For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিরন্দাজি বিশ্বকাপে সোনা বাংলার তিরন্দাজ দম্পতির, অতনু-দীপিকাদের সঙ্গে সোনা দলগত বিভাগেও

Google Oneindia Bengali News

তিরন্দাজি বিশ্বকাপে বাংলাকে গর্বিত করলেন তিরন্দাজ দম্পতি অতনু দাস ও দীপিকা কুমারী। রিকার্ভে তিন তিনটি সোনা জিতে বিশ্বকাপে সেরা সাফল্য ভারত। রিকার্ভে ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন অতনু দাস ও দীপিকা কুমারী। অতনুর কাছে এটি বিশ্বকাপে প্রথম সোনা হলেও দীপিকা ব্যক্তিগত বিভাগে তৃতীয় সোনাটি জিতলেন। এর আগে, সাত বছর পর ভারতকে দলগত সোনা এনে দেয় মহিলাদের রিকার্ভ দল। স্নায়ুযুদ্ধে মেক্সিকোকে পরাস্ত করে সোনা জিতলেন দীপিকা কুমারীরা।

দীপিকাদের লক্ষ্যভেদে তিরন্দাজি বিশ্বকাপে সোনা সাত বছর পর

রবিবার গুয়াতেমালা সিটিতে তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ ওয়ানে ভারতের প্রথম সোনাটি এনে দেন দীপিকা কুমারীরা। বিশ্বকাপ স্টেজ ইভেন্টে দলগতভাবে দীপিকার এটি পঞ্চম সোনা জয়। মেক্সিকোকে ভারত হারিয়ে সোনা জেতে ৫-৪ (২৭-২৬) ব্যবধান রেখে। শুটঅফে যখন দুই দলই চার-চারে দাঁড়িয়ে তখন স্নায়ুযুদ্ধে মাত দেন ভারতীয়রাই। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও অনূর্ধ্ব ১৮ বিশ্বচ্যাম্পিয়ন কমলিকা বারির লক্ষ্যভেদে ভারত ২৭ পয়েন্ট তোলে। এর সুবাদেই এক পয়েন্টের ব্যবধানে মেক্সিকোকে হারিয়ে সোনা জয় নিশ্চিত করে ফেলেন ভারতের মহিলা শুটাররা।

মেক্সিকোর আলেজান্দ্রা ভ্যালেন্সিয়াকে ৭-৩ ব্যবধানে উড়িয়ে সোনা জেতেন দীপিকা। স্পেনের ড্যানিয়েল কাস্ত্রোকে ৬-৪ ব্যবধানে অতনু দাস হারান রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে।

দীপিকা বলেন, অনেক দিন ফাইনালে লক্ষ্যভেদে নামলাম। একদিকে যেমন ভালো অনুভূতি ছিল, খুশি ছিলাম, তেমনই একটু নার্ভাসও ছিলাম। তবে এই ধরনের পারফরম্যান্স আরও ভালো করতে অনুপ্রাণিত করে। অতনু দাসের কথায়, আমরা একসঙ্গে সব জায়গায় যাই, অনুশীলন করি, এবার একসঙ্গে জিতলাম। আমি জানি দীপিকা কী পছন্দ করে, দীপিকাও আমার পছন্দ সম্পর্কে ওয়াকিবহাল। সবমিলিয়ে অলিম্পিক্সের আগে সোনা জিতে খুশি বাংলার তিরন্দাজ দম্পতি।

মহিলাদের দলগত রিকার্ভ ফাইনালের শেষ লগ্নে অভিজ্ঞ দীপিকার পারফেক্ট টেন চাপে ফেলে দেয় ২০১২ লন্ডন অলিম্পিক্সে রুপোজয়ী আদিয়া রোমানকে। তবু সোনা জিততে তাঁর দরকার ছিল ৯। কিন্তু তিনি আটের বেশি পয়েন্ট আনতে পারেননি। ২০১১, ২০১৩ সালে দুবার ও ২০১৪ সালের পর এই নিয়ে পঞ্চমবার তিরন্দাজি বিশ্বকাপে মহিলাদের দলগত বিভাগে সোনা এল। দীপিকা এবার নামবেন তৃতীয় অলিম্পিক্সে। দীপিকা বলেন, অলিম্পিক্সের আগে এখানে ভালো ফল করা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। চাপের মুখেও যেভাবে খেলেছি তাতে আমরা খুশি।

রিকার্ভ মিক্সড টিম বিভাগে ভারত অবশ্য ব্রোঞ্জ জিতেছে। এই ইভেন্টে অঙ্কিতা ভকতের সঙ্গে নেমেছিলেন বাংলার অতনু দাস। মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে তাঁরা ব্রোঞ্জ জেতেন। ফল ৬-৪। অঙ্কিতা ভকতের প্রশংসা করে অতনু দাস বলেন, মহিলাদের দলগত ইভেন্টে সোনা জয়ে অবদান রাখার পর এই ইভেন্টেও ভালো পারফর্ম করেছেন অঙ্কিতা। বছরের প্রথম আন্তর্জাতিক ইভেন্টের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট।

ছবি- ওয়ার্ল্ড আর্চারি/আর্চারি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া

English summary
Indian women's recurve team pip Mexico to grab a gold medal in the Archery World Cup Stage 1. Deepika Kumari, Ankita Bhakat and Komalika Bari shot 27 to edge out their Mexican rivals and claim their first World Cup team gold after seven years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X