For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Asia Cup: ফাইনালে যাওয়া হল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের, ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে বুধবার প্রতিপক্ষ জাপান

Asia Cup: ফাইনালে যাওয়া হল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের, ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে বুধবার প্রতিপক্ষ জাপান

Google Oneindia Bengali News

হকি এশিয়া কাপের ফাইনালে পৌঁছনো হল না ভারতের। জাকার্তার জিবিকে স্পোর্টস কমপ্লেক্সে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৪-৪ গোলে ম্যাচ ড্র করে ফাইনালে পৌঁছনোর আশা শেষ হয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সুপার ফোর-এ দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়া গোল পার্থক্যে এগিয়ে থাকায় ফাইনালে জায়গা করে নিতে হলে এই ম্যাচটি জিততেই হত ভারতকে।

Asia Cup: ফাইনালে যাওয়া হল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের, ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে বুধবার প্রতিপক্ষ জাপান

ভারত এবং দক্ষিণ কোরিয়ার প্রথম গোটা ম্যাচ জুড়ে দুর্দান্ত লড়াই চলে। প্রথম কোরার্টারে ম্যাচে ৯ মিনিটে প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন সঞ্জীব ঝেষ কিন্তু ওই অর্ধেই ১৩ মিনিটে দক্ষিণ কোরিয়াকে ম্যাচে ফিরিয়ে আনে জাং জংহিউন। ১৮ মিনিটে জি উ চিয়ন এগিয়ে দেয় কোরিয়াকে। ২১ মিনিটে ভারতের হয়ে সমতা ফেরান মনিন্দর সিং। এক মিনিটের মধ্যেই অর্থাৎ ২২ মিনিটে ভারতকে ৩-২ গোলে এগিয়ে দেন শিষে গওড়া বিএম। ২৮ মিনিটে কিম জুং হো সমতা ফেরায় কোরিয়ার হয়ে। ৩৭ মিনিটে ফের এগিয়ে যায় ভারত। মারেস্মরণ শক্তিভেলের গোলে ভারত ৪-৩ গোলে এগিয়ে যায়। কিন্তু ৪৪ মিনিটে জুং মাঞ্জাইয়ের গোলে ৪-৪ ব্যবধানে সমতা ফিরিয়ে আনে দক্ষিণ কোরিয়া। শেষ কোয়ার্টারে কোনও দলই কোনও গোল করতে পারেনি।

Asia Cup: ফাইনালে যাওয়া হল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের, ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে বুধবার প্রতিপক্ষ জাপান

বুধবার ব্রোঞ্জ পদকের জয়ের লক্ষ্যে জাপানের বিরুদ্ধে ফিল্ডে নামবে ভারতীয় হকি দল। জিবিকে স্পোর্টস কমপ্লেক্সে ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে এই ম্যাচটি খেলা হবে। উল্লেখ্য. ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত খেতাব জয়ের অন্যতম ফেভারিট হিসেবে ইন্দোনেশিয়ায় এই বারের এশিয়া কাপে অংশ নিতে এসেছিল কিন্তু ডিফেন্স-এর দুর্বলতার কারণে শেষ পর্যন্ত ফাইনালে আর পৌঁছনো হল না।

English summary
Indian Men's Hockey Team missed out on a chance to reach the Asia Cup 2022 Final after playing out a thrilling 4-4 draw against South Korea.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X