টোকিও অলিম্পিকের আসরে জায়গা করে নিলেন আরও এক ভারতীয় কুস্তিগীর
বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের আসরে ভারতের জয়জয়কার। শুক্রবার ভারতের দুই কুস্তিগীর বজরং পুনিয়া ও রবি কুমার নিজ নিজ ওজনের বিভাগেতে ২০২০-এর টোকিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করে নিয়েছিলেন। শনিবার এবার ছেলেদের মধ্যে আরও এক কুস্তিগীর টোকিও অলিম্পিকের টিকিট পেলেন। কাজাখস্তানে এদিন বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপেক সেমিফাইনালে জায়গা পাকা করে অলিম্পিক যাওয়ার সুযোগ পেলেন দীপক পুনিয়া।

সব মিলিয়ে এখনও পর্যন্ত কুস্তি থেকে চার জন টোকিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছেন।মেয়েদের মধ্য়ে প্রথম যোগ্যতা অর্জন করেছেন ভিনেশ ফোগাত।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Wrestler <a href="https://twitter.com/hashtag/DeepakPunia?src=hash&ref_src=twsrc%5Etfw">#DeepakPunia</a> secures a berth at 2020 Tokyo <a href="https://twitter.com/hashtag/Olympics?src=hash&ref_src=twsrc%5Etfw">#Olympics</a>; reaches semifinals of World Wrestling C'ships in men's freestyle 86-kg category at Nur-Sultan in Kazakhstan.<br><br>He beats Carlos Izquierdo of Colombia 7-6 in the quarterfinals. <a href="https://t.co/PFP5Lo7Rq5">pic.twitter.com/PFP5Lo7Rq5</a></p>— All India Radio News (@airnewsalerts) <a href="https://twitter.com/airnewsalerts/status/1175361525520797698?ref_src=twsrc%5Etfw">September 21, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>২৫ বছরের দীপক ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তিতে ৮৬ কেজি বিভাগে এদিন কলম্বিয়ার প্রতিদ্বন্দ্বী কার্লোসকে ৭-৬ ব্যবধানে হারিয়ে বিশ্ব কুস্তির আসরে সেমিফাইনালে উঠলেন।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Indian Olympic Association: On his debut World Wrestling Championship, wrestler Deepak Punia enters finals of the 86 kg Freestyle event. <a href="https://t.co/qlp5B8um4O">https://t.co/qlp5B8um4O</a></p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1175374484271816705?ref_src=twsrc%5Etfw">September 21, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> <blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Congratulations to <a href="https://twitter.com/hashtag/DeepakPunia?src=hash&ref_src=twsrc%5Etfw">#DeepakPunia</a> phalwan for securing a berth in the Olympics and for reaching the finals of the world championship 2019, best wishes, bring home the gold medal 🥇 🇮🇳 <a href="https://t.co/1lXfVEp3jR">pic.twitter.com/1lXfVEp3jR</a></p>— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) <a href="https://twitter.com/BajrangPunia/status/1175374491880501248?ref_src=twsrc%5Etfw">September 21, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>অন্য ম্যাচে কমনওয়েলথ গেমসে সোনাজয়ী রাহুল আয়ারে ৬১ কেজি বিভাগে কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বী রাসুলকে ১০-৭ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠলেন। রুদ্ধশ্বাস ম্যাচে ০-২ পিছিয়ে থাকা অবস্থায় প্রত্যাঘাত করে ৩-২ করেন রাহুল। এরপর ৬-৫ লিড ও ব্যবধান ধরে রেখে একসময় ১০-৬ করে দেন। শেষ পর্যন্ত ম্যাচ জিতলেন ১০-৭ ব্যবধানে।
সেমিফাইনালে উঠলেও ম্যাচ জিততে পারেননি রাহুল। ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন তিনি। সেমির লড়াইয়ে জর্জিয়ার বেকো লোমটাডজির কাছে ৬-১০ ব্যবধানে হেরে বসেন তিনি।