For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় শ্যুটার ও বক্সারের বিরুদ্ধে ডোপিং-র অভিযোগ, বড় শাস্তির সম্ভাবনা

ভারতীয় শ্যুটার ও বক্সারের বিরুদ্ধে ডোপিং-র অভিযোগ, বড় শাস্তির সম্ভাবনা

  • |
Google Oneindia Bengali News

২০২০ টোকিও অলিম্পিকের সাত মাস আগে ডোপিং-র অভিযোগ উঠল ভারতীয় শ্যুটার রবি কুমার ও বক্সার সুমিত সাঙ্গোয়ানের বিরুদ্ধে। দেশের দুই ক্রীড়াবিদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিতে পারে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা।

ভারতীয় শ্যুটার ও বক্সারের বিরুদ্ধে ডোপিং-র অভিযোগ, বড় শাস্তির সম্ভাবনা

সাধারণত শ্যুটার ও বক্সারদের বিরুদ্ধে ডোপিং-র অভিযোগ ওঠার দৃষ্টান্ত বিরল। তাই ২৯ বছরের শ্যুটার রবি কুমার ও ২৬ বছরের বক্সার সুমিত সাঙ্গোয়ান সেদিক থেকে ব্যতিক্রম বলা যেতে পারে। উল্লেখ্য গত বছর গুয়াডালাজারা বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে ব্রোঞ্জ জেতেন রবি কুমার। নাডা সূত্রে খবর, দিল্লিতে কুমার সুরেন্দ্র সিং মেমোরিয়াল মিট চলার সময় ভারতীয় শ্যুটারের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় প্রমাণিত হয়, নিষিদ্ধ প্রোপানোলোল নিয়েছেন রবি।

অন্যদিকে ২০১৭-র এশিয়ান চ্যাম্পিয়নশিপে রূপোজয়ী তথা ২০১৬-র বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছনো ভারতীয় বক্সার সুমিত সাঙ্গোয়ানের শরীরে নিষিদ্ধ লিংগানড্রোলের লেশ পাওয়া গিয়েছে বলে নাডা সূত্রে খবর। এই গর্হিত অপরাধের জন্য শ্যুটার রবি কুমারকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে পারে নাডা। কমবেশি একই শাস্তি পেতে পারেন বক্সার সুমিতও। সেক্ষেত্রে তাঁদের ২০২০-র টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন শেষ হতে চলেছে।

একই সঙ্গে অলিম্পিক শুরু সাত মাস আগে দেশের ক্রীড়াবিদদের ডোপিং-র অভিযোগে জড়িয়ে পড়ার ঘটনায় চিন্তায় ভারত। পরিস্থিতির সঙ্গে কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা চলছে।

English summary
Indian shooter and boxer fail to clear dope test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X