For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাখির চোখ টোকিও অলিম্পিক্স, ক্রোয়েশিয়ার পথে ভারতীয় শুটাররা

পাখির চোখ টোকিও অলিম্পিক্স, ক্রোয়েশিয়ার পথে ভারতীয় শুটাররা

  • |
Google Oneindia Bengali News

টোকিও অলিম্পিক্সে ভাল ফলের আশা জাগিয়ে করোনা ভাইরাসের আবহে দেশ ছেড়ে ক্রোয়েশিয়ার পথে রওনা হলেন ভারতীয় শুটাররা। ভারতে কোভিড ১৯-এর বাড়বাড়ন্তের কারণে ইউরোপের ওই দেশেই বিগ ইভেন্টের অনুশীলনের পাশাপাশি বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশ নেবেন সৌরভ চৌধুরী, মনু ভাকেররা। অলিম্পিক্সে তাঁদের কাছ থেকে ভাল ফল আশা করছে দেশের ক্রীড়া মহল।

পাখির চোখ টোকিও অলিম্পিক্স, ক্রোয়েশিয়ার পথে ভারতীয় শুটাররা

করোনা ভাইরাসের আবহে চলতি বছর দিল্লিতে হওয়া শুটিং বিশ্বকাপের পদক তালিকায় তাবড় দেশগুলিকে পিছনে ফেলে দিয়েছিল ভারত। ইভেন্টে যে পরিমাণ সোনা জিতেছিলেন ভারতীয় শুটাররা, তা এর আগে কখনও হয়নি। ফলে তাঁরা যে টোকিওয় অনুষ্ঠিত হতে চলা বড় ইভেন্টে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবেন, তা বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার তার ঝলক দেখা গেল নয়াদিল্লিতে। ক্রোয়েশিয়ার পথে উড়ে যাওয়ার আগে শুটারদের 'ভারত মাতা কি জয়' স্লোগানে মুখরিত হয় বিমানবন্দর।

টোকিও অলিম্পিককে পাখির চোখ করে মোট আশি দিনের কর্মকাণ্ড সঙ্গে নিয়ে ভারত ছাড়ল ১৫ জনের ভারতীয় শুটার দল। করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় ইউরোপের ওই দেশে অনুশীলনের পাশাপাশি ২০ মে থেকে ওসজেকে শুরু হতে চলা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন ভারতীয় শুটাররা। একই শহরে ২২ জুন থেকে শুরু হতে চলা শুটিং বিশ্বকাপেও অংশ নেবেন সৌরভ চৌধুরীরা।

ক্রোয়েশিয়া পৌঁছেই অনুশীলনে নেমে পড়তে পারবেন না ভারতীয় শুটাররা। সেখানে তাঁদের সাত দিনের কড়া কোয়ারেন্টাইন বিধি মানতে হবে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী অতিমারীর প্রভাব কিছুটা কম হওয়ায় ক্রোয়েশিয়ার জাগরেবে ভারতীয় শুটারদের বেস ক্যাম্প তৈরি করা হয়েছে। তাঁরা অলিম্পিক্সের প্রস্তুতিও সেখানেই সারবেন বলে জানানো হয়েছে। কোনও অঘটন না ঘটলে টোকিও-তে আগামী ২৩ জুন থেকে শুরু হতে চলেছে যে ইভেন্ট, তাতে নামার জন্য মুখিয়ে রয়েছে ভারতীয় শুটিং দল।

English summary
Indian shooters leave for Croatia ahead of Tokyo Oylmpics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X