছেন এমসি মেরি কম, যোগেশ্বর দত্ত, দোলা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় ভারোত্তোলক সংস্থার সভাপতি সহদেব যাদব, অলকানন্দা অশোক ও দুই আইনজীবী। এদিন আইওএ জরুরি এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকে। তাতে যোগ দেন অভিনব বিন্দ্রা, যোগেশ্বর দত্ত, যুগ্ম সচিব কল্যাণ চৌবে। তদন্ত কমিটিতে বিশেষ আমন্ত্রিত হিসেবে রাখা হবে শিব কেশবনকে। আন্দোলনরত কুস্তিগীরদের সঙ্গে কথা বলবে এই কমিটি। তবে রিপোর্ট দেওয়ার সময়সীমা এখনও জানা যায়নি।

মহিলা কমিশন বিস্মিত

মহিলা কমিশন বিস্মিত

দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল বিস্ময় প্রকাশ করেছেন ভারতীয় কুস্তিগীররা ব্রিজ ভূষণ শরণ সিংয়ের নামে অভিযোগ করার পর ৭২ ঘণ্টা পেরিয়ে যাওয়া সত্ত্বেও তাঁকে পদত্যাগে বাধ্য না করার জন্য। কেন বিজেপির প্রভাবশালী ওই সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছে না তাতেও বিস্মিত স্বাতী। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়ালও কুস্তিগীরদের দাবিকে সমর্থন জানিয়েছেন। তবে কুস্তি ফেডারেশনের কর্তারা কুস্তিগীরদের এই ধর্না ও জনসমক্ষে অভিযোগ করা এবং ফেডারেশন ভেঙে দেওয়ার দাবিকে ভালোভাবে নিচ্ছেন না। মার্চে কুস্তি ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা। তার আগে এভাবে রাস্তায় আন্দোলনে না নেমে কুস্তিগীরদের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, আইওএ ও সাইয়ের সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মনে করছে ফেডারেশন।

ব্রিজ অনড়

ব্রিজ অনড়

ব্রিজ ভূষণ শরণ সিং কুস্তিগীরদের এই ধর্নাকে শাহীন বাগের ধর্নার সঙ্গে তুলনা টেনেছেন। তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, পদত্যাগের পথে হাঁটবেন না। আজ তাঁর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা থাকলেও তা বাতিল করেন। তাঁর পুত্র তথা গোন্ডা সদরের বিধায় প্রতীক জানিয়েছেন, রবিবার ফেডারেশনের বার্ষিক সাধারণ সভার পরই যা বলার বলবেন ব্রিজ ভূষণ শরণ সিং। সব রাজ্য সংস্থার প্রতিনিধিদের মতামত নেওয়ার পর বিবৃতিও প্রকাশ করা হবে।

English summary
IOA Formed 7-Member Committee To Probe Allegations Of Sexual Harassment Against WFI Chief Brij Bhushan Sharan Singh. Wrestlers Met Central Sports Minister Anurag Thakur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X