For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিও অলিম্পিকের দুঃস্বপ্ন ঝেড়ে টোকিওয় ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভিনেশ, আশায় দেশ

রিও অলিম্পিকের দুঃস্বপ্ন ঝেড়ে টোকিওয় ঘুরে দাঁড়ানোর আশায় ভিনেশ ফোগাত

  • |
Google Oneindia Bengali News

রিও অলিম্পিকের দুঃস্বপ্ন ভোলেননি ভিনেশ ফোগাত। চোট এবং যন্ত্রণায় সেবার লড়াই থেকে ছিটকে না গেলে হয়তো ইতিহাস অন্যখাতে বইত। সেই জ্বালা এবার মেটানোর সুযোগ পাবেন ভারতের এই মহিলা কুস্তিগীর। টোকিও অলিম্পিকে ভিনেশের কাছ থেকে পদক চায় দেশ। প্রত্যাশা অনুযায়ী তিনি পারফরম্যান্স করতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে থাকবে ক্রীড়া মহল।

রিও অলিম্পিকের দুঃস্বপ্ন

রিও অলিম্পিকের দুঃস্বপ্ন

মাত্র ২১ বছর বয়সে ২০১৬ সালে রিও অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন ভিনেশ ফোগাত। দুরন্ত পারফরম্যান্স করে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন হরিয়ানার কুস্তিগীর। চিনের সুন ইয়ানের বিরুদ্ধে শুরুটা ভালও করেছিলেন ভিনেশ। পরক্ষণেই পায়ের পেশীতে টান ধরে ভারতীয় কুস্তিগীরের যন্ত্রণায় কাতর হয়ে ম্যাটে শুয়ে পড়েছিলেন ফোগাত। কোচের কাঁধে ভর করে ওই মোকাবিলা তথা টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল ভিনেশকে। সেই আক্ষেপ এখনও যায়নি ক্রীড়া প্রেমীদের।

ফিরে আসার লড়াই

ফিরে আসার লড়াই

কাঁদতে কাঁদতে রিও অলিম্পিকের ম্যাট ছেড়েছিলেন ভিনেশ ফোগাত। সেখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন ঘুরে দাঁড়ানোরও। চোটের ধাক্কা কাটিয়ে তিল তিল করে নিজেকে গড়ে তোলেন ভিনেশ। আশা-আশাঙ্কার দোলাচল থেকে বেরিয়ে শেষ পাঁচটা বছর স্বপ্নের মতো কেটেছে ভারতীয় কুস্তিগীরের। পরিবার এবং কোচের যোগ্য সহয়তায় ক্রমে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন ভিনেশ। ২০১৮ সালের এশিয়ান গেমসে সোনা জেতার পাশাপাশি ওই বছরের কমনওয়েলথ গেমসেও প্রথম হয়েছিলেন ভারতীয় অ্যাথলিট। ২০২১ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা জিতে দেশকে গর্বিত করেছিলেন ফোগাত। বর্তমানে তিনি বিশ্বের এক নম্বর কুস্তি তারকা। টোকিও অলিম্পিকে মহিলাদের ৫৩ কেজি বিভাগ থেকে ভিনেশ পদক জিতবেন বলে আশা ক্রীড়াপ্রেমীদের।

ভিনেশের উত্থান

ভিনেশের উত্থান

হরিয়ানার বিখ্যাত ফোগাত পরিবার থেকে উঠে আসা ভিনেশের রক্তে প্রবাহমান কুস্তি। দঙ্গল সিনেমা-খ্যাত গীতা ও ববিতা ফোগাতের বাবা মহাবীর সিং ফোগাতের অতি নিকট আত্মীয়। ফলে শৈশব থেকেই আখড়াতেই মনোনিবেশ করেন ভিনেশ। সেই মহাবীর সিংয়ের কাছেই তালিম নিয়ে তাঁর বড় হয়ে ওঠা। ফলে অগ্রজদের ছাপ যে তাঁর খেলায় থাকবে সেটাই তো স্বাভানিক। ২০১৪ সালের কমনওয়েলথ গেমসের ৪৮ কেজি বিভাগে সোনা জিতে প্রথম নজর কেড়েছিলেন ভিনেশ। চোট না পেলে রিও অলিম্পিকেও হয়তো পদক জিততে পারতেন হরিয়ানার মহিলা কুস্তিগীর।

একাধিক সম্মানের অধিকারী

একাধিক সম্মানের অধিকারী

মাত্র ২৬ বছর বয়সে দেশকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় গর্বিত করেছেন ভিনেশ ফোগাত। তাই তাঁকে অর্জুন পুরস্কার (২০১৬), পদ্মশ্রী (২০১৮) ও রাজীব গান্ধী খেলরত্ন সম্মানে ভূষিত হয়েছেন হরিয়ানার মহিলা কুস্তিগীর। ভিনেশের কাছ থেকে আরও সাফল্য চান দেশের মানুষ। আগামী ৫ অগাস্ট টোকিওর ম্যাটে নামছেন ভিনেশ। কোনও অঘটন না ঘটলে ওই দিনই তাঁকে প্রি-কোয়ার্টার ফাইনাল ও কোয়ার্টার ফাইনাল ম্যাচও খেলতে হবে।

English summary
Indian wrestler Vinesh Phogat wants to win medal from Tokyo Olympics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X